ক্রিকেট ইজ নট এ ইমোশনাল গেইম, ইটস এ প্র্যাকটিস অফ প্রফেসনালিজম!!!
578
বার পঠিত puedo quedar embarazada despues de un aborto con cytotecইদানিং সংবাদপত্রের আজগুবি সংবাদ থেকে নিজেকে বিরত রেখেছি। খুব একটা সংবাদপত্র পড়া হয় না। আর টেলিভিশন এর চ্যাপ্টার ক্লোজ করেছি অনেক আগেই। যাই হউক তারপরও ফেসবুকের বদৌলতে একটা সংবাদ হাইলাইট হোল।
“বাংলাদেশ সফরে ভারতের ২য় সারির দল!”…… নিউজটা পড়ে একটু খারাপ লাগলো। তুচ্ছ-তাচ্ছিলের একটা সীমা আছে। মাথা সত্যি সত্যি গরম হয়ে গেল। ভাবলাম একটা ইভেন্ট খুলি, যার শিরোনাম হবে, “ভারতের বিপক্ষে বাংলাদেশের এ টিম কে নামানো হউক!” কিন্তু, ব্যাপারটা একটু ভাবলাম, আসলেই যদি বাংলাদেশ এই সিরিজে নিজেদের বেস্ট রেখে এ-টিম নিয়ে মাঠে নামে তাহলে ব্যাপারটা কেমন হবে!! কোন ভাল কিছুই হবেনা, এটা করলে বাংলাদেশ আবারও ভুল করতে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে ভারত ঠিক এটাই চাচ্ছে। তাঁরা প্রতিবেশী দেশ হিসেবে আমাদের মন-মানসিকতা সম্পর্কে অন্য যে কোন দেশ থেকে খুব ভাল জ্ঞান রাখে। তাঁরা ভাল করেই জানে, বাঙালী হুজুগে জাতি। হুজুগের মাথায় এমন ভুল করেও ফেলতে পারে, যেটা ম্যাচ স্ত্রাট্রেজীর একটা অংশ। যেটা খেলা হবে মনস্তাত্ত্বিক ইকুয়েশনে। যার ফলশ্রুতিতে এই সিরিজ জয়ে তাঁরা খেলা শুরুর আগেই এক ধাপ এগিয়ে থাকলো।
ব্যাপারটা একটু ভাবলেই বোঝা যায়, যাই হউক বাদ দিলাম এ দলের খেলার সম্ভবনা। ভারতের ২য় সারির দলের বিপক্ষে আমরা আমাদের বেস্ট টিম কেই মাঠে নামালাম। কিন্তু সেই বেস্ট যদি অবহেলা করে, হউক সে শতকরা হিসেবে ১০%(কেননা খেলোয়াড়দের মাথায় ঢুকে গেছে এটা ভারতের ২য় সারির দল, অবহেলার সম্ভবনা বেশী, যেটা ভারতের একটা চাল) যার ফলাফল অত্যন্ত ভয়ংকর হতে পারে। কেননা এই সিরিজ বাংলাদেশ ক্রিকেট এর মান মর্যাদার লড়াই। নিজেদের অস্তিত্তকে সগর্বে জানান দেয়ার সময়। আমার মতে বাংলাদেশের উচিৎ তাদের বেস্ট টিমটাকে নিয়ে মাঠে নামা এবং কোন রকম ছাড় না দিয়ে নিজেদের বেস্ট পারফরমেঞ্ছ করা। এবং এই সুযোগে সিরিজটা নিজেদের ঘরে উঠানো।
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ভাই খেলা কিন্তু ধনী, কহেলি, মুশফিক বা সাকিবের মধ্যে নাহ। কে কে মাঠে খেলছে এটা মুখ্য নয়। খেলাটা আন্তর্জাতিক একটি সিরিজ যেটায় অংশগ্রহণ করছে “বাংলাদেশ ও ভারত”!! যাহা মৌলিক ও মুখ্য।
সাধারন বার্তাঃ ফেসবুকের সেই সকল সেলিব্রেটিদের দৃষ্টি আকর্ষণ করছি, ইগয়েটিক হয়ে ইমোশনালি কোন প্রকার ইভেন্ট খোলা বা লেখা থেকে নিজেদের বিরত রাখুন। তাতে দেশ ও জাতি বিভ্রান্তি থেকে কিছুটা হলেও মুক্তি পাবে!!
অংকুর বলছেনঃ ovulate twice on clomid
:-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
viagra in india medical storesআসল বাদ দিয়ে ফাও নিয়ে টানাটানির স্বভাব আমাদের ভিতর অনেক বেশী রে ভাই…
স্পীকার বলছেনঃ
:-bd :-bd :-bd :-bd
অসীম নন্দন বলছেনঃ
~O) আগে এক কাপ চা খাইয়া লন ভাই। আপনি আমার মনের মত একটা কথা বলছেন। সহমত
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
খাঁটি গরুর দুধের তো???
স্পীকার বলছেনঃ
:-bd :-bd :-bd
স্পীকার বলছেনঃ
আমারেও দান ~O) ~O) ~O)
ডার্ক ম্যান বলছেনঃ
এই দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে আমাগো প্রথম সারির সুপারস্টাররা কি করে সেটাই দেখার বিষয়। para que sirve el amoxil pediatrico
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
আমি আশাবাদী, তাঁরা তাদের বেস্ট টা দিলেই উপহার হিসেবে জয়টা আমাদের হতে পারে… শুভ কামনা তাদের জন্য
দুরন্ত জয় বলছেনঃ
:-bd
সহমত ……
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
যেটা আশংখা করেছিলাম, ঠিক তেমন কিছুর প্রভাব দেখলাম আজ আনামুল হক বিজয়ের পেজে… সেও তাঁর এই পোস্টে https://www.facebook.com/photo.php?fbid=294165837426116&set=a.262524160590284.1073741828.262520530590647&type=1&theater এমন কিছুর আভাস দিয়েছে। কিন্তু এটাকে সিরিয়াসলি নেয়ার কিছু নাই, ভার্চুয়াল এই লাইক কমেন্টের জগতে মজা করে অনেকে অনেক কিছু বলে বা লেখে।। আমি ভাল কিছুর হউক সেটাই প্রার্থনা করি। হারা জেতা বড় কথা নয়, ভাল খেলাই মুখ্য। সেটাই দেখব বলে আশা রাখি… ভালোবাসি তোমাদের, বাংলাদেশ ক্রিকেট টিম।
তারিক লিংকন বলছেনঃ levitra 20mg nebenwirkungen
%%- %%- %%- %%- %%- m/ m/ m/
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
সাম্প্রতিক দেশীয় ব্যাপারে খুব কনফিউজ হয়ে যাচ্ছি লিঙ্কন ভাই… এক মুসাই এক জাতিরে ৪ বছর ঘোল খাইয়েছে, আর সেখানে হুম্রা চুম্রা পাবলিকে তো দেশ গিজ গিজ করছে… যাই হউক ব্যাপার নাহ, দেশের মানুষ কথা বেশী বললেও, একেবারে খারাপ মানুষ তো আর নাহ, অসংখ্য ভাল মানুষ এখনও এই ছোট দেশটাই সমহিমায় বিরাজ করছে… এটাই বা কম কি!! তাই জয় বাংলা বলে সামনে এগুনোর সাহস টা আজও পাই…
স্পীকার বলছেনঃ
পোস্টটি স্টিকি চাই :-bd :-bd :-bd