Rebel King of the Rock- বব ডিলান
722
বার পঠিতবব ডিলান-
প্রায় পাঁচ দশক ধরে আমেরিকার সঙ্গীত ও সাহিত্য জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার এবং গীতিকার বব ডিলান। হয়ে আছেন জীবনমূখী গানের অন্যতম পথিকৃত। তখনকার জনপ্রিয় ধারার গানের বহির্ভুত ও বিপরীতমূখী গানের জন্ম দিয়ে বিখ্যাত হয়েছেন। মানুষের সৃষ্টিশীলতা কিভাবে মানুষকে তার সহজাত সব গুণের উর্ধ্বে নিয়ে যেতে পারে তার এক জ্বলন্ত সাক্ষ্য বব ডিলান। ‘একজন ভাল গায়ক হতে জন্মগত সুকন্ঠের অধিকারী হতেই হবে কিংবা ঐশ্বরিক গুণসম্পন্ন হতে হবে’- এমন সব ধারনাকে মিথ্যা প্রমাণ করে শীর্ষে আরোহন করেন। একই সাথে ফোক-রক, কান্ট্রি-রক দিয়ে নতুন ধারার সঙ্গীতের সূচনা করেন তিনি।
১৯৪১ সালের ২৪শে মে Minnesota-র Duluth শহরের ম্যারি হাসপাতালে জন্ম হয় এই মহান শিল্পীর। তার নাম রাখা হয় Robert Allen Zimmerman। ছয় বছর বয়স পর্যন্ত Duluth শহরেই ছিলেন। তার বাবার পোলিও হলে ডিলান মায়ের বাসায় Hibbing এ চলে আসেন। এরপর বড় হন Minnesota-রএই Hibbing শহরে সুপারিয়র লেকের পশ্চিমে Mesabi Iron range-এ। ডিলানের শৈশবে একটা বড় সময় কাটাতেন রেডিও শুনে (Shreveport ও Louisiana-র blues ও country stations )। এসময়েই Rock and Roll গানের প্রতি আগ্রহ তৈরি। Hibbing High School-এ পড়া অবস্থায় বিভিন্ন ব্যান্ডের সাথে গান গেয়েছেন। এই সময়ে Golden Chords-এ little Richard এবং Elvis Presley-র গানও গেয়ে শোনান। Danny and the Juniors-এর গানের অনুষ্ঠান ‘Rock and Roll Os Here to stay’ এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে স্কুলের অধ্যক্ষ মাইক্রোফোনের তার কেটে অনুষ্ঠানটি বন্ধ করেন। ১৯৫৯-এ ডিলান Elston Gunnn নামে আরো ২টি অনুষ্ঠান করেন এবং পিয়ানো বাজান। এভাবেই সঙ্গীতের জগতে তাঁর পদচারণা শুরু হয়।
১৯৫৯ সালের সেটেম্বরে ডিলান Minneapolis শহরে চলে যান এবং সেখানে University of Minneapolis-এ ভর্তি হন। এখানে তিনি গানের প্রতি মনোনিবেশ করতে শুরু করেন। তবে rock and roll থেকে তার আগ্রহ আমেরিকান ফোক মিউজিকের প্রতি সরে যায়। পরবর্তীতে (১৯৮৫ সালে) ডিলান ফোক মিউজিকের প্রতি তাঁর আকর্ষন এবং তার উপর এর প্রভাবের কথা স্বীকার করেন এবং বলেন,
The thing about rock’n’roll is that for me anyway it wasn’t enough … There were great catch-phrases and driving pulse rhythms … but the songs weren’t serious or didn’t reflect life in a realistic way. I knew that when I got into folk music, it was more of a serious type of thing. The songs are filled with more despair, more sadness, more triumph, more faith in the supernatural, much deeper feelings.
University of Minneapolis –এ থাকা অবস্থায় তিনি কফিহাউস, ক্যাম্পাসের বিভিন্ন ব্লকে এবং ten O’clock Scholar-এ গান পরিবেশন করতেন। এসময়েই তিনি Dinlytown folk music-এ সক্রিয় হন এবং নাম পরিবর্তন করে বব ডিলান হিসেবে পরিচিত হতে শুরু করেন। কবি Dylan Thomas-এর নামের অনুসরণে তিনি বব ডিলান নামটি বেছে নেন। নামের এই পরিবর্তন প্রসঙ্গে ডিলান ২০০৪ সালে এক সাক্ষাতকারে বলেন,
“You’re born, you know, the wrong names, wrong parents. I mean, that happens. You call yourself what you want to call yourself. This is the land of the free.”
