স্পর্শ
471 achat viagra cialis france
বার পঠিতকে বলেছে আমি সব রং স্পর্শ করিনি?
আমি আজ সাতরঙ্গের রংধনুর তীব্র ঝলকানির আনন্দে বুক ভরে নি:শ্বাস নিয়েছি!
আমি আজ তোমার আঙ্গুল স্পর্শ করেছি!
কে বলেছে আমি ফুল চিনিনা?
আমি আজ পাপড়ি ভরা ফুলের রাজ্যে অস্তহীন সূর্যের আলোয় মালা গেথেছি!
আজকে তোমার স্পর্শে ফুল ঝড়েছে!
কে বলেছে গোলাপের মায়া নেই?
আমি তপ্তহীন মেরুর দেশে তুশার শুভ্র সকালেও গোলাপকে ঝড়তে দেখেছি!
আমি তোমাকে ভালবেসেছি!
কে বলেছে রাত নিদ্রাহীন?
আমি বাতাসের সাথে সুর মিলিয়ে যাবার আগেই ঘুমরাজ্যে তোমাকে রানী করেছি!
আমি তোমার স্পর্শে বন্দি হয়েছি! renal scan mag3 with lasix
স্পীকার বলছেনঃ
:-bd :-bd :-bd ভালো লিখেছেন %%- $-) %%-
মুদ্রা আতিক বলছেনঃ
B-) B-)
তারিক লিংকন বলছেনঃ
কে বলছে আমি কবিতা বুঝিনা,
আসলেই বুঝেছি কিনা জানি না। আপনারে এই ছোট্ট কবিতাটি ভালই লাগলো… লিখতে থাকুন!!
মুদ্রা আতিক বলছেনঃ viagra vs viagra plus
capital coast resort and spa hotel ciproদুরন্ত জয় বলছেনঃ
acquistare viagra in internetভাল লেগেছে………
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ।
চাতক বলছেনঃ
ভাল লাগলো