“অভিনয়” আর “পর্ণোগ্রাফি”র পার্থক্য করতে জানি না !!!
436
বার পঠিতঅনেক প্রশ্নই মনের দরজায় প্রায়শ কড়া নেড়ে যায়। cialis new c 100
উত্তর জানা নেই কিংবা জানার তাগিদ নেই বলে সেই প্রশ্নগুলো নিয়ে সাধারণের সামনে আসতে পারি না !
নিজের মাঝেই কোথায় যেন দ্বিধা কিংবা অস্বস্তি অনুভব করি অথবা কখনো কখনো হয়তো প্রয়োজনই মনে করি না !!
কিন্তু, তাই বলে উত্তর না পেয়েও কি আমি স্বস্তি পাই ???
না পাই না, কখনোই স্বস্তি পাই না ।
প্রশ্নগুলোকে কেন জানি না অবহেলা করতে পারি না আবার সচেতনতার আলোতেও আনতে পারি না !
তেমনি দু’একটা প্রশ্ন অভিনয়বৃত্তি, অভিনেতা-অভিনেত্রীদের সাথে সংশ্লিষ্ট…
** আমরা কতজন নাটক, সিনেমায় অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় দক্ষতা বা কোন অভিনীত বিষয়ের সার্বিক বিষয়-সংশ্লিষ্ট বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে কিংবা সমস্ত উপস্থাপনাটি’র গুরুত্ব বিবেচনার উদ্দেশ্যে তা দেখতে বসি ?
** কতজন আছি যারা নাটক, সিনেমার অভিনীত বিষয়, বিষয়-সংশ্লিষ্ট উপাদান বিবেচনা করতে জানি?
** যে অভিনেতা-অভিনেত্রীদের প্রতি আমরা অকৃষ্ট, আমাদের যে আবেগের ফলস্বরূপ তাদের বিপুল জনপ্রিয়তা লাভ; আমরা কতজন সেই আবেগের প্রতি সৎ ?
যদি সবগুলো প্রশ্নের উত্তর ইতিবাচক হয়ে থাকে, যদি আমি নাটক-সিনেমাকে একটি গুরুত্বপূর্ণ বৃত্তি’র সাথে সাথে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে বিবেচনা করে থাকি;
যদি আমরা অভিনয়কে কেবল পাত্র-পাত্রী নির্ভর কিংবা কিছু চটুল বিষয়ের বাতাবরণে ঢাকা বলে বিবেচনা না করে থাকি,
যদি মনে করে থাকি সার্বিক বিষয়ের সুন্দর সমন্বয়ে উপস্থাপিত বিষয়ই আমাদের মনকে নাড়া দিয়ে যায়,
যদি মনে করি একজন অভিনেতা-অভিনেত্রী কিংবা তার অভিনয়বৃত্তিকে আমরা সম্মানের চোখে দেখি~
তবে আমার মূল প্রশ্নটি হলো~ can levitra and viagra be taken together
## আমরা এত কিছু আমাদের বিবেচনায় রাখার পরেও কেনো অভিনেতা-অভিনেত্রীদের প্রসঙ্গে প্রায়শই বলি ~ এরাতো নটী, টাকার জন্য যা খুশি তাই করে বেড়ায় ! ; কেনো বলি ???
তাহলে কি আমরা “অভিনয়” আর “পর্ণোগ্রাফি”র পার্থক্য করতে জানি না !!! glyburide metformin 2.5 500mg tabs
অভিনয়ের বিষয় বিবেচনায় যদি এমন কিছু আনার প্রয়োজন পড়ে যা আমাদের পর্ণো-সংশ্লিষ্ট বলে মনে হয়; সেটাকে কি আমরা পর্ণোগ্রাফি বলতে পারি ???
পারি না।
সেক্ষেত্রে আমরা আসলে অভিনয় আর পর্ণোগ্রাফির পার্থক্য করতে জানি না !
