নিয়মতান্ত্রিক প্রেম
337
বার পঠিত malaria doxycycline 100mgআবেগ সেতো সুতায় জড়ানো গল্প,
নিয়মতান্ত্রিক প্রেমে অস্তিত্ব তার সুপ্ত।
পূর্ণতা সেতো মলাটে বাধানো ক্যারিয়ার,
নিয়মতান্ত্রিক প্রেমে পূর্ণতা আজ বিষন্ন।
প্রেম আজকে শপিংমলে কিংবা লংড্রাইভে,
প্রেমিকা আজ গার্লফ্রেন্ড নামক শব্দচয়নে বন্দি।
ভেজা কোন কুয়াশায় বারান্দার প্রেম নাই,
নিয়মতান্ত্রিক প্রেমে কেউ দেখেনা তাকায় ইচ্ছেমত।
চেনা মুখে তাই বাউন্ডুলের ছাপ,
ঘরে ফিরে হাহাকার প্রেমের অব্যক্ত হিসেবে।
নিয়মতান্ত্রিক প্রেমে কল্পনা আচ্ছুত খড়কুটা,
শহরে দাড়িয়ে বাস্তবতা ঠেলে দেয় তাকে আগুনে।
নদীর ধারে চল ভেঙ্গে দেই নিয়মতান্ত্রিক প্রেম,
বৃষ্টিতে ধুয়ে চল মৃত্যু সাজাই কৃত্রিমতার্।
দুরন্ত জয় বলছেনঃ
/// প্রেম আজকে শপিংমলে কিংবা লংড্রাইভে,
viagra sildenafil generic
প্রেমিকা আজ গার্লফ্রেন্ড নামক
শব্দচয়নে বন্দি।
ভেজা কোন কুয়াশায় বারান্দার প্রেম নাই,
নিয়মতান্ত্রিক প্রেমে কেউ দেখেনা তাকায়
ইচ্ছেমত। ///—খটি কথা!
এখন প্রেম বিরল যেটা আছে ওটার নাম রিলেশন ……
মুদ্রা আতিক বলছেনঃ
হুম, রিলেশনতো হচ্ছে একবিংশ শতাব্দির সো কল্ড নিয়মতান্ত্রিক প্রেম !
অংকুর বলছেনঃ viagra generico prezzo farmacia
cialis online pharmacy forumকথাটার সাথে কোনমতেই একমত হতে পারলাম না । সবার ক্ষেত্রে এক না
মুদ্রা আতিক বলছেনঃ
pregnant 4th cycle clomidতবে বেশিরভাগ ক্ষেত্রেই সেরকমই :O
অংকুর বলছেনঃ
মোটেই না %-( %-( %-( %-( %-(
মুদ্রা আতিক বলছেনঃ side effects of doxycycline in kittens
জেনে খুশি হলাম,
efek samping minum obat viagra
ব্যাটারটা মোটেই এরকম না ।
ফাতেমা জোহরা বলছেনঃ
ভালো লিখেছেন… :-bd
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ
অসীম নন্দন বলছেনঃ
আপনার মূলবক্তব্যের সাথে সহমত নই। ভালোবাসাকে নিয়মের মাঝে বেঁধে রাখার মতন সাধ্য কারো নেই। আরো ভালো কবিতার প্রত্যাশায় রইলাম। অভিনন্দন।
স্পীকার বলছেনঃ
পছন্দ হয়েছে ভাই :-bd :-bd :-bd :-bd
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ।