নিরাপত্তাহীন স্বপ্ন
253
বার পঠিতআগামীকাল ঢাকা ছাড়ব সকাল ৭.৪৫ এর বাসে চেপে।পে বছর এক মাস আগেই বাসা থেকে মেহমানের খ্যাতি নিয়ে বা এক কথায় মেহমান হওয়ার উদ্দেশ্যে বাসা ছেড়েছি যান্ত্রিক শহর ঢাকায় লেখাপড়া করার জন্য।কাল আবার সেই বাড়িতে ১৪ দিনের জন্য মেহমান হয়ে যাব।আগের মত আর আমাকে নিয়ে বাসার পরিবেশ নাই।সেই বকা ঝকা কিংবা রাগ।এখন অনেকটা ফরমাল সেই হাসানের বাসা বলে গন্য চারতলার উপরে একটা ছোট্ট বাসার লোকেদের কাছে।বাবা মায়ের থেকে অনেক দূরে থাকি।তিন চার মাসে দুই তিন দিন কিংবা কিছু সময়ের জন্য।কলেজ ও কোচিং বন্ধ হওয়ার সুবাদে কাল যাচ্ছি স্বপ্নের শহরে চিরপরিচিত মানুষ গুলোর কাছে।
ইচ্ছা আছে গিয়ে বন্ধুদের খোলাইভেন্টে যোগদান করব,বন্ধুদের সাথে আয়েসি সময় কিং বা পরিবারের সাথে সময় কাটিয়ে ঈদ করব।এখনো সবই স্বপ্ন।বাস্তবায়নটা কিছুটা দুরে।রাস্তায় যে হারে দুর্ঘটনার আবির্ভাব ঘটেছে তাতে কপালে কি আছে স্বয়ং আল্লাহ জানে।জীবনের শেষ স্ট্যাটাসও এটা হতে পারে।আল্লাহ জানেন।অনেকগুলো স্বপ্ন দানা বাধা বুকের ভিতর কিন্তু শুধুএকটা দুর্ঘটনা,সব স্বপ্নের মৃত্যু।যেমন হয়ে চলেছে প্রতিনিয়ত।কোনো না কোনো জায়গায় হাজার হাজার স্বপ্নের মৃত্যু।কাল বাসে চড়ার পর আমার মা যেমন ব্যাকুল হয়ে থাকবে তেমনি কত জনের মা তার সন্তানের প্রতিক্ষা করবে জানি কিন্তু হয়ত কোনো দুর্ঘটনা কেড়ে নিতে পারে তার সন্তানের মত হাজার হাজারও লোককে।আজও মালায়শিয়ায় ২৯৫ যাত্রী মারা গিয়েছে।একটি কথা লেখা থাকে বিভিন্ন যানবাহনে,একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। doctorate of pharmacy online
কিন্তু কেউ মানেনা।ড্রাইভাররাও না।যে দ্রাইভার ১০০ কিংবা তার বেশি স্পীডে গাড়ি চালাচ্ছে সেই গাড়ির পিছনে কোনো এক সিটে বসে কোনো বাবা হয়ত তার মেয়ের জন্য কেনা লাল টুকটুকে আলতা দেখছে আর স্বপ্ন বুনছে যে তার মেয়ে দেখে কত্ত খুশি হবে,কিন্তু অধিক স্পীডের কারনে ঘটিত দুর্ঘটনায় দেখা যায় ঐ বাবার শরীরের রক্ত আর আলতা্র তরলএক হয়ে স্বপ্ন গুলো ধুয়ে দিয়ে যায়।এভাবে যাচ্ছে প্রতিনিয়ত।আমি কারো বাবা না কিন্তু কারো সন্তান।আমিও কাল চলে যেতে পারি অনেক গুলো স্বপ্নকে রক্তের স্রোতে ভাসিয়ে।কিন্তু দুর্ঘটনা নামক দানব তো থামছে না।সে একের পর এক জনকে বধ করেই যাচ্ছে।কিন্তু প্রতিরোধ নাই।কবে যে থামবে তাও অজানা।আমার বলেও হয়ত লাভ নেই।তবুও এই দেশের সরকারের ও পরিবহনকারকদের কাছে চাই সেফ জার্নি।কারন আমার স্বপ্নকে বাচাতে হবে তো। all possible side effects of prednisone
আমার স্বপ্ন বাচলে এভাবে অনেকের স্বপ্নই বাচবে এভাবে।ওনেকের ঘরে হাসি ফুটবে।সবই আল্লাহ জানে।
দুরন্ত জয় বলছেনঃ
acne doxycycline dosageনিরাপদে যাত্রা শেষ করবেন এই কামনাই করি। কিন্তু ব্রাদার স্টাটাস তো ফেসবুকে দেয়া হয় ব্লগে না …
মাশিয়াত খান বলছেনঃ
সহমত metformin synthesis wikipedia