কান্নাঘর
292
বার পঠিত online pharmacy in perth australiaহ্যাঁ! ভেতরে চলে এসো!
ঠিকই ধরেছ তুমি। আমিই কান্নাঘর।
দরজা বন্ধ কর। নীরবে; নিঃশব্দে।
পিনপতন নীরবে শুরু কর সব কথা। আমি শুনছি সবই। silnejsie ako viagra
হ্যাঁ, আমি কান্নাঘর। তোমার কান্নাদের ধারণ করি আমাতে।
তোমার কষ্টগুলো বলতে এসেছ তুমি। কান্নাঘর শুনছে সব।
ফেলে দাও সব জল। আমার ঘরের মেঝে সব জল শুষে নেয়।
তোমার কান্নাদের এবং শব্দদের গাঁথে আমার দেয়াল
নিজের মাঝে। এবং হত্যা করে বাতাস থেকে সব কম্পন।
সবকিছু বলা শেষ? বেশ! তবে ফিরে যাও।
বারেক তাকাও তুমি নিজের মনের দিকে।
ওতে কষ্টেরা নেই। নেই কোন যন্ত্রণা। কোন কান্নাও নেই।
হ্যাঁ, আমি কান্নাঘর সবটা শুষে নিয়েছি।
তুমি এই পৃথিবীর সুখিদের একজন।
এই বার ফিরে যাও।
হাসিমুখে থেকো সুখে।
এই শোন! শুনে যাও।
চলে গেলে? শুনলে না?
আমিই আমাকে বলি, “কান্নাঘর, জানো কি?
কান্নাঘরের কভূ কাঁদতে ইচ্ছে করে।
কান্নাঘরের জল, কেউ কখনো দেখেনা।
কান্নাঘরের মেঝে সব জল শুষে নেয়।
রয়ে যায় সেখানেই।
কান্নাঘরের মনে।”
তারিক লিংকন বলছেনঃ
চমৎকার লিখনি। আপনি গল্প-কবিতা উভয় মাধ্যমেই সমান পারদর্শী! সব্যসাচী লেখক বটে…
ভাল লাগলো আপনার কবিতা। লিখতে থাকুন…
ইমো কাজ করছে না। কেউ কি দেখার নাই?
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ধন্যবাদ আপনাকে।
দুরন্ত জয় বলছেনঃ
মোবাইলে চলছে ‘কআমি আর একটি বার তোমার প্রেমে পড়তে চাই’ আর সাথে এই কবিতা। কিছু অবর্ননীয় কষ্টের মধ্যে দিয়ে সময় টা পার হল!!
:-bd কবিতা ভাল লেগেছে।
অনুস্বার বলছেনঃ is viagra safe for diabetics
চিন্তার বিষয়…
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ধন্যবাদ আপনাকে।
জন কার্টার বলছেনঃ
চমৎকার…..
তারিক লিংকন ভাইয়ের সাথে একটু হ্যাঁ তে হ্যাঁ মেলাবো…..সত্যিকার অর্থেই সব্যসাচী লেখক আপনি
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ hcg nolvadex pct cycle
%%- %%- %%-
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ইউনিক লিখনী আপনার। বরাবরের মতই ভালো লাগলো। free sample of generic viagra
আপনি সনেট লিখেন? যদি লিখে থাকেন একটি সনেট শেয়ার করার অনুরোধ রইলো। আর যদি না লিখেন লিখে ফেলুন। আপনি পারবেন মাত্রা আর অষ্টক-ষটকে নির্ধারিত ভাব ধরে রাখতে। ইচ্ছা হচ্ছে আপনার সনেট পড়ার!
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
দিয়ে দিলাম। http://sovyota.com/node/2729
ঠিক সনেট বলা যায় কিনা নিশ্চিত নই। অমিত্রাক্ষর ছন্দে লেখা। অষ্টক-ষটক্ মোটামুটি আলাদা ভাবের। তবে সার্থক সনেট হয়েছে কিনা আমি নিশ্চিত নই।
চাতক বলছেনঃ
acheter cialis 20mg pas cherসুন্দর মিষ্টি একটি কবিতা, ভাল লাগলো
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ধন্যবাদ আপনাকে।