তোমাকে ভালবাসার আগে
312
বার পঠিততোমাকে দেখার আগে আমি অন্ধ ছিলাম।
অনেক আগেও আমি শ্রাবণ দেখেছি।
অনেক আগেও আমি নীল আকাশ আর অন্ধকার আকাশ দেখেছি।
তার আগেও সোডিয়াম লাইট আর ফ্লাইওভারের চূড়ায় মেঘেদের দেখেছি।
শীতের কুয়াশা দেখেছি। কুয়াশা চিড়ে চাঁদ দেখেছি; চাঁদের আলো দেখেছি।
কিন্তু, সত্যি বলছি তোমাকে দেখার আগে আমি দেখিনি কিছুই।
এই ক্ষণকাল আগে আমি জেনেছি,
বৃষ্টি সুন্দর, বৃষ্টিহীনতা সুন্দর। নীল আকাশ সুন্দর, ধূসর আকাশ সুন্দর।
আলো সুন্দর। আর আলোকিত আঁধার সুন্দর।
তোমাকে ছোঁয়ার আগে, আমি সত্যিই অসাড় ছিলাম।
অনেক আগেও বৃষ্টি এলে আমি জানালা বন্ধ করে দিয়েছি।
কার্নিশ বেয়ে জল এলে, তাকে ছুঁতে যাইনি আমি।
বৃষ্টির কোলাহলে বিরক্ত হয়েছি।
আমার অসীম অনুভূতি মাত্রার মত কুঞ্চিত হয়ে ছিল পাঁচে।
এই ক্ষণকাল আগে আমি জেনেছি,
তুমি সুন্দর, তোমার স্পর্শ সুন্দর, তোমায় নিয়ে বৃষ্টিতে ভেজা সুন্দর। doctus viagra
তোমাকে ভালবাসার আগে আমি মৃত ছিলাম।
আমি দেখিনি, শুনিনি, স্বাদ নিইনি, ঘ্রাণ নিইনি, স্পর্শ করিনি এই পৃথিবীকে।
অনুভূতির সাগরে অদ্ভুত শুষ্কতায় আমি ছিলাম ব্রহ্মার মত নিরুত্তাপ।
এই ক্ষণকাল আগে আমি কৃষ্ণ হয়ে নেমে এসেছি।
এই ক্ষণকাল আগে আমি জেনেছি,
দৃশ্য সুন্দর, শব্দ সুন্দর, স্বাদ সুন্দর, ঘ্রাণ সুন্দর, স্পর্শ সুন্দর।
এই ক্ষণকাল আগে তোমার স্পর্শে জেগে উঠে আমি অনুভব করেছি,
তুমি আর তোমার পৃথিবী পুলসিরাতের মত ভয়ঙ্কর সুন্দর। acne doxycycline dosage
অংকুর বলছেনঃ
ভালো লেগেছে
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
অসংখ্য ধন্যবাদ!
তারিক লিংকন বলছেনঃ
can levitra and viagra be taken togetherতোমাকে ভালবাসার আগে …
দারুণ!! এইটাই শিরোনাম হলে চমৎকার হত
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
বদলে দিলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।
about cialis tablets
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
বলার মত কোন অনুভূতি পাচ্ছি না… [-(
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ puedo quedar embarazada despues de un aborto con cytotec
%%- %%- %%- amiloride hydrochlorothiazide effets secondaires
চাতক বলছেনঃ
দুর্বোধ্য সুন্দর, ভাল লাগলো
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ধন্যবাদ আপনাকে।
চাতক বলছেনঃ
side effects of quitting prednisone cold turkeyঅসীম নন্দন বলছেনঃ
তোমাকে ছোঁয়ার আগে, আমি সত্যিই অসাড় ছিলাম।
অনেক আগেও বৃষ্টি এলে আমি জানালা বন্ধ করে দিয়েছি। চমৎকার
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ venta de cialis en lima peru
@};-