১৯৬০ সালের মে মাসে বব ডিলানকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়। ১৯৬১ সালে ডিলান New York City ভ্রমনে বের হন। ফেব্রুয়ারি, ১৯৬১ সালের দিকে ডিলান Greenwich village এ আসেন এবং এখানকার বিভিন্ন লোক শিল্পীদের সাথে যুক্ত হন (Dave Van Ronk, Fred Neil, Odetta, the New Lost City Ramblers, and Irish musicians The Clancy Brothers and Tommy Makem.) তিনি ধীরে ধীরে লোক পরিচিতি পেতে শুরু করেন। লোক শিল্পী Carolyn hester এর একটি অ্যালবামে ডিলান হারমোনিকা বাজান। তার অসাধারণ হারমোনিকা বাজানোর গুণটি তখন John Hammond এর নজরে পরে। তিনি ডিলানকে কলাম্বিয়ান রেকর্ড করান প্রস্তাব করেন এবং মার্চ ১৯৬২তে ডিলানের প্রথম কলাম্বিয়ান অ্যালবাম প্রকাশ পায়। প্রথম অ্যালবামটি সামান্য সাড়া ফেলে এবং প্রায় ৫০০০ কপি বিক্রি হয় প্রথম বছরে। এই অ্যালবামে ডিলানের নিজস্ব দু’টি গান ছিল মাত্র। এরপরের অ্যালবামের জন্য ডিলান তাই নিজে সব গান লেখার চেষ্টা করেন। তাঁর দ্বিতীয় অ্যালবাম The Freewheelin’ Bob Dylan প্রকাশ পেলে তা আমেরিকায় ব্যাপক সাড়া ফেলে দেয়। বিভিন্ন শিল্পী এই অ্যালবামের গানগুলো পরিবেশন করতে শুরু করেন। এদের মধ্যে সবচেয়ে বেশি স্মরণীয় Peter, Paul এবং Mary । Blowin’ in the Wind” এই গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় এবং ‘বব ডিলান’ মানুষের কাছে একটি পরিচিত নাম হয়ে ওঠে। এরপর ১৯৬৩ সালে জনপ্রিয় লোকশিল্পী Joan Baez ববডিলানের Freewheelin’এর গানগুলোর প্রচারনা শুরু করলে অ্যালবামটি জনপ্রিয় ১০০ অ্যালবামের ২৩ নম্বরে চলে আসে। এই সময়ে Joan Baez এবং bob Dylan ভালবাসার এক মধুর সম্পর্ক তৈরি হয়। Joan baez ডিলানের গানগুলোই পরিবেশন করতে শুরু করেন এবং বব ডিলান খুব দ্রুত নতুন নতুন গান লিখতে থাকেন।
১৯৬৪ সালে The Times They Are A-Changin’ অ্যালবামটি প্রকাশিত হয়। এ অ্যালবামের গানগুলো নিউ ইয়র্কের সমসাময়িক সব গায়কদের ছাড়িয়ে যায়। এই অ্যালবামের গানগুলোর কথায় John Keats এবং Rimbaud এর বিভিন্ন রচনার ছাপ পাওয়া যায়। এই সময়ে ডিলান তার গানগুলোতে লোক সঙ্গীতের সাধারণ সীমা ছাড়িয়ে R&B এবং blues-এর মিশ্রন তৈরি করেন। ১৯৬৪ সালে প্রকাশ পাওয়া Another Side Of Bob Dylan-অ্যালবামে এরকম মিশ্র গানগুলো পাওয়া যায়। ডিলান তার গানগুলো নিয়ে খুব দ্রুত আগাতে থাকেন। এসময়ে Joan Baez-এর সাথে তার সম্পর্কের ইতি ঘটে এবং ডিলান নতুনভাবে Sara Lowndes নামক একজন মডেলের সাথে জড়িয়ে পড়েন। পরবর্তীতে Sara Lowndesকে বিয়ে করেন ডিলান।
ব্রিটিশ ব্যান্ড the Animals’ এর ‘হাউজ অফ দ্যা রাইসিং সান’ ভার্সন থেকে অনুপ্রেরনা পেয়ে ডিলান loud rock & roll বব ডিলান তার পরবর্তী অ্যালবামটি তৈরি করেন। যদিও ১৯৬৫ সালে প্রকাশিত Bringing It All Back Home অ্যালবামে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। এই অ্যালবামটি পরিস্কারভাবে ফোক সঙ্গীতে ডিলানের প্রত্যাবর্তনকে ইঙ্গিত করে। Newport folk উতসবে the Paul Butterfield Blues Band-সাথে গান গেয়ে লোকশ্রোতাদের কাছে তাদের পরিচিত ডিলান হিসেবে ফিরে আসেন। যদিও ততদিনে ডিলান হয়ে উঠেছেন rock & roll সংঘের একটি প্রিয় নাম।
