বিয়ে সম্পর্কে এই উক্তিগুলো করেছেন বিখ্যাত মানুষেরা…..–পর্ব ১
691
বার পঠিত\m/ বিয়ে সম্পর্কে এই উক্তিগুলো করেছেন বিখ্যাত মানুষেরা। >:) :-bd তাদের নাম এখানে উল্লেখ করা হল না এই কারণে যে এগুলো আসলে বিশ্বের কোটি কোটি মানুষেরই মনের কথা,প্রাণের কথা। আর এই কথা গুলোকেই আমরা বাণী চিরন্তনী বলে আখ্যায়িত করেছি।
বাণীসমূহঃ
১-বিয়েঃ একটি বৈধ ও ধর্মসম্মত অনুষ্ঠান যেখানে দুজন বিপরীত (সাধারণত) লিঙ্গের মানুষ পরস্পরকে জ্বালাতন করা এবং পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করার শপথ নেয় ততদিনের জন্য যতদিন না মৃত্যু এসে তাদেরকে আলাদা করে। will i gain or lose weight on zoloft
২-সন্ধ্যায় ঘরে ফিরে একটু ভালোবাসা,একটু আদর,একটু কোমলতা পাওয়া – একে এক কথায় কি বলে বলতে পারেন? একে বলে আপনি ভুল বাসায় এসেছেন।
৩-আমি বহুদিন আমার স্ত্রীর সাথে কথা বলি নি, আমি আসলে তাকে কথার মাঝখানে থামাতে চাই নি।
৪-সব বিয়েই সুখের। পরবতী সময়ে একসঙ্গে থাকতে গিয়েই যত ঝামেলা হয়।
৫-আমি আর আমার স্ত্রী জীবনের ২৫টা বছর বড়ো আনন্দে কাটিয়েছি। তারপর আমাদের পরিচয় হল।
৬-সুখি দাম্পত্য জীবনের জন্য একজন পুরুষের উচিত তার মুখ বন্ধ রাখা আর চেকবই খোলা রাখা। nolvadex and clomid prices
৭-”A man is incomplete until he is married. After that, he is finished.”
৮-মেয়েরা কেমন পুরুষ চায়? সুদর্শন, বিত্তবান এবং নিবোধ।
৯-একজন পুরুষের শেষ কথা কি হওয়া উচিত? “ঠিক আছে, কিনে ফেলো”।
১০-স্বামী আর স্ত্রী হল একটি মুদ্রার এপিঠ-ওপিঠ, একসাথে থাকলেও তারা কখনো মুখোমুখি হতে পারে না।
১১-স্বামী হিসেবে প্রত্নতত্ত্ববিদরাই সবচেয়ে আদর্শ। পুরনো জিনিসের প্রতিই তাদের আগ্রহ বেশি।
১২-“Three rings of marriage are the engagement ring, the wedding ring, and the suffering.”
১৩-মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একইরকম থাকবে, কিন্তু তারা বদলে যায়।
১৪-“The secret of a happy marriage remains a secret.” private dermatologist london accutane
১৫-বিষয়টি মজার যে একটি ছেলের জীবনে যখন কোন ধরণের দুশ্চিন্তা থাকেনা, সে বিয়ে করে। এটা অনেকটা সুখে থাকতে ভূতে কিলানোর মত।
১৬-আপনার স্ত্রী আপনার কৌতুক শুনে হাসল, এর অর্থ হচ্ছে হয় কৌতুকটি খুব ভালো, নয় আপনার বউ খুব ভালো। about cialis tablets
১৭-বিয়ের আগে পযন্ত আমি জানতাম না সত্যিকারের সুখ কাকে বলে। যখন জানলাম তখন বড্ড দেরি হয়ে গেছে।
১৮-অনেকেই আমাদের দীর্ঘ দাম্পত্য জীবনের রহস্য নিয়ে প্রশ্ন করে। তাদেরকে বলি, সপ্তাহে দুদিন ভালো রেস্তোঁরায় ডিনার, মৃদু আলোতে সফ্ট মিউজিক, একটুক্ষণ নাচ – এই তো। আমি যাই বিষ্যুদবারে, আমার স্ত্রী সোমবারে।
১৯-বিয়ে না করলে ছেলেরা সারাজীবন ধরে ভাবত, তাদের জীবনে কোন ভুল নেই।
২০-একজন নববিবাহিত যখন বলে সে সুখি, আমরা জানি, কেন। একজন ১০বছরের বিবাহিত মানুষ যখন বলে সে সুখি, আমরা ভাবি,কেন?
