প্রেম , সম্পর্ক এবং অন্যান্য
395
বার পঠিতআমি বিখ্যাত কেউ নই যে আমার আদর্শ সকলের আদর্শ হয়ে উঠবে । মানুষকে জানার ইচ্ছে প্রবল হলেও বুঝবার অনিচ্ছে প্রকট । অন্যকে বুঝতে হলে আগে নিজেকে বুঝতে হয় । এটা খুব কঠিন বিষয় । আপনি অন্য একজন মানুষের সাথে তিনদিন মিশে তার সম্পর্কে যতোটুকু আইডিয়া পেতে পারেন , আপনি নিজেকেও ততোটা জানতে পারেন না ৭০/৮০ বছরেও ।
এই যেমন প্রেম নামক ব্যাপার । এটার জন্য সবচেয়ে বেশি জরুরী বিষয় হল নিজেকে জানা । আমরা বরাবর প্রেমের ক্ষেত্রে নিজেকে আগে থেকেই একটু নিরাপদ দূরত্বে রাখতে পচ্ছন্দ করি । আসলে প্রেম এমন একটা জিনিষ যেখানে নিরাপদ দূরত্ব বলে কিছু নেই । তবুও মনের ভেতর খানিক সংকোচ নিয়েই আমরা সকলেই প্রেমে বারবার পরি । আমরা অধিকাংশ ক্ষেত্রে ( সবার বলছি না , ৯০ ভাগ লোকে ) প্রেম করতে যাই অনেকটা মনের দূরত্বে রেখে । যদি ছেঁকা খাই বা তাকে আমি পাবো না বা নেবো না এই ধরনের যদি বা কিন্তু প্রশ্ন গুলো নিয়ে প্রেম করতে গেলে নিজের অজান্তেই সম্পর্কে আগেই একটা শুন্য জায়গার তৈরি হয় । আর পৃথিবীর অধিকাংশ শুন্য জায়গা গুলো বড় হয় , কখনো ছোট হয় না কিংবা সেই শুন্যতা স্থির থাকে , অন্তত কমে না । মনের যে শুন্যতা নিয়ে একটা প্রেম শুরু হচ্ছে সেটার প্রভাব কিন্তু সম্পর্কে পড়ছে । ধরা যাক আপনি ৯৯ ভাগ সম্পর্কের প্রতি সৎ থেকে একটি প্রেম করছেন । যে একভাগ অপরিপূর্ণতা আছে সেটা কিন্তু দিনকে দিন বড় ই হবে । মানুষের পরিবর্তন এমন একটা ব্যাপার যা ১ সেকেন্ডেই ধরা পরে চোখে , আর কাছের মানুষের ক্ষেত্রে সেটা আরও বড় আকারে ধরা পরে । আপনার অজান্তে যে প্রভাব সম্পর্কে একটু খানি পড়লো সেটা কিন্তু আপনার প্রেমিক/ প্রেমিকার উপর অনেক বড় আকারে পড়বে । এই জন্য প্রেম হওয়া উচিত শতভাগ নিজের দিয়ে , আপনার শতভাগ আপনার প্রিয় মানুষের শতভাগ বের করে আনতে বাধ্য ।
একটি কথা বলা জরুরী , প্রেম কি আসলেই জরুরী ? আমার কাছে মনে হয় জরুরী অন্তত পুরুষের জীবনে । প্রেম একজন পুরুষকে সত্যিকারের পুরুষ বানাতে সাহায্য করে । কিভাবে ? আপনি যখন সংসার করবেন তখন একজন নারীকে বুঝতে জানা আপনার সবচেয়ে জরুরী বিষয় । ধরুন একজন ছেলে যখন প্রথম প্রেমে পড়ে তখন সে তার প্রেমিকাকে দেখে ঠিক যতটা রোমাঞ্চ অনুভব করে , তার চোখের দিকে তাকালে যে ভয় কাজ করে , সে সামনে দিয়ে গেলে যে ভয় গুলো কাজ করে , মানুষের সাথে কথা বলার যে জড়তা কাজ করে প্রেমের মাধ্যমে এই জড়তা কেটে যায় । সে বুঝতে শেখে নারীকে কিছুটা হলেও । ছেলেরা অধিকাংশ ক্ষেত্রে একটা স্বাধীনতা নিয়ে বড় হয় । প্রথম প্রেমের ক্ষেত্রে সেই স্বাধীনতায় কিন্তু একটা ছেদ পড়ে প্রেমিকার কল্যাণে । তখন সে ছাড় দেয়া শেখে । সংসার করতে হলে সবকিছুকেই কন্ট্রোল করা শেখা জরুরী । প্রেমিকার আনকন্ট্রোল সিচুয়েশন গুলোকে কিভাবে নিজের সিচুয়েশনে আনতে হয় এটা যেমন সে শেখে সেটা সংসার জীবনে দারুণ কাজে লাগে ।
