বিষাদ-শালিক
359
বার পঠিতজলকে শুধাই, স্রোত হবি তুই
রুমাল চুরির চোর হয়ে তুই দুঃখ নিয়ে পালিয়ে যাবি? যেথায় সুখকে ছুঁই।
বাতাস শুধুই বোশেখ হল।
মেঘ থেকে নীল জল ঝরালো।
শ্রাবণ কাঁটায় বিদ্ধ করে রুমাল ভরে আর কত শোক দিবি?
তবু শুধাই, তুই আমার দুঃখ নিবি?
আকাশটাতে কত্ত আলো!
শুধাই তারে নীলকে নিবি? শোকের রং সে। আকাশ ছুড়ে ফেরত দিল।
সে কেবলই সুখ ছড়াবে।
সুখের ফানুস সব ওড়াবে।
শালিক তাহার ভাঙা কুড়োয় বাঁচুক কিংবা মরেই মরুক।
সবখানে স্রেফ আলোই আলো আর অধরা অচেনা সুখ।
নদীর চূড়ায় সূয্যি ডোবে।
একটা শালিক অনেক অনেক পথ মাড়িয়ে পণ করেছে সূয্যি ছোঁবে।
বিকেল বেলার মিষ্টি মামা সন্ধ্যে হতেই শোকের সে রং লাল ছড়ালো।
ওই আকাশের পেটটা চিঁড়ে ছড়িয়ে দিলো লালচে কালো।
শালিক তাহার দুখমাখা ঘর কী সাজাবে!
আর একটুকু বিষাদ হলেই সুখ পালাবে।
শালিক বোশেখ ঝড়ের শেষে।
ছোটে শীতল হাওয়ার দেশে।
সেথায় ঠুনকো প্রবল জ্বরে,
শালিক অনেক অনেক রোদ কুড়িয়ে ছড়ায় সকল বরফ সাদার দেশটা ভরে।
সব রোদ্দুর হারিয়ে যায়।
সূয্যি কেবল মুখটা লুকায়।
শালিক পাখির হয় বোধোদয়।
সুখপাখি এক খাপছাড়া রং। বিষাদ কেবল সবখানে রয়।
দুরন্ত জয় বলছেনঃ
ভাল লেগেছে কবিতা……
অসীম নন্দন বলছেনঃ
নদীর চূড়ায় সূয্যি ডোবে।
একটা শালিক অনেক অনেক পথ মাড়িয়ে পণ করেছে সূয্যি ছোঁবে।
বিকেল বেলার মিষ্টি মামা সন্ধ্যে হতেই শোকের সে রং লাল ছড়ালো।
ওই আকাশের পেটটা চিঁড়ে ছড়িয়ে দিলো লালচে কালো।
শালিক তাহার দুখমাখা ঘর কী সাজাবে!
আর একটুকু বিষাদ হলেই সুখ পালাবে।
এটুকু বেশ হয়েছে। সামগ্রিক দৃষ্টিকোণে কিছু যতিচিহ্নের ব্যবহার, কিছু শব্দ এবং পঙ্কতিকে নিষ্প্রয়োজনে বাড়িয়ে লেখা কবিতাকে দূর্বল করে দিয়েছে।
যেমনঃ ‘রুমাল চুরির চোর হয়ে তুই দুঃখ নিয়ে পালিয়ে যাবি? যেথায় সুখ ছুঁই ‘ এখানে শেষের যেথায় সুখ ছুঁই অনর্থক ব্যবহার বলে আমার মনে হয়। ওটুকু না বললে কবিতার মাধুর্য্য আরো বৃদ্ধি পেতো বলে আমার মনে হয়।
সেরকমঃ ‘শ্রাবণ কাঁটায় বিদ্ধ করে রুমাল ভরে আর কত শোক দিবি? ‘
এখানে যদি ‘দিবি? ‘ ব্যবহৃত না হত তবে আরো সুন্দর হয়ে উঠতো কবিতা। will metformin help me lose weight fast
সবশেষে বলতে চাই কবির কথাই শেষ কথা। তিনি তার মনোভাব বোঝাতে যেমন লিখতে চাইবে তেমনই লিখবে। তবে কবিতায় সুখপাঠ্যের একটা ব্যাপার থেকেই যায়। আরো ভালো কবিতার প্রত্যাশায় রইলাম। অভিনন্দন।
শ্রাবণ বলছেনঃ
কিছু কিছু ক্ষেত্রে অন্তমিল আর কিছু ক্ষেত্রে ছন্দের প্রয়োজনে বাড়িয়ে লিখতে হয়েছে। কবিতাটা চার মাত্রার অক্ষরবৃত্তে লেখা। আমার মাথায় এর চেয়ে আর ভালো কোন বিন্যাস আসেনি।
তাহলে কি লাইনটা ‘শ্রাবণ কাঁটায় বিদ্ধ করে রুমাল ভরে আর কত শোক…’ – এখানেই শেষ হয়ে যাবে?
