এক চুমুক ইতিহাস
1261
বার পঠিতজ্বী আপু! এইতো, এইদিকে।
একটু ডানে ঘুরে সবুজ সাদার এই দোকানে।
এই যে দেখুন এই জামাটা
টকটকে লোহিত রঙা জরি চুমকির লন।
কি বললেন? হ্যাঁ, এটা অবশ্যই থ্রিপিস।
উপরে দুই পিস নিচে এক পিস-একাত্তুরে ক্ষতবিক্ষত।
এই যে দেখুন, পোয়াতি বধুর নাড়িভুড়িতে আঁকা
কি সুন্দর নকশী ডিজাইন।
বেয়নেটে খুবলে যাওয়া মাংসের মত চুমকি।
ছিন্ন ভিন্ন চুলে সিলাই করা টেকসই এক থ্রিপিস।
পাবেন কোথাও? acquistare viagra in internet
লাল রঙটা এতটা কালচে কেন?
একাত্তুরের রক্ত! শুকিয়ে গেছে যে আপু!
কত সুন্দর কান্নার রঙ এই পোশাকে।
ভারী কান্না, চাপা কান্না, ভীত কান্না,
লাল নীল কষ্টের মত বায়বীয় ধূসর কান্না,
অপমানের কান্না, কান্না আর কান্না।
ধর্ষিত কান্না।
জানেন আপু? এই পোশাকের ওড়নাটা পেঁচিয়ে
কত বীরাঙ্গনা আত্নহননে আত্মদহনে
আত্মমরনে, আত্মগোপনে লিখে গেছে
কত শত গর্বের সমৃদ্ধ আত্মকাহিনী?
কত শত মায়ের আর্তচিৎকারে কম্পিত এই ওড়না?
এই চিৎকার মানুষ শুনেনা আজকাল।
দুষ্টু ফিজিক্স এর নাম দিয়েছে শব্দোত্তর তরঙ্গ।
আর্তনাদের রক্তঝরা কালচে ফেব্রিক্সে
ঘুনে ধরা খাটের তেলচিটচিটে বেডশীটে,
সাঁঝের বেলায় ধূপ জ্বালানো কত রমনী
বিসর্জিত হয়েছে মালাউন ওজুহাতে।
শুয়োরের রাজ্যে পূর্ববাংলা ধর্ষনময়,
চঞ্চলা নারীরা যেন গণিমতের মাল।
সেই সব ইতিহাস লিখে গেছে মহাকাল।
এই যে আপু। দেখুন!
সেলোয়ারের নকশী নকশায় কতসুন্দর আঁকা বাঁকা ইতিহাস!
আমাদের ইতিহাস চলে বাঁকে বাঁকে,
২১, ২৬, ১৬ তে গলা জল থাকে।
বাকিটা সময় জুড়ে ধু ধু বালুচর।
আচ্ছা আপু, আপনি শেখ মুজিবের নাম শুনেছেন?
কে ছিলেন তিনি?
মনে করতে পারছেন না?
তাহলে তাঁকে নিয়ে আপনাকে স্বরচিত পদ্য শুনাই?
“তিনি জাগ্রত বন্যা।
স্বর্গ-আগত দেবদূত তিনি,
তরলিত গিরি কন্যা।
তিনি বিদ্রোহী নজরুল,
শত অন্যায়ে দোয়াত-কালি
ধ্রুব-এক-নির্ভুল।
তিনি বজ্র রবে,
যত অনাচার চূর্ন করেছেন
উন্মত্ত গজ পদে।
তিনি শতমুখী ধূমকেতু,
সঙ্কটে তিনি পাঞ্জেরি হয়ে
গড়েন সাম্যের সেতু।
তিনি বৈশাখী ঝড়,
শমশের হাতে বিক্রমশালী
রাবণ আজ নড়বড়।
তাঁর ভাষনে ভেসে,
ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে,
মুক্তির হাসি হেসে।
তিনি জয়োল্লাসের স্মারক,
তিনি অমর অব্যয় অক্ষয়,
তিনি বাংলার কর্তৃ কারক।
তিনি অত্যাচারিতের ভাষা,
তাঁর ডাক শুনে সম্মোহিত
কত কাস্তে শিল্পী চাষা।
তিনি দুর্গম দূর্গ,
কোমল নয়নে হৃদয়ে এঁকেছেন
লাশকাটা ঘর মর্গ।
তিনি মুক্তির কিষান,
আলো হাতে তিনি দিয়ে গেছেন,
লাল সবুজের নিশান।“
জ্বি আপু? মনে পড়েছে এইবার?
খুশি হলাম।
সে কী আপু? এই জামা কিনবেন না?
ইয়ে, আপনার চোখে জল?
কেন অশ্রু চিকচিকে জ্বলে?
অকাল বোধনে এল বসন্ত
কৃষ্ণচূড়া অবনত হল ফুলে?
প্লিজ কান্না থামান।
কি খাবেন? চা-কফি-কোল্ড ড্রিংকস?
