পূর্ণতা
359
বার পঠিতমনে আছে তোমার,
যেদিন অঝোরে কেঁদেছিলে ?
টিস্যু দিয়ে মুছে দেইনি নোনা সে জল!
জড়িয়ে ধরে উন্মাদের মত আমিও কেঁদেছি!
মনে আছে তোমার,
তোমার চোখের পবিত্রতায় ডুবেছিলাম!
তুমি লজ্জায় লাল না হয়ে হেসেছিলে!
আমি ক্রুদ্ধ হয়ে ভেবেছিলাম,
লজ্জাই নারীর ভূষণ!
আমার নগণ্যতায় তোমার কার্পণ্য ছিল,
আমি ভালবাসলে বৃষ্টিশেষে রংধনু
তোমায় ছুয়ে যেত!
আমি ল্যাম্পপোষ্টের নিচে দাড়িয়ে তখন
তোমাকে নিয়ে কবিতা আঁকছিলাম!
কবিতা দিয়ে ভালবাসা মাপা যায়না,
হেসে গিয়ে সিরিয়াস হলে হঠাৎ!
বললে,ভালবাসার স্বার্থকতা পূর্ণতায়!
আমাকে পূর্ণতায় নিয়ে যাও!
প্রিয়তমা আজ আমি দিব্যলোকে পূর্ণ,
আমাকে হাত ছুয়ে নিয়ে যাও,
আমাকে নৌকা বেয়ে ওপারে নিয়ে যাও!
আজ শুধু ভালবাস আমায়!
স্পীকার বলছেনঃ
বাহ @};- @};- @};-
মুদ্রা আতিক বলছেনঃ
zovirax vs. valtrex vs. famvirস্পীকার বলছেনঃ
>:D< :-bd :-bd
তারিক লিংকন বলছেনঃ
সহজ সরল সুন্দর…
ভাল লাগলো লাইন কটি!!!
স্পীকার বলছেনঃ
~x( 8->
:-bd
অনুস্বার বলছেনঃ
:-bd
মুদ্রা আতিক বলছেনঃ
দুরন্ত জয় বলছেনঃ
ভাল লাগলো
:-bd :-bd
স্পীকার বলছেনঃ
*-:) *-:) *-:) walgreens pharmacy technician application online
মুদ্রা আতিক বলছেনঃ half a viagra didnt work
renal scan mag3 with lasix:$ B-) B-)
স্পীকার বলছেনঃ
:-bd :-bd :-bd %%-
মুদ্রা আতিক বলছেনঃ
B-) B-) B-)
জন কার্টার বলছেনঃ
কবিতা ভালো লাগলো, চালিয়ে যান……শুভকামনা
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