ফার্গো থেকে মন্টানা
211
বার পঠিতফার্গো থেকে মন্টানা সারারাত্রি—-
মীনাক্ষি,
ম্যাপল আর বার্চের সারি
উল্কার মত পাশ কাটিয়ে চলেছিলো
আমাদের ডজ-কনভার্টিবল।
সুষম গতিবিধি আর চুড়ান্ত উন্মাদনায়
ট্র্যাক থেকে সরে সরে…
সেদিন তোমাকে কিছু দেয়া হয়নি। renal scan mag3 with lasix
এমন একটা চুম্বনের কথা তোলা থাক।
দীর্ঘ থেকে দীর্ঘতম হলে
রাত্রির শোক ঠিকই ভুলে যাবে পূর্ণেন্দু।
আর আমরাও ভুলে যেতে পারি
কোথা থেকে শুরু করেছিলাম।
আজ যখন অনেক বছর পর তোমাকে
সেই একই হাইওয়েতে দেখলাম,
মনে পড়ে গেলো-
মীনাক্ষি, সেদিনের কিছু গ্ল্যাডিওলাস
তোমার পাওনা রয়ে গেছে…
০৪/০৬/২০১৪
চাতক বলছেনঃ
দারুন লিখেছেন। ভাল লাগছে। এই ব্লগে এত কবি ক্যান?
অমিত লাবণ্য বলছেনঃ
synthroid drug interactions calciumভালোলাগা প্রকাশের জন্য ধন্যবাদ
দুরন্ত জয় বলছেনঃ
কবিতা ভাল লেগেছে…… achat viagra cialis france
অমিত লাবণ্য বলছেনঃ
ধন্যবাদ missed several doses of synthroid
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ side effects of drinking alcohol on accutane
অসাধারন লাগলো… :-bd
অমিত লাবণ্য বলছেনঃ
ধন্যবাদ
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
এমন একটা চুম্বনের কথা তোলা থাক।
দীর্ঘ থেকে দীর্ঘতম হলে
রাত্রির শোক ঠিকই ভুলে যাবে পূর্ণেন্দু।
আর আমরাও ভুলে যেতে পারি
কোথা থেকে শুরু করেছিলাম।
:-bd
অমিত লাবণ্য বলছেনঃ acquistare viagra in internet
thuoc viagra cho namশুভেচ্ছা নিও ভাই