ডিলান ১৯৬৫ সালে পপশ্রোতাদের জন্য নিয়ে আসেন এক নতুন চমক, নতুন অ্যালবাম ‘Like a Rolling Stone’ । এটি প্রথম বছরেই অর্জন করে দ্বিতীয় শীর্ষস্থান। এই অ্যালবামটি দিয়েই আলোচনার শীর্ষে উঠে আসেন বব ডিলান। এই অ্যালবামের গানের কথাগুলো সাহিত্যানুরাগীদের গবেষণার বিষয়বস্তু হয়ে উঠে। ইউরোপ-আমেরিকার প্রায় ১০০ শিল্পী ১৯৬৪-১৯৬৬ সাল পর্যন্ত শ্রোতাদের তার গানগুলো পরিবেশন করে শোনান। the Byrds এবং the Turtlesব্যান্ডগুলো জনপ্রিয় হয়ে উঠে ১৯৬৫ সালে প্রকাশিত ডিলানের Highway 61 Revisited অ্যালবামের গানগুলো দিয়ে। ১৯৬৫-৬৬ সালে প্রকাশিত ‘PositivelY 4th Street এবং ‘Rainy Day Women’ স্থান পায় শীর্ষ দশে। ১৯৬৬ সালের মে মাসে তাঁর প্রথম দ্বৈত অ্যালবাম Blonde on Blonde প্রকাশ পায় এবং পুরো পৃথিবীতে এর ১ কোটিরও বেশি কপি বিক্রি হয়।
১৯৬৫ সালে বব ডিলানের সাতে ব্যাকিং ব্যান্ড হিসেবে The Hawks এর উপস্থিতি দেখা যায়। এটি ডিলানের ব্যাকিং ব্যান্ডগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিখ্যাত। ব্যান্ডের মধ্যকার সংহতি আর ইউরোপ ভ্রমনে ডিলানের সাথে সহকারী বাদক হিসেবে সঙ্গীত পরিবেশনই তাদের জনপ্রিয় করে তোলে। the Hawks পরবর্তীতে (১৯৬৮ সালে) তাদের নাম পরিবর্তন করে হয় the Band । ১৯৬৬ সালে ইউরোপ ভ্রমণে ডিলান ইলেট্রিক গিটার নিয়ে হাজির হন শ্রোতাদের কাছে। ইউরোপীয় শ্রোতাগণ প্রথমবারের মত পান ‘ইলেট্রিক ডিলান’কে। যদিও তারা এটিকে সহজভাবে গ্রহন করেনি। Manchester Concert এর এক শ্রোতা এ সম্পর্কে ডিলানকে “Judas” inspiring a positively vicious version of “Like a Rolling Stone” বলেন. ইউরোপ সফর শেষ হলে ডিলান আবার আমেরিকায় ফিরে আসেন। wirkung viagra oder cialis

১৯৬৬ সালের ২৯শে জুলাই Woodstock-এ ডিলানের বাড়ির সামনে তার একটি মোটরবাইকে্র সাথে ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন। এই দূর্ঘটনায় তিনি সপ্তাহখানেক সকটাপন্ন অবস্থায় থাকেন। বেশ কিছু জীবনীকথক এই দূর্ঘটনার মাত্রা সম্পর্কে পড়ে প্রশ্ন তোলেন। তবে এই দূর্ঘটনা ডিলানের জীবনের একটি বড় পরিবর্তন আনে। এরপরে বেশ কিছু মাসের জন্য ডিলান নিজ বাড়িতে নিজের পরিবারের সাথে সঙ্গীতজগতের বাইরে খানিকটা অবরুদ্ধ জীবনযাপন করেন। কিছু মাস পরে সহকারী বাদক ব্যান্ড The Band –এর তিনি নতুন রেকর্ডের কাজ শুরু করেন। এবার ডিলান তার গানে এক অবিস্মরণীয় পরিবর্তন আনেন। কিছু পুরনো ফোক, কান্ট্রি এবং ব্লুজ গানের মিশ্রণে তৈরি করেন নতুন ধারার সঙ্গীত। এই গানগুলোতে rock & roll এর প্রভাব খুব কম চোখে পড়ে। প্রথমবারের মত এই গানগুলো ষাটের দশকে বুকলেট হিসেবে পাওয়া যায়। এর কিছু পরবর্তীতে ১৯৭৫ সালে ডিলানের দ্বৈত অ্যালবাম The Basement Tapes –এ যুক্ত হয়।
