দেখা হবে পরিণত হবার পর!
417
বার পঠিতদুই বছর পর!
আমরা একসাথে এক রেখার উপরে!
কোথায় দাড়িয়ে আজ?
চল দশ বছর আবার একসাথে দেখা করব!
আর একটু পরিণত হব অতীতের আমি!
আমায় অপরিণত বলে ছুড়ে দেবেনা কেউ!
আমার রক্ত,শিরায় থাকবে উন্নতির ছাপ!
চল দশ বছর একসাথে দেখব আবার!
এই পরিণত আমিকে।
অপরিণতের মত দৌড়ে তোমার ছায়াকে,
কিংবা বাজি ধরে ছোট ছাদ থেকে লাফ!
ভয় পেয়না এসব আর হবেনা!
দশ বছর পর আমি পরিণত হব!
তুমি আমায় ভর করেছিলে কৈশোরে,
আমায় ভাবিয়েছিলে তৃষ্ণা আর অবসরে!
বলেছিলে,ছেলেখেলা বাদ দেও! can your doctor prescribe accutane
বিশ্বাস কর আমি দশ বছর পর পরিণত হব!
এই শহরের আকাশ ঠিকই থাকবে,
কিছুটা যান্ত্রিকতা হয়ত বাড়বে!
তোমার ভয় পাবার কিছু থাকবেনা প্রিয়তমা,
দশ বছর পর আকাশটাও পরিণত হবে!
একটু একটু করে বৃষ্টি নামবে,
বারান্দায় আর ব্যালকনিতে ছায়া পড়বে!
তুমি আমায় নিয়ে বিব্রত হবেনা আর,
আমিতো পরিণর দশ বছর্ পর!
একটি কিশোর গুছিয়ে নিচ্ছে,
যান্ত্রিকতা থেকে যন্ত্র হবার!
দশ বছর খুব বেশি কি?
চল চিৎকার করে প্রত্যয় ব্যক্ত করে বলি,
দেখা হবে পরিণত হবার পর!
দুরন্ত জয় বলছেনঃ
about cialis tabletsএটা কি?? thuoc viagra cho nam
মুদ্রা আতিক বলছেনঃ
কবিতা। কিশোর প্রেমের অব্যক্ত আবেগ গুলোকে নিয়ে চেষ্টা করলাম লিখতে।
মুদ্রা আতিক বলছেনঃ
আপনার কি মনে হয়, জয় সাব?
দুরন্ত জয় বলছেনঃ private dermatologist london accutane
cialis new c 100আরে আগে শিরোনামে সব ছিল পোস্ট কিছু ছিল না!!
দ্যা ডার্ক নাইট বলছেনঃ
মনে হচ্ছে আমি একাই ভুল দেখিনি ! half a viagra didnt work
যাইহোক, ভালো লাগলো।
মুদ্রা আতিক বলছেনঃ
আসলে প্রথমে পোষ্ট করতে গিয়ে পোষ্টবক্স জনিত কিছু বিভ্রান্তির মধ্যে পড়ছিলাম যার জন্য একটু সমস্যা হয়েছে।
এবং ধন্যবাদ।
all possible side effects of prednisone
অংকুর বলছেনঃ
synthroid drug interactions calciumলাইন গুলো চরম লাগল
ফাতেমা জোহরা বলছেনঃ
ভালো লাগলো… :-bd :-bd :-bd =D> =D> =D>
সোমেশ্বরী বলছেনঃ
একটি কিশোর গুছিয়ে নিচ্ছে,
যান্ত্রিকতা থেকে যন্ত্র হবার!
দশ বছর খুব বেশি কি?
চল চিৎকার করে প্রত্যয় ব্যক্ত করে বলি,
দেখা হবে পরিণত হবার পর!
ভালো লেগেছে…
মুদ্রা আতিক বলছেনঃ
অংকুর,
ফাতেমা জোহরা,
সোমেশ্বরী আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভাল লেগেছে এই দেখে।
অসীম নন্দন বলছেনঃ zoloft birth defects 2013
বেশ @};- @};- <:-P
মুদ্রা আতিক বলছেনঃ
B-) nolvadex and clomid prices