আমি যেভাবে প্রেম গুলোকে দেখেছি সেখান থেকে প্রেম কে টিকিয়ে রাখার বেশ কৌশল আমার নিজস্ব অনুভুতিতে এসেছে । কিছু সমস্যাও দেখেছি । সেগুলোকে কিছু একটা রুপ দেবার চেষ্টা করেছি । সব ঠিক হবে তার কোন মানে নেই , কিন্তু আমার মনে হয়েছে এভাবে ঠিক কওরা সম্ভব এবং প্রেমকে একটা রুপ দেয়া সম্ভব । শুধু প্রেম নিয়েই কোটি কোটি বই লেখা হলো । কিন্তু একটি প্রেমকেও তো সমস্যা ছেড়ে গেলো না । অবশেষে এই সমাধান বলা যেতে পারে , প্রেম নিজেই তো একটা উদ্ভট সমস্যা । ধরেও সমস্যা , না ধরেও সমস্যা , ছুঁয়ে দিলেও সমস্যা , ছোঁয়াছোয়ির কোথাও না থাকলেও সমস্যা । তবু সমাধানের চেষ্টা চলছে , চলুক আমরাও চালাই … এতে তো বাঁধা নেই ।
১. কাউকে গোপনে দীর্ঘমেয়াদে ভালোবাসবেন না । গোপন প্রেম যতো মেয়াদ বাড়বে প্রেম ততো গভীর হয়ে যাবে । তাকে পটাতে না পারলে খুব কষ্ট পাবেন । শেষে বিড়ির ছেঁকা দিয়ে হাতে তার নাম লিখবেন । কি দরকার ? অল্প প্রেমে তাকে না পেলেও এতো সমস্যা হবে না । আর দ্বিতীয় বিষয় হলো যতো দেরী করবেন তাতে সে আরেকজনের হবার সম্ভবনা বেশি । সবাই প্রেম চায় , সুতরাং কে কাকে কখন চুরি করলো সেটা আপনাকে নিশ্চয় জানিয়ে করবে না ।
২. প্রথম প্রেমের অপর নাম ছেঁকা প্রেম বা ভুলে ভরা প্রেম । পৃথিবীর অধিকাংশ মানুষই প্রথম প্রেমে ব্যর্থ হয় । প্রথম প্রেম মানেই ভুল থাকবে অজস্র । এই ভুল থেকে শিক্ষা নিয়ে পরের প্রেমে মন দিন ।
৩. একটা বিষয় মনে রাখবেন ছেলেরা , আপনি যতো বেশি প্রেম করবেন ততো বেশি সর্ম্পকের মানে বুঝবেন । মেয়েরা কখনোই তিনটার বেশি প্রেম করবেন না । যে নারী তিন পুরুষের বেশি সঙ্গ পেয়েছে তাকে N সংখ্যক পুরুষের সঙ্গ থেকে কেউ দাবিয়ে রাখতে পারবে না । এতে মানসিকভাবে আপনি একটা সময় বীতশ্রদ্ধ হয়ে উঠবেন । diflucan dosage for ductal yeast
৪. ছেলেদের জন্য বলি , প্রেম মানেই আপনি পরাধীনতার একটা অনুভূতি পেতে যাচ্ছেন । একশোটা প্রেম করলে একশোবারই এই অনুভূতি আসবে । সুতরাং তবু অভিনয় করুন ভালো থাকার । একটা সময় ঠিক হয়ে যাবে । ঠিক কিছুই হবে না কিন্তু সহ্য শক্তি চলে আসবে । একটা ব্যাপার মনে রাখবেন কাজে প্রতি সত্ না থাকলে যেমন কাজ মেলে না । তেমনি প্রেমের প্রতিও ।
৫. সম্পর্ক টিকিয়ে রাখবার সবচেয়ে বড় প্রয়োজন সারপ্রাইজ । এটা ছোট ছোট করে কে কতোটা রাখতে পারেন সেটাই সম্পর্কের গতি নির্ধারন করে ।
৬. প তে প্রেম বুঝুন , প তে পায়জামা বুঝতে গেলে তাতে যৌনতা ছাড়া কিছুই থাকে এবং পাবেন না । প্রেমের কারন যৌনতা হলেও সেটাকে ইগনোর করুন । পানি ছাড়া চা হয় না সত্য কিন্তু চিনি ও চা পাতির গুরুত্ব টা বুঝতে হবে । লেবু মেশালে চা আরো সু স্বাদু হয় , কফি মেশালে আরো ভালো হয় । প্রেমে যৌনতা যদি চায়ের পানি হয় তবে লেবু , চা পাতা , কফিকেই গুরুত্বটা দিন । ampicillin susceptible enterococcus
৭. সাবেক প্রেমিক প্রেমিকার ব্যাপারে কখনোই জানতে চাইবেন না । সুখে থাকলেও কষ্ট , দুঃখে থাকলেও কষ্ট । মাঝখানে সিগারেট টেনে ফুসফুস নিকোটিনে পূর্ন করে লাভ কি ?
