যন্ত্র হবার ইতিকথা…
291 sildenafil efectos secundarios
বার পঠিতযন্ত্র হয়ে যাবার আগে আমি মানুষ ছিলাম।
একটা মানুষের মত উপলব্ধি করতে পারতাম সব মানবীয় অনুভূতিগুলো…
হাসি-কান্না, আনন্দ-বেদনা, কষ্ট আর সুখের অনুভূতিগুলো
আমাকেও ছুয়ে যেত আর দশজনের মতই…
কিন্তু কে জানত, ধীরে ধীরে আমি বিবর্তিত হয়ে যাচ্ছি।
বিবর্তন হয়ে যাচ্ছে আমার ভেতরের সকল আবেগ-অনুভূতিগুলো…
প্রিয়তমা পরিনয় বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে,
পেতে যাচ্ছে আরেকজনের ভালোবাসা প্রযোজিত চমৎকার এক জীবন।
কথাটা যেদিন প্রথম শুনেছিলাম, সেদিনও আমি মানুষ ছিলাম…
তাই যদিও প্রিয়তমার অনন্তবিস্তৃত ভালবাসা ধূসর হতে হতে
হারিয়ে যাচ্ছিল লীন আঁধারে,
আর সেই ভালোবাসাকে ফিরিয়ে আনবার সকল অধিকার আমি হারিয়েছিলাম অনেক আগেই…
কিন্তু তবুও একটা সাধারণ মানুষের মত, অতি সাধারণ আবেগে
আমার অব্যক্ত কিছু চিৎকারে প্লাবিত হয়েছিল চরাচর…
আমি তখনও মানুষ ছিলাম…
আজ যখন জানতে পারলাম, প্রিয়তমার বিয়ে ভেঙ্গে গেছে এক অদ্ভুত কারনে,
আমি একটু অবাক হয়ে আবিস্কার করলাম, আমি বিস্মিত হইনি…
এমনকি আনন্দ, কষ্ট, যন্ত্রণা, খুশী…
কোন অনুভূতিই স্পর্শ করে যায়নি আমাকে…
অনুভূতিহীন সেই অকল্পনীয় মুহূর্তে খুব কাছের এক বন্ধু হঠাৎ একটা খবর দিল…
যে খবরটা আমাকে না দিলে হয়তো খুব ক্ষতিবৃদ্ধি হত না…
সে আমাকে জানাল,
প্রিয়তমার জীবনের সবচেয়ে প্রার্থিত চাওয়াটা হল আমার চির অনুপস্থিতি..
আমি তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক যন্ত্রণা
কল্পনার অতীত কষ্ট…
যার কোন সীমাপরিসীমা নাই, কোনোদিন হবেও না…
কোনোভাবে যদি সে আমাকে, আমার স্মৃতিকে পুরোপুরি মুছে ফেলতে পারত,
জীবনে তার আর কিছু চাইবার ছিল না…
সেই মুহূর্তে, ঠিক সেই ভয়াবহ মুহূর্তে
আমি এক অভাবিত বিস্ময়ে আবিস্কার করলাম…
সব সময় খিল খিল করে হাসতে থাকা পনিটেইল চুলের ওঁই পাগলীটার জন্য
আমার কোন অনুভূতি বরাদ্দ নেই…
আমার আত্মার আত্মীয়, একটা ঘণ্টা যার সাথে দেখা না হলে
পৃথিবীটা প্রচণ্ড যন্ত্রণাময় লাগত একসময়
আজ তার জন্য একটা দীর্ঘশ্বাসও আসছে না আমার ভেতর থেকে…
ভালোবাসা হয়তো এখন তার কাছে পৃথিবীর ভয়াবহতম দুঃস্বপ্ন,
এ জীবনে আর কাওকে হয়তো সে ভালবাসতে পারবে না,
ভালবাসবার মত তার সব ভালবাসাই
হয়তো খরচ হয়ে গেছে আমার মত ওয়েস্টবক্সে…
আমি আজ নিতান্তই যন্ত্র হয়ে গেছি…
তার এই অপরিসীম যন্ত্রণা একজন সাধারণ মানুষের মতও আমাকে ছুয়ে যাচ্ছে না
কি আশ্চর্য… কি অকল্পনীয়…
আমি আজ পরিণত হয়েছি ইতিহাসের সেরা যন্ত্রে…
স্রস্টা আজ গর্ব করতেই পারেন আমাকে নিয়ে,
এরকম অভূতপূর্ব বিবর্তন কে কবে দেখেছে?
বিধাতার কি অদ্ভুত সৃষ্টি আমি
বিবর্তনবাদে আজ সৃষ্টি হল নতুন ধারা…
আমার মত যন্ত্রের কাছে আজ সে আরেকটা যন্ত্র ছাড়া আর কিছুই নয়…
আমি আর মানুষ নেই
আমি আজ যন্ত্রদের একজন…
চাতক বলছেনঃ
যন্ত্র হয়ে যাবার আগে আমি মানুষ ছিলাম।
একটা মানুষের মত উপলব্ধি করতে পারতাম সব মানবীয় অনুভূতিগুলো…
হাসি-কান্না, আনন্দ-বেদনা, কষ্ট আর সুখের অনুভূতিগুলো
আমাকেও ছুয়ে যেত আর দশজনের মতই…
শুরুটা অনবদ্য… একই সাথে অনুভূতিগুলোও দারুণ viagra generico prezzo farmacia
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
যন্ত্রণা দিয়ে গড়া অনুভূতি তো, দারুন হবারই কথা…
পড়বার জন্য অশেষ কৃতজ্ঞতা ভাই
দুরন্ত জয় বলছেনঃ malaria doxycycline 100mg
কি বলব বলুন!!!!!!!
তারিক লিংকন বলছেনঃ
আমি আর মানুষ নেই
আমি আজ যন্ত্রদের একজন…
- আমাদের স্বাভাবিক জীবন আসলেই যন্ত্রের প্রভাবে কিছুটা না অনেকটা যান্ত্রিক হয়ে গেছে…
নষ্ট কথন বলছেনঃ
prednisolone for cats diarrheaসামান্য যন্ত্রের কি সাধ্য , মানুষ নামক অসাধারণ যন্ত্রের যন্ত্রে পরিনত করে… মানুষ নিজেই সর্বশ্রেষ্ঠ যন্ত্র…
তারিক লিংকন বলছেনঃ
মানুষ নিজেই সর্বশ্রেষ্ঠ যন্ত্র…– লাইক দেয়া যায় না ক্যান? ভাল বলছেন
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
কাকা ডনের কাছে কোবতের ক্লাস করতে ইচ্ছুক!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
হে ধরণী, দ্বিধা হও, আমি তন্মদ্ধ্যে প্রবেশ করি… ^#(^
অথবা হে খোদা, দড়ি ফালাও , বাইয়া উইঠা যাই… ~x(
কোনটা বললে মনের ভাব সঠিকরুপে প্রকাশ হবে বুঝতেছি না… :-S
ফাতেমা জোহরা বলছেনঃ
চমৎকার লিখেছেন ভাইয়া…
স্পীকার বলছেনঃ buy viagra blue pill
ডন মিয়া দেহি আজকাল কবিতাও লিখেন #)
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
এইটারে কবিতা বলে কবিতা অপমান না করবার অনুরোধ জানানো গেল…