The Green Mile– নির্মম বাস্তব, অভাবিত পরাবাস্তব আর আত্নগ্লানিময় কিছু যন্ত্রণার উপাখ্যান…
381
বার পঠিত zovirax vs. valtrex vs. famvir
irbesartan hydrochlorothiazide 150 mg
আমরা মানুষেরা বিধাতার খুব অদ্ভুত এক সৃষ্টি। সৃষ্টির সেরা জীব হিসেবে যদিও আমাদের পাঠানো হয়েছে, কিন্তু এই আমরাই খুব ঠাণ্ডা মাথায় নিষ্পাপ মুখভঙ্গিতে অবলীলায় করে ফেলি জগতের সব রোমহর্ষক অভাবিত নিকৃষ্ট কাজগুলো। তারপর ভাবটা দেখাই যেনো এটা হবারই ছিল। যার ফলে বাধ্য হয়েই স্রষ্টা আমাদের এই নির্দয়, রুঢ় এই বাস্তুবতার মাঝে কিছু ব্যাখ্যাতীত অবাস্তবতা ঢুকিয়ে দেন। যেন এক মুহূর্তের জন্য হলেও আমরা থমকে যাই, একটু গভীরভাবে চেয়ে দেখি আমরা আসলে কি করছি। হোক না সেটা পরাবাস্তবতার মোড়কে…
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের এক ওল্ড হোম,১৯৯৯ সাল। টপ হ্যাট মুভিটা দেখার সময় হঠাৎ কোন এক অদ্ভুত কারণে Paul Edgecomb নামের এক অতীশিপর বৃদ্ধ কাঁদতে শুরু করেন। তার সবচেয়ে ভালো বন্ধু Elaine যখন তার এ হঠাৎ কান্নার কারন জিজ্ঞেস করেন, তখন বৃদ্ধ ফিরে যান ১৯৩৫ সালের গ্রীষ্মে, Cold Mountain Penitentiary নামের এক জেলে তিনি যখন প্রিজন অফিসার ছিলেন। মৃত্যুদণ্ড হয়ে যাবার পর আসামিদের শেষবারের মত যে ওয়ার্ডে/ব্লকে রাখা হয়, সেরকম একটা ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিজন অফিসার ছিলেন পল। এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় মাইল। পল তার ওয়ার্ডের নাম দিয়েছিলেন গ্রিন মাইল। তাদের প্রধান দায়িত্ব হল ইলেকট্রিক চেয়ারে বসিয়ে কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত করে মৃত্যুদণ্ড কার্যকর করা। যেহেতু জীবনের শেষকয়েকটা দিন আসামিরা তাদের সাথে থাকতে আসে, সুতরাং তারা যেন শান্তিতে এবং অনুশোচনায় তাদের শেষদিনগুলো অতিবাহিত করতে পারে, সেইদিকে বিশেষ লক্ষ্য রাখেন এই গ্রিন মাইলের অফিসাররা। এব্যাপারে পল একদিন বলেছিলেন, accutane prices
We think of this place like an intensive care ward of a hospital.
কয়েকদিন পর হঠাৎ এক দৈত্য এল। একজন বিশাল আফ্রিকান নিগ্রো, দুটো নিষ্পাপ ফুটফুটে বাচ্চা মেয়েকে পৈশাচিকভাবে ধর্ষণ এবং নির্মমভাবে হত্যার অপরাধে ইলেকট্রিক চেয়ারের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেয়া হয়েছে। খুব অবাক হয়ে ব্লকের সব অফিসার এবং অপরাধীরা লক্ষ্য করল, দেখতে বিকট আর ভয়ানক প্রচণ্ড অশুভ কিছুর ইঙ্গিত দেয়া এ অপরাধীর চোখ দুটো শিশুর চোখের মত নিস্পাপ আর কোমল।পুরোপুরি বিভ্রান্ত হয়ে পল যখন অপরাধীকে তার নামের ব্যাপারে জিজ্ঞেস করলেন, তখন তিনি আরেকদফা চমকালেন। পাহাড়ের মত বিশাল ঐ শরীর থেকে যে কণ্ঠস্বরটা বেরিয়ে এল, তাকে মোটেও নির্মম ও ভয়াবহ কোন অপরাধীর কণ্ঠের মত লাগলো না। বরং মনে হল নিকৃষ্ট এই পৃথিবীর আরও নিকৃষ্ট এই মানুষগুলোর মাঝে হঠাৎ ভুল করে চলে আসা কোন দেবদূত। কাঁপাকাঁপা গলায় সে বলল,
tome cytotec y solo sangro cuando orino
My Name is John Coffey, Sir, boss.
Like the drink, only not spelled the same.
