স্যার এডউয়িন আর্নল্ড
266
বার পঠিত
স্যার এডউয়িন আর্নল্ড একজন ইংরেজ কবি ও সাংবাদিক ছিলেন । গৌতম বুদ্ধের উপর লেখা ” দ্যা লাইট অফ এশিয়া ” বই এর জন্য তিনি নন্দিত হন । acne doxycycline dosage
তিনি ১৮৩২ সালের ১০ জুন ইংল্যান্ডের কেন্টে জন্মগ্রহন করেন । তিনি পরিবারের দ্বিতীয় সন্তান ছিলেন । তিনি কিংস স্কুল , কিংস কলেজ ও অক্সফোর্ড কলেজ থেকে বিদ্যার্জন করেন । ১৮৫৬ সালে তিনি পুনায় সরকারী সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে আসেন । পরবর্তীতে তিনি ১৮৬১ সালে ইংল্যান্ডে ফিরে গিয়ে দ্যা টেলিগ্রাফ পত্রিকায় যোগদান করেন । সেখানে ১৮৭৩ – ১৮৮৯ অব্দি প্রধান সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন । তিনি ছোট গল্পের কয়েক টি খন্ড প্রকাশ করেন এছাড়া ভারতীয় পবিত্র ধর্ম গ্রন্থের ও অনুবাদ করেন ।
তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল গৌতম বুদ্ধের জীবন ও দর্শন নিয়ে লেখা বই ” দ্যা লাইট অফ এশিয়া ” । এই বইটি বেশ কিছু ভাষায় অনুদিত হয় । এছাড়া তাঁর উল্লেখযগ্য কাজ হল Indian Song of Songs (1875), Pearls of the Faith (1883), The Song Celestial (1885), With Sadi in the Garden (1888), Tiphar’s Wife (1892) and Adzuma or, The Japanese Wife (1893).
তিনি হিন্দুদের পবিত্র ধর্ম গ্রন্থ শ্রীমদ্ভগবত গিতার অনুবাদ করেছিলেন ।
ব্যক্তি জীবনে তিনি তিন বার বিয়ে করেন । ১৯০৪ সালের ২৪ মার্চ তাঁর মৃত্যু হয় ।
স্পীকার বলছেনঃ glyburide metformin 2.5 500mg tabs
can you tan after accutaneলেখাটা একটু বেশিই ছোট হয়ে গেল না? মনে হয় খুব তাড়াহুড়ো ছিল। বেশি করে পড়ে একটু সময় নিয়ে লিখলে ভালো হয় :-q)
অনুস্বার বলছেনঃ
আপু, আপনার চেষ্টাটা ভালো ছিল। :-bd একজন মনিষী সম্পর্কে জানতে পারলাম। তবে বিস্তারিত জানতে পারলে ভালো হত। :-S একটু সময় নিয়ে বড় কলেবরে লিখবেন আশা করি… :-w শুভকামনা রইল, ধন্যবাদ… %%- %%-
নীহারিকা বলছেনঃ
উনার সম্পর্কে খুব বিস্তারিত আমি পাইনি । আপনাদের অসুবিধার জন্য দুঃখিত ।
জন কার্টার বলছেনঃ ovulate twice on clomid
irbesartan hydrochlorothiazide 150 mgধন্যবাদ লেখিকা কে লেখাটির জন্য, তবে আরেকটু বিস্তারিত হলে চমৎকার হতো…. acquistare viagra in internet
তারিক লিংকন বলছেনঃ
জরুরী পোস্ট! ভাল লাগলো…
কিন্তু আরও অনেক তথ্যবহুল হওয়ার দরকার ছিল!!
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
টপিক চমৎকার। তবে আরেকটু বিস্তারিত লিখলে বোধ হয় ভাল হত।