উপরের লেখাটি একটি রম্য রচনা। এর সাথে কারো ব্যক্তিগত জীবনের মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়। এজন্য লেখক কোনভাবেই দায়ী নন।
সুত্রঃ নেটের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত।
অংকুর বলছেনঃ
সাধারনত ? >:P >:P >:P
চরম উক্তি । :-bd :-bd :-bd :-bd সভ্যতায় স্বাগতম ভাই । @};- @};- @};- @};-
স্বাধীন মন বলছেনঃ
=D> =D> :)) :))
ফাতেমা জোহরা বলছেনঃ
acquistare viagra in internetএইটা সবচাইতে ভালো লাগছে…
m/ m/
সভ্যতায় স্বাগতম… ~O) ~O) ~O) ~O) ~O) ~O) @};- @};- @};- @};- @};- @};- venta de cialis en lima peru
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
তার মানে বাতাসের মানিব্যাগের কপালে দুঃখ আছে।
স্বাধীন মন বলছেনঃ
শুধু নিজের সুবিধাটা বুঝলে কেমন হবে? আমাদের দিকটা একটুও চিন্তা করলেন না =(( =(( [-X
তারিক লিংকন বলছেনঃ
~x( ~x( ~x( ~x( %%- %%- %%- =D> =D> =D>
স্পীকার বলছেনঃ
=)) =)) =)) =))
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
বেশ ভালো সংগ্রহ। তবে কোন উক্তিটি কার করা, সেটা উল্লেখ করে দিলে সম্ভবত লেখাটা আরও সমৃদ্ধ হতো।
সভ্যতায় পদচারণা সুখকর হোক!
স্বাধীন মন বলছেনঃ
সামনের বার আরো ভাল চেষ্টা করব, সুভকামনার জন্য ধন্যবাদ o:-)
স্পীকার বলছেনঃ
will metformin help me lose weight fast:-bd :-bd :-bd :-bd
দুরন্ত জয় বলছেনঃ
:-/ :-/ :-/ :-/ এমুন বিবাহ বিদ্বেষী কেন?? kamagra pastillas
স্বাধীন মন বলছেনঃ
জাস্ট ফান! >:) >:)
মাশিয়াত খান বলছেনঃ
আমারো এই প্রশ্ন
অংকুর বলছেনঃ
মুহাহাহা
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
স্বাধীন মন বলছেনঃ
:(( :(( :(( :(( o:-) o:-)
তারিক লিংকন বলছেনঃ
~x( ~x( ~x( ~x( X_X X_X X_X X_X
অভিজ্ঞতা কেবল ভোগ করে বা অনুভব করেই হয় না অভিজ্ঞতা পর্যবেক্ষণ করেও হয়!!!
অংকুর বলছেনঃ ovulate twice on clomid
viagra vs viagra plusএইডা কিছু হইল ?
তারিক লিংকন বলছেনঃ clomid over the counter
কেন কিছু হইলো না?
স্পীকার বলছেনঃ
:-bd :-bd :-bd আপনার বিনোদন্মুলক পোস্টগুলো পড়ে অনেক ভালো লাগে । আশা করি চালিয়ে যাবেন
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
লিংকন ভাইরে পুরাই হতাশ করে দিলেন ভাই
এইমলেস ভেনাম বলছেনঃ
মজা পেলাম amiloride hydrochlorothiazide effets secondaires