তার আগে আপনাদের সাথে একটা অশুভ আত্মার পরিচয় করিয়ে দেই। গভর্নরের শালা Percy Wetmore গ্রিন মাইল প্রিজনে নতুন অফিসার হিসেবে জয়েন করেছে। প্রচণ্ড অহংকারী, ভয়াবহরকমের স্যাডিস্ট এবং নিকৃষ্ট কাপুরুষ, অতি সংক্ষেপে পার্সি সম্পর্কে বলতে গেলে এই কথাগুলো পারফেক্ট। নিজের অযোগ্যতা ঢাকতে অপরাধীদের সাথে নির্মমতাকে একমাত্র লক্ষ্য হিসেবে স্থির করা পার্সি সবাইকে নিজের প্রজা মনে করতে ভালবাসে। একমাত্র সরকারের উচ্চপর্যায়ের সাথে ভালো যোগাযোগ থাকার কারণে তাকে কেউ কিছু বলতে পারে না।
কফির কথা বলি। বাচ্চার মত সরল এই আসামী অন্ধকারে ভয় পায়। ঝড়ের রাতে প্রচণ্ড আতংকে নীল হয়ে যায় !! অথচ সে একজন ভয়ংকর অপরাধে দন্ডিত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী!!কফি একদিন খেয়াল করল পল প্রচণ্ড যন্ত্রণায় কাতরায়, কিন্তু কাওকে কিছু বলে না। সে পলকে তার সেলের সামনে ডাকল। মুত্রনালীর ইফেকশনে প্রচণ্ড যন্ত্রণায় কাতর পল তখনও জানতেন না, কত বড় এক চমক অপেক্ষা করছে তার জন্য। খুব সাবধানে পল কফির সেলের সামনে গিয়ে পৌছালেন। আর তারপর যা ঘটল, সেটা পল বোধহয় স্বপ্নেও কোনদিন কল্পনা করেননি। কাঁপাকাঁপা ভয়ার্ত গলায় পল যখন কফিকে জিজ্ঞেস করলেন, সে এটা কি করল, তখন কফি শিশুর সারল্যে জবাব দিল,
Paul Edgecomb: What did you just do to me?
John Coffey: I helped it. Didn’t I help it? I just took it back, is all. Awful tired now, boss. Dog tired.
অবাক বিস্ময়ে হঠাৎ পল আবিস্কার করলেন, যে যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছিল গত ৪ বছর, তার বিন্দুমাত্র কিছু অবশিষ্ট নেই। কফির ক্লান্ত হাসিমাখা মুখের দিকে তাকিয়ে হঠাৎ পল বুঝতে পারলেন, কোথাও একটা বড় ধরনের গোলমাল হয়েছে। তার সামনে দাঁড়ানো এই মানুষটার ঐ লোহার শিকের পেছনে থাকার কথা নয়। বিশ্বাসটা আরও বদ্ধমূল হল যখন প্রমান হল মৃতের ভেতর আবার প্রানসঞ্চারের এক অভাবিত ক্ষমতা রয়েছে এই মানুষটার। কিন্তু কিভাবে? এবং কেন? সৃষ্টিকর্তা যাকে এতো অভূতপূর্ব এক ক্ষমতা দিয়েছেন, সে কিভাবে কল্পনার অতীত ঐ জঘন্য কাজটি করতে পারে? যদি সে এই কাজটি না করে, তবে কেন স্রষ্টা শিশুর মত একজন নিষ্পাপ মানুষকে এতো বড় শাস্তি দিচ্ছেন? এর জন্য কে দায়ী? কফি? কফির চারপাশের মানুষ নামের অচেনা প্রাণীগুলো নাকি কফির স্রষ্টা ?? renal scan mag3 with lasix
Stephen King এর উপন্যাস অবলম্বনে Frank Darabont এর পরিচালনায় American drama film দা গ্রিন মাইল মুক্তি পায় ১৯৯৯ সালে। Michael Clarke Duncan, টম হ্যাঙ্কস, David Morse, Bonnie Hunt, and James Cromwell প্রমুখের স্পিচলেস অভিনয়ে এই মুভিটি মনোনীত হয়েছিল ৫ টি অস্কার পুরস্কারের জন্য। রটেন টোম্যাটোতে ৮০% দর্শক তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন আর আইএমডিবিতে পৌনে ৫ লাখ মানুষের মুগ্ধতা ছড়িয়েছে এর ১০ এ ৮.৫ স্কোর। প্রথমবার Best Supporting Actor ,Best Picture, Best Sound, and Best Adapted Screenplay তে অস্কার মনোনয়ন পাবার পরও অস্কার জিততে না পারার অতৃপ্তি মুছে যায় ২০০০ সালের Academy of Science Fiction, Fantasy & Horror Films পুরস্কারে। জন কফি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য Michael Clarke Duncan সেরা পার্শ্বঅভিনেতার পুরস্কার জিতে নেন। আরও অস্কার পান Patricia Clarkson সেরা পার্শ্বঅভিনেত্রীর ভুমিকায় অভাবিত অভিনয়ের জন্য। আর গ্রিন মাইল নির্বাচিত হয় Best Action/Adventure/Thriller Film । মুভি ক্রিটিক রজার গ্রেট এবারট এই মুভিকে ৪য়ে দিয়েছেন সাড়েতিন এবং বলেছেন এটা তার দেখা অন্যতম সেরা অভিনয়…
