এই জাত বদমাইশদের কিছু হলেওতো শাস্তি হয়েছে!
210
বার পঠিতরমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় মুফতি হান্নানসহ ৮ জনের মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে।
খুবই শান্তি লাগলো তথ্যটা জানার পর।
সেদিন ছিলো আমাদের এস.এস.সি পরীক্ষার ব্যবহারিক অংশের পরীক্ষা!
সবসময়ই পহেলা বৈশাখের দিন আমরা টি.ভি অন করে রমনায় অনুষ্ঠিত অনুষ্ঠান দেখি আর স্বপ্ন দেখতাম কবে বড়ো হবো; অনুষ্ঠানটি সামনা-সামনি উপভোগ করতে পারবো! accutane prices
যাইহোক, পরীক্ষা থাকার কারণে সেবার টি.ভি অন করার সাহস করিনি। আম্মুকে আমরা ভীষণ ভয় পাই, তখন আরো বেশি পেতাম তাই !
পরীক্ষার যেখানে সেন্টার ছিলো সেটা আমাদের বাসা থেকে বেশ দূরে ছিলো, রিকশা ভাড়া তখনকার সময়ে ৩০-৪০ টাকা হবে, কিন্তু রাস্তায় সেদিন কোন রিকশা পাচ্ছিলাম না। কেমন একটা থমথমে ভাব চারদিকে!
আমি আর আম্মু ভাবছিলাম বোধ হয় এস.এস.সি পরীক্ষা চলছে তাই এবারের পহেলা বৈশাখ এমন নিরুত্তাপ!
কিন্তু, রিকশার কেনো এতো আকাল তা নিয়ে বিস্ময়বোধ চলছিলো আমাদের দু’জনের মধ্যেই!
তারপর কোন মতে একটা রিকশা পেলেও, আমরা রাস্তায় তেমন কোন মানুষজন দেখতে পাচ্ছিলাম না!
বিষয়টা আমাদের কাছে খুবই অদ্ভূত লাগছিলো। কেন্দ্রে পৌঁছানোর পরে শুনতে পেলাম সেই দুঃসংবাদটি~
“রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে!
কতজন নিহত এখনো জানা যায়নি!”
মূহুর্তেই ফ্যাকাসে হয়ে যাওয়া আমার মুখ দেখে আম্মু অস্থির হয়ে উঠেছিলো সেদিন, বারবার বলছিলো~
“মামনি, তোমার না আজকে পরীক্ষা! এগুলো নিয়ে তুমি চিন্তা করো না। হয়তো কার কোন ক্ষতি হয়নি। এমনতো হতে পারে কেউ দুষ্টুমি করে পটকা-টটকা ফাটিয়েছে!”
আমি খুবই সংবেদনশীলা ছিলাম বলেই আম্মু আমাকে সেদিন এমন সান্ত্বনা দিয়েছিলেন।
কিন্তু, সেদিন সেখানে কোন পটকা ফাটানো হয়নি বরং সত্যিকারের বোমাই ফাটানো হয়েছিলো; আর অনেকেই সেই বোমার আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে আহত-নিহতও হয়েছিলেন!
আমি সেইদিন কোনভাবেই মেলাতে পারিনি~
“নিজের দেশের মানুষের উপর, নিজের সংস্কৃতির উপর কোন মানুষ কী কারণে এমন নৃশংস হামলা করেছে???”
আজকে বুঝি~
এটা হলো কিছু মানুষের অন্ধত্ব, অজ্ঞানতা, হিংস্রতা!!!
যেখানে মানবতার কোন ঠাঁই নেই, আছে শুধুই মিথ্যা জাত্যাভিমান, জাতিগত বিদ্বেষ, মৌলবাদী বদমাইশি !!!
এইসব ঘৃণ্য অপরাধীদের শাস্তি পেতে দেখলে, সেই নিরপরাধ মানুষগুলোর কথা মনে পড়ে যায় যারা এদের মানসিক বিকৃতির নৃশংস শিকার!
তাদের জন্য ভীষন কষ্ট হয়, আর একটু হলেও শান্তি পাই এই ভেবে যে~
এই জাত বদমাইশদের কিছু হলেওতো শাস্তি হয়েছে! walgreens pharmacy technician application online
চাতক বলছেনঃ
achat viagra cialis franceরায়ের অপেক্ষায় আছি। ভাল লাগলো আপনার বিশ্লেষণ
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ nolvadex and clomid prices
রায় তো হয়েই গেছে… এখন শুধু কার্যকরের অপেক্ষা… :-w
সোমেশ্বরী বলছেনঃ
ধন্যবাদ…
para que sirve el amoxil pediatrico
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
এটা তাদের সংস্কৃতি এটা কে বলল?
তাদের প্রতি চরম নিন্দা জানিয়েই বলছি বিশ্লেষণটা দীর্ঘ করতে পারতেন। ভাল লাগল…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
metformin tabletবিশেষণটা আসলেই আরেকটু কড়া হবার দরকার ছিল