একটি চাপা পড়া ইতিহাস খোঁজার প্রত্যয়ে
402
বার পঠিত walgreens pharmacy technician application online
ভাবছি কি নিয়ে লিখি!
রাজনীতির শরীর থেকে পলেস্তারা খশে কঙ্কাল বেরিয়ে গেছে,
তিরিশ লাখ কংকালের গায়ে সংবিধানের পলেস্তারা আর জোড় লাগছে না। puedo quedar embarazada despues de un aborto con cytotec
রক্ত মাংশে যেটুকু বালি সিমেন্টের কারুকাজ ছিল সেটিও ঘশে তুলেছে দুর্বৃত্ত-রা,
নগ্ন বাংলাদেশের আব্রু নিয়ে কানামাছি খেলে স্বজাত শকুন।
না, লিখে আর কাজ নেই!
লিখতে গেলেই চোখে ভাসে দলীয় মেসো আর নির্দলীয় পিসে, amiloride hydrochlorothiazide effets secondaires
স্বজনরা সব মেথরের মতো ময়লা ঘাঁটে দিনরাত,
বলে, কে যেন হারিয়েছে ময়লার স্তুপে একখণ্ড সোনালি ইতিহাস!
-ওটা খুজতেই হবে।
দিনশেষে তাই দুর্গন্ধ-পুঁতিময় শরীর আর আক্ষেপ নিয়ে ঘরে ফেরা,
সারা রাত জেগে আবার সেই এক খণ্ড সোনালি ইতিহাস খোঁজার স্বপ্ন!
কি হবে এসব লিখে?
কেউ পায়নি কিম্বা কেউ পাবে না।
লোভে পড়ে যারা মাখছে গায়ে দিনান্তের স্বপ্ন আর সমৃদ্ধ অতীতের স্মৃতি,
তারা নিরাশ হবেই, হবেই এ কারনে যে তারা ইতিহাস পড়ে নি।
আজো ছড়িয়ে ছিটিয়ে কঙ্কাল।
সে কংকালের উপরে চড়ে ভাইয়ে ভাইয়ে লড়াই চলছে, এ আমার ভাইয়ের কঙ্কাল।
লড়াই শেষে দুজনেই দেখবে তাদের পায়ের তলায় পিষ্ট তাদের ভাইয়ের কঙ্কাল,
তবুও মালিকানা চাই সে কংকালের, প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে!
আমাদের গলাবাজিতে চাপা পড়ে যায় আমার ধর্ষিতা মায়ের ক্রন্দন,
আমাদের চাপাবাজিতে মুখ থুবড়ে বিলাপ করে আমার বোনের সম্ভ্রম, para que sirve el amoxil pediatrico
তবুও আমাদের চাপাচাপি চলে-
এ ওর ঘাড়ে, ও এর ঘাড়ে!
আমার মা ক্রন্দন ভুলে হাপুশ নয়নে চেয়ে দেখে তার সন্তানের লড়াই,
সম্ভ্রমহারা বোনেরা বিলাপ ভুলে দেখে ভাইদের নির্লজ্জ আত্মকলহ। private dermatologist london accutane
কে লিখতে বলেছে এসব?
এসব ছাইপাঁশ লিখে কাজ নেই, এসো অস্ত্র ধর, এসো লড়াই করি।
অংকুর বলছেনঃ
cialis new c 100ভালো লিখেছেন ভাই :-bd :-bd :-bd :-bd :-bd
একজন আইজুদ্দিন বলছেনঃ
পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
অংকুর বলছেনঃ
ভালোবাসা নিন @};- @};- @};- @};- will metformin help me lose weight fast
দুরন্ত জয় বলছেনঃ
:-bd :-bd
ভাল লেগেছে কবিতা।
/ নগ্ন বাংলাদেশের আব্রু
নিয়ে কানামাছি খেলে স্বজাত শকুন।/
:-bd
স্পীকার বলছেনঃ
:-bd :-bd :-bd
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
:-bd
ফাতেমা জোহরা বলছেনঃ
doctus viagraভালো লাগলো ভাই … =D> =D> =D> =D> =D> :-bd :-bd :-bd :-bd
তারিক লিংকন বলছেনঃ
চমৎকার… %%- %%- %%- %%- m/ m/ m/ m/ :-bd :-bd :-bd
তবে যুদ্ধটা হোক রক্তের নয় কালির…
একজন আইজুদ্দিন বলছেনঃ
নিঃসন্দেহে সহমত।
স্পীকার বলছেনঃ
:-q :-q :-q
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কেন ভাই, থাম্বস ডাউন কেন? :S যুদ্ধটা কালির হলে সমস্যা কি?
স্পীকার বলছেনঃ side effects of quitting prednisone cold turkey
চরম :-bd :-bd :-bd :-bd
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
অসাধারন লিখেছেন আইজুদ্দিন ভাই। কষ্ট লাগে, যন্ত্রণা হয় যখন প্রিয় মাতৃভূমির এই দশা দেখি। তবে এটা হাল ছেড়ে দেবার সময় নয়, শক্ত করে হাল ধরার সময়… :-bd তা সে যত বাধাই আসুক… :!!
আশা করি আপনার কীবোর্ড এখন থেকে নিয়মিত চলবে… :-w
একজন আইজুদ্দিন বলছেনঃ
আপনাদের প্রত্যেককেই প্রত্যহ দারুন মিস করি।
কিন্তু যে যুদ্ধ টা শুরু করেছি সেটা শেষ না করে এখানে নিয়মিত হওয়ার সম্ভাবনা কম।
তবে আশা করি, অচিরেই আপনাদের সাথে মিলতে পারব।
প্রার্থনা করবেন………
অনুস্বার বলছেনঃ
কিসের যুদ্ধ ভাই? @-) কোথায়? :-SS
একজন আইজুদ্দিন বলছেনঃ
অনেক রকম যুদ্ধ-ই তো হয়ে থাকে।
আফিম যুদ্ধ, পানি পথের যুদ্ধ, আরো কতো রকম যুদ্ধ যে আছে তার কি শেষ আছে?
আমি আমার এ যুদ্ধের নাম দিয়েছি রেল পথের যুদ্ধ!