আর আমাদের বোঝা উচিৎ কেবল মনোরঞ্জনের উদ্দেশ্যেই অভিনয়বৃত্তির জয়-জয়কার সমাজে প্রতিষ্ঠিত হয়নি; এর মূল উদ্দেশ্য কিন্তু সমাজসচেতনতা বৃদ্ধি, সমাজের ইতিবাচক পরিবর্তন আনায় শক্তিশালী ভূমিকা রাখা।
আর তা করতে গেলে এবং সমাজের বাস্তবিক চিত্র তুলে ধরতে গেলে, যদি কোন বিষয় নেতিবাচকও হয় তাও উপস্থাপন করার প্রয়োজনে নাটক-সিনেমাগুলোতে অনেক কিছুই উপস্থাপিত হতে পারে; তা গ্রহণ করার মতন মানসিকতা তৈরী হওয়া জরুরী ।
আর যাদের আন্তরিকতা, পরিশ্রমের মাধ্যমে সার্বিক বিষয়টি উপস্থাপিত হয়ে থাকে তাদের ছোট করে দেখার মত মনোদৈণ্যতা থেকেও আমাদের বেরিয়ে আসা উচিৎ।
তাহলেই আমরা আমাদের ভেতরের সুপ্ত আবেগ, যা তাদের প্রতি আমাদের আকৃষত করে থাকে তার প্রতি সততা দেখানো হবে। আর তা যদি না করতে পারি তবে বুঝতে হবে আমরা একেকটা ভন্ড !
নিজেদের আবেগকেও সেক্ষেত্রে আমরা দুষ্ট বলে বিবেচনা করি কিন্তু মানি না, বুঝতে চাই না !
দুরন্ত জয় বলছেনঃ
acne doxycycline dosage:-bd চমৎকার বিষয় নিয়ে লিখেছেন, কিন্তু এত প্যরা করে কেন লিখেছেন। কবিতা স্টাইল হয়ে গিয়েছে…
সোমেশ্বরী বলছেনঃ
ধন্যবাদ সুন্দর সমালোচনার জন্য। %%-
আমি আসলে একটানা লিখতে পারি না…এটা আমার সমস্যা !
যার কারণে পোস্টটা কবিতার মতন হয়ে গেছে হয়তো…
সফিক এহসান বলছেনঃ
can your doctor prescribe accutaneপ্রসঙ্গটা ভাল তুলেছেন… কিন্তু বক্তব্য ঠিক গোছালো না। একটা ব্লগ হিসেবে আরেকটু গোছানো পোস্ট আশা করেছিলাম।
আপনি শুধু একটা দৃষ্টিভঙ্গি নিয়ে সমালোচনা করলেন। আরেকটু গুছিয়ে ২/১টা উদাহরন দিয়ে বললে বিষয়টা আরো বোধগম্য হতো…
সোমেশ্বরী বলছেনঃ
ধন্যবাদ ভাইয়া… %%-
accutane prices
আসলে বেশ বিবেকবান কিছু মানুষের সাথে কথা বলছিলাম, এক প্রসঙ্গে তারা এই জাতীয় কিছু বলেছিলেন…তাদের এমন মন্তব্যের বিরুদ্ধে কিছু বলার ছিলো না, তারা জ্ঞানী-গুণীজন !
তাই মনের কষ্টে লিখাটা লিখেছিলাম…সময় দিইনি লেখাটার পেছনে…
আপনার পরামর্শটা মনে রাখার চেষ্টা করবো এরপর থেকে…
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
all possible side effects of prednisoneআসলে আমাদের মিডিয়ার উপস্থাপনাই অনেকটা সেরকম। যেমন ধরুণ লাক্স চ্যানেল আই সুপারস্টারে অনেকটা চেহারা সুরতে ওপর নির্ভর করেই অ্যাওয়ার্ড দেয়া হয়। তারাই তারপর অভিনয় জগতে প্রতিষ্ঠিত হয়ে যায়।
আমরা মেহজাবিন শখদের যতটা না তাদের অভিনয় প্রতিভায় মুগ্ধ হই, তার চেয়েও বেশি হই তাদের রূপে। কারণ, তাদের উপস্থাপনাই করা হয় সেভাবে। doctus viagra
সিনেমার নায়িকা কানা হয়, ল্যাংড়া হয়, বোবা হয় – কিন্তু, কুৎসিত হয় না। তাদের যখন অভিনয় প্রতিভার চেয়ে চামড়ার প্রতিভার দিকে গুরুত্ব দিয়েই উপস্থাপিত করা হয়। তাহলে, সেটাকে অভিনয়ের বদলে পর্নোগ্রাফি হিসেবে নিলে, আমি খুব বেশি দোষের কিছু খুঁজে পাই না।
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
১০০% সহমত।
সোমেশ্বরী বলছেনঃ
পর্ণোগ্রাফি সম্পুর্ণ অন্য বিষয় ভাই…
আর মিডিয়ায় উপস্থাপিত হয় এই কারণেই যে মিডিয়ার সেসব সৃষ্টি দর্শকের হজম হয় ভালো, তাই !!!
