বালিকা কথন
254
বার পঠিতঝড়না ঝরে কার ঘরে,
বালিকা এ প্রশ্নের কোন উত্তর তুমি জাননা!
প্রেমকান্নায় ভাগ্য আমার পিচ্ছিল রোদে হাটে,
বালিকা আমি জানি,তুমি তা মাননা,মাননা!
লুকোনো সাগরে বালিকা হারিয়েছি প্রিয় আলো,
সে আলো খুজে বুজে যাই প্রতিবিম্ব বিকল!
বালিকা আমি হাতড়িয়ে লুকিয়ে খুঁজি!
অর্থহীন এ ভালবাসায় সাগরেই দুচোখ বুজি!
বালিকা আমি চাইনি পাহাড় পাড়ে
আমার হাত ধরে ঝড়না দেখ,
আমার কাধে মাথা রেখে মৃদু ঘুমে স্বপ্ন আঁক!
আমি ভেবেছি নবান্ন সূর্যাস্তেয় শুধু এক পলক!
কিংবা সাগরযাত্রার পূর্বে শুধু হাত নেড়ে বিদায় জানাবি!
শুনবেনা জানি যদি ডাকি,
কাঁদবেনা জানি তুমি মেলবেনা ঘোলাটে আখি!
চলে যাবে তবে অনাকাঙ্খিত এই আমি,
ছন্দ পাবেনা জানি কন্ঠহীন কোন পাখি!
আমার চাওয়াগুলো সমিচীন নয় হয়তো,
কারণ বৃষ্টি আকাশে চাঁদের সংগ্রৃহীত আলো যায়না দেখা!
আমি হতবাক হবনা কোনকালে,
শুধু করবো নীরবে একটু অপেক্ষা!
স্পীকার বলছেনঃ
:-bd :-bd
মুদ্রা আতিক বলছেনঃ
চাতক বলছেনঃ side effects of drinking alcohol on accutane
ভাল লাগল!! আরও ভালর অপেক্ষায়।
মুদ্রা আতিক বলছেনঃ kamagra pastillas
চেষ্টা করছি ভাই ভাল কিছু করার্। puedo quedar embarazada despues de un aborto con cytotec
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ wirkung viagra oder cialis
cialis new c 100অল্পেই অনেক নিগুঢ় কথা বলে ফেললেন