জন কফি চরিত্রে মাইকেল ক্লার্ক ডানকানের অভিনয় আর পল এজকম্ব চরিত্রে টমহ্যাঙ্কসের অভিনয় নিয়ে বলার মত আসলে কোন ভাষা জানা নেই। কতটা ডেডিকেশন থাকলে একটা ক্যারেকটারের হাসি-কান্না আর দর্শকের হাসিকান্না মিলে মিশে একাকার হয়ে যায়, সেটা জানতেও একবার এই মুভিটা দেখা উচিৎ। শুধু অভিনয়ই নয়, সমকালীন সমাজ ব্যবস্থার ভঙ্গুর উদ্ভট নিয়মনীতি, মানব মনের অতি বিচিত্র সব কুঠুরি আর সেই কুঠুরির মাঝে থাকা অভাবিত সব চিন্তাধারা, সেই চিন্তায় তৈরি ভাল-মন্দ, শুভ-অশুভ সব ঘটনার গভীর বিস্লেশন, টান টান স্টোরিলাইন, তারসাথে অদ্ভুত বৈচিত্র্যময় অসাধারন সব ডায়লগ এবং সবকিছুর ভেতরে স্পষ্ট হয়ে ফুটে উঠা একটা সরল বার্তা– বিধাতা আমাদের চোখদুটো শুধু দৃশ্যমান বস্তু দেখার জন্য দেননি, দৃশ্যমানের ঠিক পেছনে থাকা আপাত অদৃশ্য কিন্তু অনন্য অসাধারণ কিছু দেখার জন্যও দিয়েছেন, আর কি চাই আপনার? বিশেষ করে জন কফির এই ডায়ালগটা আমাদের খুব অদ্ভুত অপরাধী বানিয়ে দেয়…
John Coffey: People hurt the ones they love. That’s how it is all around the world. walgreens pharmacy technician application online
যদি আজো দেখা না হয়ে থাকে এই মাস্টারপিস, দেরি না করে বসে পড়ুন। হয়তোবা মশলা ছবির নাচাগানা নেই, নেই চোখ ঝলসানো গ্লামারাস, কিন্তু আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, জীবনবোধের এক স্মরণীয় অভিজ্ঞতা লাভ করবেন আপনি এই মুভি দেখে, জন কফির নিষ্পাপ চাহনি ভেতরে থাকা শিশুর সারল্য আর পল এজকম্বের বিস্ময়কর যন্ত্রণাদায়ক উপলব্ধি আপনাকে হয়তোবা দাড় করিয়ে দেবে আত্নগ্লানির ধূসর এক আয়নার সামনে, পলের মত আপনিও হয়তোবা বলে উঠবেন—
We each owe a death – there are no exceptions – but, oh God, sometimes the Green Mile seems so long. viagra en uk
তথ্য কৃতজ্ঞতা-
http://www.imdb.com/title/tt0120689/quotes
http://www.rogerebert.com/reviews/the-green-mile-1999
http://yify-torrents.com/movie/The_Green_Mile_1999 amiloride hydrochlorothiazide effets secondaires
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
এগুলা ঠিক না। অ্যাডমিশনের প্রিপারেশন নিতে এমনিতেই চোক্ষে আন্ধার দেখি। এর মধ্যে যদি এভাবে লোভ লাগায় দেন…
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ও মাই গড! আপনি অ্যাডমিশানের প্রস্তুতি নিচ্ছেন? কোথায়? আমি তো ভাবছি আপনি দুই সন্তানের বাবা! তিন নাম্বারটা আর তিন মাস পরেই আসতেছে!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কনগ্রাটস ক্লান্ত… :bz পার্টি হচ্ছে কবে?
তারিক লিংকন বলছেনঃ missed several doses of synthroid
অমিত লাবণ্য বলছেনঃ
আমার দেখা সেরা মুভিদের একটা will i gain or lose weight on zoloft
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ about cialis tablets
সেম হেয়ার… >:D< ~O)
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ puedo quedar embarazada despues de un aborto con cytotec
দেখা হয়নি! দেখে ফেলবো আশা রাখি!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কবে আর দেখবেন? :-@ আপনি তো দেখবেন দেখবেন করতেছেন লাস্ট এক বছর… :-??
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
কি করতাম রে ভাই? এসব মুভির ডিভিডি চাইলে বিক্রেতা হা কইরা থাকে। গডফাদার মুভিটাও অনেক কষ্টে সংগ্রহ করছিলাম!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আফসোস… {-( কাছে থাকলেও হইত, নিজেই দিয়া আসতে পারতাম…
তারিক লিংকন বলছেনঃ
আমারও দেখা হয় নি এই মুভি! আপনার মুভি রিভিউ পরলে দেখার ইচ্ছা সংবরণ করা মুশকিল… side effects of drinking alcohol on accutane
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ইচ্ছা সংবরন করার দরকারটা কি? :-?? দেইখা ফেললেই তোঁ ল্যাঠা চুকে যায়… [_( আপনে মিয়া মানুষটা বড়ই বেরসিক… X(