দোষটা মিডিয়ার যেমন তেমনি আপনার-আমারও !
অযথা নিজেদের নির্দোষ দাবী করে আমরা বরং মিথ্যেবাদী উপাধি নিজেদের ঘাড়ে না নেই…
১০০/২০০ টাকার টিকেট কেটে সিনেমা হলে গিয়ে নায়িকার রূপের প্রদর্শন দেখবেন না তার অভিনয় দেখবেন, এটাতো আপনার শিক্ষার বিষয় !
সানি লিওন আর ঐশ্বরিয়ার ওজন এক পাল্লায় যারা মাপে তাদের আমি বিকৃত রুচির বলে মনে করি, দুঃখিত…
তারিক লিংকন বলছেনঃ
আমরা তো চন্দ্রমুখী দেখতে অভ্যস্ত! মুঘলদের খানদানী স্বভাব। এইটাই মূল সমস্যা। অবশ্যই সমস্যা গোটা দুনিয়াতে। আজ ১ মিলিয়ন ডলার করে দুনিয়ার যেকোন প্রান্তের দুইটা ছেলে-মেয়েকে দিলে দুইজনের ইউজ দুই রকম হবে।।
মেয়েদের জেনেটিক কোডই পুরুষতান্ত্রিক সমাজ পাল্টায় দিছে। স্বর্গেও তারা নর্তকী আর হুরপুরি। বাচ্চাদের ছোট বেলা থেকেই এইসব মাথায় ডুকিয়ে কীভাবে মানুষের অধিকার নিশ্চিত করবেন। সর্বত্রই তো পুরুষ ঈশ্বর…
~x( ~x( ~x( ~x( X_X X_X X_X X_X
পোস্ট ভাল লেগেছে। আরও বিস্তারিত হলে ভাল হত…
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
একমত। ovulate twice on clomid
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ will metformin help me lose weight fast
=(( =(( =((
সোমেশ্বরী বলছেনঃ
বাচ্চাদের ছোট বেলায় এসবতো মেয়েরাই শেখায় !!!
আজাইরা…আপনার ডাবল গেম টাইপ মন্তব্য পছন্দ হয়নি…স্যাটায়ার লিখলেন, কিন্তু সেটা আরো উচ্চ মানের হওয়ার প্রয়োজন ছিল… ~x(
সফিক এহসান বলছেনঃ
মেয়েদের জিনেটিক কোডই যদি বদলে গিয়ে থাকে তাহলে আর সমস্যা কী? লেট ইট হ্যাপেন!
তারিক ভাই… কী যে সব বলেন না মাঝে মাঝে… 8-} 8-} 8-}
অংকুর বলছেনঃ
:-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd =D> =D> =D> =D> =D> =D> clomid over the counter
সোমেশ্বরী বলছেনঃ
ধন্যবাদ, ভাইয়া…
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
বিষয়টি চমৎকার। আরও বিস্তারিত লিখলে সম্পূর্ণ হতো।
ঠাকুরদা বলছেনঃ
@ সোমেশ্বরী,
এই সেক্ষেত্রে শব্দটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা শেষ পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছেন কিংবা সেদিকে আপনিই খেয়ালই করেন নি বলা যায় । একটা ব্লগ পোস্ট হিসেবে এই লেখাটার কতটুকু গ্রহনযোগ্যতা আছে, তা নিয়ে আমি চিন্তিত । একলাইন-দুইলাইন করে প্যারার সংখ্যা না বাড়িয়ে যদি সুস্পষ্টতার সংখ্যা বাড়াতেন, তাহলে লেখটার বিষয়বস্তু সম্পর্কে যেমন একটা পরিষ্কার ধারনালাভ সম্ভব হত, ঠিক তেমনি আপনার লেখাটাও পেত ব্লগীয় একটা পোস্টের গ্রহনযোগ্যতা । ভবিষ্যতে লেখার আয়তন এবং বিষয়বস্তু ব্যাখ্যার দিকে আরো বেশি সচেতন হবেন বলে আশা করি ।
স্পীকার বলছেনঃ
side effects of quitting prednisone cold turkeyখাটি কথা বলেছেন :-bd :-bd :-bd :-bd