আসলে আপু আমাদেরই ভুল,
করিনি একাত্তুরের হালখাতা-
তাই বুঝি আজ চেতনায় ঘুন ধরেছে
হারিয়ে গেছে মুক্তির খেরোখাতা।
জ্বি আপু? অবশ্যই রাখবো আপনার কথা।
আজই পোড়াবো এই পোশাক।
এখন আপনাকে কি দেব?
টাঙাইল, বালুচরী, জামদানী?
বেনারসি, তাঁত, আসমানী?
এই নিন আপু। এইটা আপনাকে মানাবে।
ঈদ মোবারক।
ধন্যবাদ আপু।
আবার আসবেন।
সোমেশ্বরী বলছেনঃ
আমি স্তম্ভিত, আমি মুগ্ধ!
এতোটাই অসাধারণ লাগলো আরর কী বলবো!
প্রিয়তে নিয়ে রাখলাম।
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ধন্যবাদ আপু।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
সত্যিই স্তব্ধ আর মুগ্ধ হবার মত একটা লেখা… :-bd
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ metformin gliclazide sitagliptin
…এবং অসাধারণ!
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
আপনাদের কবিতা লিখা দেখেই অনুপ্রাণিত হই। থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট।
মাশিয়াত খান বলছেনঃ
all possible side effects of prednisoneআপনি এত সুন্দর কবিতা লিখতে পারেন_জানা ছিল না।
যদিও কবিতা আমি কম বুঝি। কিন্তু এই কবিতাটা সত্যিই আমার চোখে পানি এনে দিয়েছে
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
আপনিও করতেছেন কান্না!
মাশিয়াত খান বলছেনঃ
কিন্তু আমি পাকিস্তানী লন কিনিনা…
ফাতেমা জোহরা বলছেনঃ
স্রেফ বাকরুদ্ধ হয়ে গেছি…
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
আপনার বীরাঙ্গনাদের নিয়ে দেয়া পোস্ট গুলো অন্যরকম অসাধারণ লাগে আপু।
আশরাফুল করিম চৌধুরি বলছেনঃ
ভালো প্রয়াস।
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ধন্যবাদ।
তারিক লিংকন বলছেনঃ
তুই কবিতাও লিখিস? জানতাম না!!
অসাধারণ… এইটা আমার পড়া তোর লিখা প্রথম কবিতা! জানি না তোর ঝুড়িতে আর কি কি আছে। সব পড়ে দেখার লোভ সামলাতে পারছি না! অনবদ্য, একদম অন্যরকম কথোপকথনের মাঝে এইভাবে আমাদের ইতিহাসকে তুলে আনা যায় কল্পনায়ও ছিল না…
আপনার কাব্য চর্চা চলুক নিরন্তর…
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
মাঝে মাঝে লিখি। আর এই কবিতাটা সত্যের পটভূমিতে রচিত।
তারিখ ২২/৭/২০১৪ । রাত আনুমানিক ১০/১১ টায়। চট্টগ্রামের আগ্রাবাদে আখতারুজ্জামান সেন্টারে কাপড়ের দোকানে এক কিশোরী পাকিস্তানি লন খুঁজছে। পাশে তার বাবা। কথা বলার একপর্যায়ে জানতে পারলাম তিনি মুক্তিযোদ্ধা।এইটা শুনেই আমি পায় হা হয়ে তাঁর দিকে আর তাঁর মেয়ের দিকে তাকালাম। তিনি যা বুঝার বুঝে গেলেন। বিমর্ষ কণ্ঠে বললেন,”ওরে ছোটোবেলায় তেমন বেশি জ্ঞান দিতে পারিনাই। এখন না কিনে দিলে বাসায় গিয়ে মন খারাপ করে বসে থাকবে।” তখনই মনে হল, দোষটা আসলে কার? দায়িত্বশীল সমাজ-পরিবারের নাকি মেয়েটার? সেই পটভূমিতেই কবিতাটা লিখা।
হয়তো হঠাৎ করেই সকল পাকি পণ্য বর্জন সম্ভব নাও হতে পারে বিভিন্ন কারনে। কিন্তু আমরা তো ধীরে ধীরে আগামী প্রজন্মের মাঝে ইতিহাসটা ছড়িয়ে দিতে পারি? যে মানুষ মুক্তিযুদ্ধ দেখেনি তাকে যুদ্ধের চেতনাটা বুঝানো বড়ই কঠিন। তাই এটা একদিনে সম্ভব না সেটা ভালো করেই জানি। তাই আমাদেরকে দীর্ঘমেয়াদী দৃষ্টি রাখতে হবে। তাহলে নিশ্চিত হওয়া যাবে যে, আগামী প্রজন্মে আমরা যুদ্ধের চেতনাধারী তরুণ প্রাণের মিছিল দেখতে যাচ্ছি।
তারিক লিংকন বলছেনঃ
এইটুকুন ঘটনার এরুপ কাব্যিক বর্ণনা? আসলেই অসাধারন.. সেল্যুট আপনাকে..
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
কবিতা স্টিকি করা যায় না !???