১৯৬৭ সালে রক সঙ্গীতে খ্যাত ডিলান যখন শান্ত কান্ট্রি-রক সঙ্গীতের উপর ভিত্তি করে তৈরি John Wesley Hardingঅ্যালবাম নিয়ে হাজির হলেন শ্রোতাদের কাছে শ্রোতারা দীর্ঘবিরতির পর ডিলানের এই নতুন ধারার সঙ্গীতে অনেক বেশি অভিভূত হয়। এ অ্যালবামটিও জনপ্রিয়তার শীর্ষে উঠে।
ডিলান তার পরবর্তী Nashville Skylineঅ্যালবামেও কান্ট্রি সঙ্গীতের ধারা ধরে রাখেন। এই অ্যালবামের কিছু গানে শিল্প-কারখানার মালিকদের সমালোচনা করা হয়। এরপর একইরকম দ্বৈত আবহে Self Portrait অ্যালবামটিও প্রকাশিত হয়।
New Morningঅ্যালবামটি প্রকাশিত হবার পর ডিলান Greenwich village এ ফিরে আসেন। অবশেষে ১৯৭০ সালের নভেম্বরে Tarantula প্রকাশিত হয় এবং ১৯৭১ সালের আগস্টে তিনি যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশের সাহায্যের জন্য Concert for Bangladesh-এর আয়োজন করেন। ১৯৭২ সালে তিনি অভিনয়ে যোগ দেন। ১৯৭৩ সালে প্রকাশিত Alias in Sam Peckinpah’sPat Garrett and Billy the Kid-এ অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটির জন্য বিভিন্ন গানের কাজও করেন ডিলান। ১৯৭৪ সালে আরও দু’টি অ্যালবাম প্রকাশ পায়। এর মধ্যে Planet Waves অ্যালবামটি rock & roll গানের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। এর পরবর্তীতে বব ডিলান আরো বেশ কয়েকটি অ্যালবামের কাজ করেন। ডিলানের সব স্টুডিও ও একক অ্যালবামের তালিকা পরবর্তী অংশে দেয়া হয়েছে।
১৯৭৭ সালের ২৯শে জুন Sara Lownds এর সাথে বব ডিলানের বিচ্ছেদ ঘটে। ডিলান- সারার চার সন্তানের মধ্যে Jakob Luke পরবর্তীতে The Wallflowers ব্যান্ডের গায়ক এবং একই সাথে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান। সারার সন্তান Maria Lownds গীতিকার Peter Himmelman কে বিয়ে করেন।
১৯৮৬ সালে ডিলান তার সহশিল্পী Carolyn Dennis কে বিয়ে করেন। তাদের বিচ্ছেদ ঘটে ১৯৯২ সালে। ক্যারোলিন ও ডিলানের সন্তান Desiree Gabrielle Dennis-Dylan জন্ম হয় ১৯৮৬ সালে। তবে তাদের এ সন্তানের ব্যাপারে জানা যায় অনেক পরে_ ২০০১ সালে, Howard Sounes‘ এর Dylan biography, Down the Highway: The Life Of Bob Dylan থেকে।
৯০’এর দশকের দিকে ডিলান লাইভ কনসার্ট, স্টুডিও এবং আঁকাআকি নিয়ে কাটিয়েছেন। তিনি ১৯৯২ সালে আবার আকুস্টিক বাদ্যযন্ত্র নিয়ে Good as I Been to Youঅ্যালবামটি প্রকাশ করেন। ১৯৯৪ সালে ডিলানের আঁকা ছবির ৬টি বই প্রকাশ পায় এবং আর্ট গ্যালারীতে এগুলোর প্রদর্শনীও হয়। will i gain or lose weight on zoloft
ডিলান তাঁর সঙ্গীত জীবনে অনেক খ্যাতি কুড়িয়েছে Grammy Awards, Academy Award এবং Golden Globe Award সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। এছাড়া Rock and Roll Hall of Fame, Nashville Songwriters Hall of Fame, Songwriters Hall of Fame সহ বিভিন্ন সম্মানে ভূষিত হন। মে, ২০০০ সালে তিনি Polar Music Prize পান এবং মে, ২০১২তে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে Presidential Medal of Freedom লাভ করেন। para que sirve el amoxil pediatrico
