তোমাকে ভেবে
237
বার পঠিততোমাকে ভেবে লেখা চিঠি হয়তো নীল খামেই পড়ে থাকবে, হয়তো অপ্রকাশিত হয়েই থাকবে অতৃপ্ত বর্ণগুলো!
তুমি কি কখনো মেঘেদের কান্না দেখেছো ?
বিরসবদনে কখনো দেখেছো তারাদের
অশ্রু বিসর্জন ? কখনো কি দেখেছো
শান্ত ঐ গাঙচিলের আর্তনাদ ?
হয়তো দেখেও দেখো নি,শুনেও শুনোনি,বুঝেও বুঝো নি,এসেছো শুধু এসিড রেইন হয়ে ধরণীর বুকে প্রেমিক হৃদয়ের can you tan after accutane
গহীন মনে একরাশ মেঘদল হয়ে!
হয়তো তুমি এখন গভীর ঘুমে স্বপ্নলোকের কল্পছায়ায় স্বপ্ন বুনতেছো, puedo quedar embarazada despues de un aborto con cytotec
হয়তো তোমারই জন্য কেউ
ডেবিট ক্রেডিটের হিসাব মেলাতে ব্যস্ত।হিসাব আর আজকে মেলে না ছেলেটার,মিলবে কি করে বলো?
এসিড রেইন হয়ে তার শূন্য বুকে যেভাবে পড়তেছো,
সেখান থেকে কি করে এতো তাড়াতাড়ি সে মুক্তি পায় বলো ?
তোমাকে ভেবে জেগে থাকা নির্ঘুম রাতগুলোর সাক্ষী কে ?
ছেলেটার ঐ নির্ঘুম রাত গুলোর সাক্ষী কিন্তু ঐ মেঘ,তারা আর গাঙচিল গুলোই!
তোমার কল্পনার চন্দ্রবিন্দু হয়ে হয়তো আমি নেই,
হয়তো তোমার চোখের অ্যান্টেনায় আমার ওয়েভের সাইন কার্ভগুলো ধরা পড়ে নি,
হয়তো আমি নেই তোমার চোখের অন্তরালে,তাতে কি?
তুমি তো আছো আমার মনের আকাশের শুকতারা হয়ে,
আছো হৃদয়ের গভীরতম স্হানে,সুপ্ত আগ্নেয়গিরি হয়ে আছো আর অবিরত বর্ষণ করতেছো ,
কখনো কি দেখেছো শান্ত সমুদ্রের অশান্ত রূপ?
জোয়ারের সময় সমুদ্রের বিভৎস রূপ দেখেছো?
দেখোনি,এইতো?
তোমার হাসি,তোমার কথা,তোমার চাহনির বিধ্বংসী রূপের মাঝেই যে আমি সমুদ্রের জোয়ারের হিংস্রতা অনুভব করেছি,
মৃত্যুর মায়াজালকে অনুভব করছি খুব কাছথেকে!
আর এতে যদি আমার মৃত্যুও হয়,আমি প্রস্তুত!
তোমার জন্য না হয় একবার না বারবারই মরবো,
থাকবো গাংচিল হয়ে সুপ্ত আকাশের বিশালতার মাঝে তোমারই পানে চেয়ে!
দুরন্ত জয় বলছেনঃ
:’( :’( :’( :’( :’( :’( এত কষ্ট কেন ভালবাসায় । ovulate twice on clomid
অংকুর বলছেনঃ
থাক কান্দিয়েন না।কিছু হবেনা
তারিক লিংকন বলছেনঃ levitra 20mg nebenwirkungen
ভাল লাগলো…
অংকুর বলছেনঃ
আমারো
অংকুর বলছেনঃ
ভালোই লিখেছেন।আমি যে কেন কবিতা লিখতে পারিনা