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ half a viagra didnt work
এইরকম বাধ্য-বাধকতা নেই। তবে, এই ব্লগে এই মূহুর্তে স্টিকি হওয়ার মত তিন চারটা পোস্ট পড়ে আছে। ধন্যবাদ কবিতাটা পড়ার জন্যে।
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
এটা স্টিকি করার মত যোগ্য একটা পোস্ট। মৌলিক লেখা কপি পেস্টের চেয়ে অনেক উত্তম।
আর এটা কবিতা না অন্যকিছু। যার প্রশংসা করার মত ভাষার অভাব।
মাশিয়াত খান বলছেনঃ
capital coast resort and spa hotel ciproসহমত
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ব্লগের বাকি স্টিকি হবার যোগ্য পোস্টগুলো কি কপিপেস্ট? O.o
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
অধিকাংশই। তবে গুরুত্বপূর্ণ। irbesartan hydrochlorothiazide 150 mg
মাশিয়াত খান বলছেনঃ
তথ্যগুলো আগেই কোথাও না কোথাও দেয়া ছিল। শুধু খুঁজে বের করা হয়েছে
নির্ঝর রুথ বলছেনঃ
বড্ড বেশী আবেগী করে দিলে, কবি !
হাজার পাতার বই লিখে যা বোঝানো যেত , স্রেফ কয়েক পংক্তির কবিতা দিয়ে এতো সুন্দর করে সেটা বুঝিয়ে দিলে ?
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
সময় দেয়ার জন্যে ধন্যবাদ আপু। :’) অনেক দিন পর আপনাকেও ব্লগে দেখে ভাল্লাগছে।
অনুস্বার বলছেনঃ
সহমত নির্ঝর রুথের সাথে… :-bd viagra vs viagra plus
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
অসাধারন লিখেছেন। একেবারে স্পিচলেস। কবিতার মাঝে এতকিছু, এত আবেগ ফুটিয়ে তোলা, এটা মাস্টারপিস।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ can your doctor prescribe accutane
ইলোসিয়ার সাথে বিনাবাক্যে সহমত পোষণ করছি… :-bd posologie prednisolone 20mg zentiva
তারিক লিংকন বলছেনঃ
ডন ভাই দেখি বিনা বাক্যে সহমত জানাতে একটা সম্পুরণ বাক্য রচনা করে ফেললেন…
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ইয়ে মানে, কিছু কথা থাকনা গুপন। ;;)
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ধইন্যবাদ। তবে আপনার লিখা কই? এভাবে চোরামি করে লিখালিখি এড়িয়ে যাওয়া ঠিক না। অকা? [-X L-) :-W O.o :-?? accutane prices
জন কার্টার বলছেনঃ
ভাই রে এইডা কি ছিল? আপনি যে এতো ভালো কবিতা লিখেন তা জানায় ছিল নাহ্!!!
…..এক কথায় চমৎকার, দুর্দান্ত, অনবদ্য!
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ধন্যবাদ কার্টার ভাই। তবে, আপনার লিখা পাচ্ছিনা কেন? এইসব ঠিক না। [-X [-X
মায়াবী তেজস্বিনী বলছেনঃ
কবিতাটা অনেক ভাল লাগল ভাই। ইচ্ছে করছে প্রতিটা দোকানে যেখানে পাকিস্তানি ড্রেস বিক্রি হয় সেখানে গিয়ে এই কবিতাটার একটা কপি ঝুলিয়ে দিয়ে আসতে। তাও যদি কিছু মানুষের বোধদয় হয়!
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
বোধদয় হবে। সেই অপেক্ষায় আছি। বিশেষ করে আগামী প্রজন্মকে নিয়ে কিছুটা আশা দেখতে পাই।
;;) ;;)
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
জানি হবে না, তবুও বড্ড ইচ্ছে করে… #-o [-(
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
হেহেহে…। ভাল উদ্যোগ
ইমন রাহমান বলছেনঃ
অসাধারণ লেগেছে ভাইয়া venta de cialis en lima peru
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ধন্যবাদ আর শুভেচ্ছা।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
অসাধারন কবিতাটা আবার পড়লাম, আবার গায়ের রোম দাড়িয়ে গেল। রক্ত টগবগ করে ফুটে উঠলো… ইলেকট্রন, হোয়াট আ পয়েম, ডিয়ার… হোয়াট আ পয়েম…
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ধন্যবাদ আপনাকে আবার পড়ার জন্য! আপনার কমেন্ট পড়ে আবেগে ভেসে গেলাম। :’( about cialis tablets
দুর্বার প্রলয় বলছেনঃ
সবাই এত এত প্রশংসা করেছে যে, প্রশংসা করার মত নতুন কোন শব্দও আর বাকি নাই।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
metformin synthesis wikipediaসহমত পোষণ করলাম প্রলয় ভাই
শিশিরস্নাত দ্রোহি বলছেনঃ
খুব সুন্দর, পঠনে মনটা ফুরফুরে হলো
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ধন্যবাদ।
দুরন্ত জয় বলছেনঃ
খুবই ভাল লাগলো……
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
আমারও খুব ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
কি চমৎকার প্লট
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
অসাধারন, স্রেফ অসাধারন…