সবশেষে সুচিন্তিত সমালোচনার জন্য ধন্যবাদ।
অসীম নন্দন বলছেনঃ buy kamagra oral jelly paypal uk
achat viagra cialis franceদাদাভাই আপনিও প্রীতি নেবেন। আমি আমার উপরোক্ত মন্তব্যে যে কথাটা সবচেয়ে জোর দিয়ে বলেছি তা হল, কবির কথাই শেষ কথা তবে সুখপাঠ্যের ব্যাপারটা থেকেই যায়। আপনার কবিতাটা আবৃতির ক্ষেত্রে সময়টা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এর কারণ যতিচিহ্নের ব্যবহার। আপনি প্রায় প্রতি লাইনে যতির ব্যবহার করেছেন। যা বেশি করে চোখে পড়ছে।
হ্যা অন্তমিল এবং মাত্রা ঠিক রাখতে যে আপনি এমন করে লিখেছেন তা আমি বুঝতে পেরেছি আগেই। তবে ঐ যে বললাম আবৃতিতে সুখপাঠ্য। এক্ষেত্রে আপনি যদি কবিতা লিখার সময় তা আবৃতি করে করে লিখেন তবে এ সমস্যাটা আর থাকে না।
আর হ্যা, শ্রাবণ কাঁটায় বিদ্ধ করে…………
ওটুকু আমার অনধিকার চর্চা। কবি যা মনে করবেন তাই হবে। আমি ওটুকু করেছিলাম কারণ ওইভাবে কিছু কিছু জায়গায় বাদ দিয়ে আমার কাছে কবিতাটা আরো ভাবপূর্ণ হয়ে উঠেছিল।
সবশেষে বলতে চাই কবিতার জয় হোক।
তারিক লিংকন বলছেনঃ
কবিদের বাক-বিতণ্ডা বেশ উপাদেয়!! ভাল লাগলো…
:-bd :-bd :-bd :-bd [-O =D> =D> =D>
শ্রাবণ বলছেনঃ
বাক-বিতণ্ডা শব্দটা পছন্দ হল না। আলোচনা- কি শ্রেয় নয়?
অসীম নন্দন বলছেনঃ
লিংকনদা এটা আলোচনা সমালোচনা :)] tome cytotec y solo sangro cuando orino
অংকুর বলছেনঃ
can levitra and viagra be taken together:-bd :-bd :-bd :-bd
মাশিয়াত খান বলছেনঃ posologie prednisolone 20mg zentiva
levitra 20mg nebenwirkungen@};- @};-
তারিক লিংকন বলছেনঃ
কিছু কিছু না কবিতাটির বেশীর ভাগই চমৎকার লেগেছে!!
:-bd :-bd :-bd :-bd m/ m/ m/ m/
স্পীকার বলছেনঃ
পছন্দ হয়েছে :-bd :-bd :-bd will i gain or lose weight on zoloft