৮. প্রেমিকারা বেকার প্রেমিকের প্রতিটি টাকাকে মূল্য দিন । একদিনে যে টাকা সে মোবাইলে ব্যয় করে এর জন্য তাকে অনেক কষ্ট করতে হয় । কি পরিমান করতে হয় তা কল্পনাতীত । প্রেমিকার প্রতি বেকার প্রেমিকের আকর্ষন কমতে এই একটা গুরুত্বহীন মানসিকতাই যথেষ্ট ।
৯. প্রেমিকাকে কিস না করা অব্দি আপনি সিঙ্গেল , এর আগে পিছে বা মধ্যবর্তী আর কোন ব্যাপার নেই । সুতরাং প্রেমিকার হাসি , চোখ ইশারা , হেসে কথা বলা , এক্সট্রা কেয়ার করছে ভাবা বা না ভাবা এগুলো নিয়ে ভেবে মনে মনে মন কলা খেয়ে ফায়দা নাই । আগে চুমু খান তারপর বলুন , হ্যাঁ আমার প্রেমিকা আছে ।
জানেন তো , একজন বিখ্যাত ব্যক্তি বলে গেছেন
” সঠিক সময়ে চুমু খেতে না পারলে সারাজীবন ভালো বন্ধু হয়েই কাটাতে হয় ”
কবির সুমন বলেছেন ,
” বিশ্বাস রাখি চুমুতে , বিশ্বাস আশ্লেষে ” prednisolone for cats diarrhea
অংকুর বলছেনঃ
accutane prices১।
প্রেম জীবনে একবারই হয়। যেটা বারবার হয় সেইটাকে প্রেম কোন যুক্তিতে বলা হচ্ছে বুঝিনা।
২।
কথা সত্য। আমার কাছে তথ্য আছে
৩। প্রেম সম্পর্কিত এত নিয়ম বললেন, আসলে প্রেম কোন নিয়ম মানেনা। যেটা নিজের থেকেই হয় সেইটা প্রেম। যারা নিয়ম দেখে প্রেম করতে যান সেইটা প্রেম হয়না। নাটক হয়। আর সেইটাই বলা হচ্ছে প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম উমুক তুমুক। আসল প্রেম কোন নিয়ম মানেনা। আমি যা,আমি যেমন তাই আমার প্রেমিকা স্বীকার করে নিবে,আমিও তাই করব। যদি তা প্রেম হয়। আর যদি নাটক হয় তাহলে আর কি কইতামম?
সবশেষে
মগজে কারফিউ বলছেনঃ
আমি শুধু মাত্র কিছু সমস্যা ধরবার চেষ্টা করেছি মাত্র । আমি শতভাগ সত্য তা বলিনি । এক্সসেপসনাল সব খানেই আছে । কিন্তু ব্যতিক্রম কখনো উদাহরন হতে পারে । মন্তব্যের জন্য ধন্যবাদ
তারিক লিংকন বলছেনঃ
এই যায়গায় এসে আপনার ব্যাখ্যা অনেক বেশী সরল রৈখিক এবং একমুখো মনে হল!
আর সবশেষ কথা হল প্রেম একান্তই মানুষের ব্যক্তিগত উপলব্ধির ব্যাপার আমার কাছে এটার কোন সর্বজন স্বীকৃত মানদণ্ড আছে বলে মনে হয় না! আপনার অনুভূতি পরে শেষের দিকে বেশ ভালই লাগলো… diflucan one time dose yeast infection
মাশিয়াত খান বলছেনঃ
আমার এই লেখাটা ভাল লাগেনি। অনেক জায়গায়ই ধরা যেত। কিন্তু এটা আওনার ব্যক্তিগত মতামত জন্য কিছু বলা উচিত বলে মনে হচ্ছে না sildenafil basics 100 mg filmtabletten
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
সিমপ্লি আজাইরা পোস্ট মনে হল।