২০১৪ সালে তার সর্বশেষ অ্যালবাম Full Moon and Empty Arms প্রকাশ পায়।
একজন সফল সঙ্গীতশিল্পী হিসেবে ডিলান ১০ কোটিরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। কালের শ্রেষ্ট ১০০ শিল্পীদের মধ্যে বব ডিলানের নাম সবসময়ই সমুজ্জ্বল থাকবে। ডিলানের গানগুলো একাধারে সাহিত্য, সমাজ, রাজনীতি এবং দর্শনকে প্রভাবিত করেছে। ডিলানের আমেরিকান সামরিক অধিকারের পক্ষে এবং যুদ্ধবিরোধী রক-কান্ট্রি সঙ্গীতগুলো মানুষের হৃদয়ে অনুরণিত হয়েছে বারবার। ডিলানের গানগুলো সূচনা করেছে নতুন ধারার সঙ্গীতের।
বব ডিলানে স্টুডিও অ্যালবামসমূহ-
প্রকাশের সময় | অ্যালবামের নাম | US টপ চার্টে অবস্থান | AUS টপ চার্টে অবস্থান | UK টপ চার্টে অবস্থান |
১৯ মার্চ, ১৯৬২ | Bob Dylan ক্যাটালগ নং- Columbia 8579ফরম্যাট- ভিনাইল | - | - | ১৩ |
২৭ মে, ১৯৬৩ | The Freewheelin’ Bob Dylanক্যাটালগ নং-Columbia 8786ফরম্যাট- ভিনাইল | ২২ | - | ১ |
১৩ জানুয়ারী, ১৯৬৪ | The Times They Are a-Changin’ক্যাটালগ নং-Columbia 8905ফরম্যাট- ভিনাইল doctus viagra | ২০ | - | ৪ |
৮ই আগস্ট, ১৯৬৪ | Another Side of Bob Dylanক্যাটালগ নং- Columbia 8993ফরম্যাট- ভিনাইল | ৪৩ side effects of drinking alcohol on accutane | - | ৮ |
২২ মার্চ, ১৯৬৫ | Bringing It All Back Homeক্যাটালগ নং- Columbia 9128ফরম্যাট- ভিনাইল | ৬ | - | ১ irbesartan hydrochlorothiazide 150 mg |
৩০ আগস্ট, ১৯৬৫ | Highway 61 Revisitedক্যাটালগ নং- Columbia 9189ফরম্যাট- ভিনাইল | ৩ | - thuoc viagra cho nam | ৪ |
১৬ মে, ১৯৬৬ | Blonde on Blondeক্যাটালগ নং- Columbia 841ফরম্যাট- ভিনাইল লং প্লে | ৯ | ৪ | ৩ |
২৭ ডিসেম্বর, ১৯৬৭ | John Wesley Hardingক্যাটালগ নং- Columbia 9604ফরম্যাট- ভিনাইল | ২ | ১ | ১ |
৯ এপ্রিল, ১৯৬৯ buy kamagra oral jelly paypal uk | Nashville Skylineক্যাটালগ নং- Columbia 9825ফরম্যাট- ভিনাইল | ৩ | ২ | ১ |
৮ জুন, ১৯৭০ | Self Portraitক্যাটালগ নং- Columbia 30050ফরম্যাট- ডাবল ভিনাইল লং প্লে ( যুগল দীর্ঘ বাদন) | ৪ | ৩ side effects of quitting prednisone cold turkey | ১ |
১৯ অক্টোবর, ১৯৭০ | New Morningক্যাটালগ নং- Columbia 30290ফরম্যাট- ভিনাইল | ৭ | ৪ | ১ |
১৩ জুলাই, ১৯৭৩ private dermatologist london accutane | Pat Garrett & Billy the Kidক্যাটালগ নং- Columbia 32460ফরম্যাট- ভিনাইল/ ক্যাসেট | ১৬ | ২৮ | ২৯ |
১৬ নভেম্বর, ১৯৭৩ | Dylanক্যাটালগ নং- Columbia 32747ফরম্যাট- ভিনাইল/ক্যাসেট | ১৭ | ৩৩ | - |
১৭ জানুয়ারী, ১৯৭৪ | Planet Wavesক্যাটালগ নং- Asylum 1003ফরম্যাট- ভিনাইল | ১ | ২১ | ৭ |
১৭ জানুয়ারী, ১৯৭৫ | Blood on the Tracksক্যাটালগ নং- Columbia 32235ফরম্যাট- ভিনাইল/ক্যাসেট | ১ | ৪ | ৪ |
২৬ জুনে, ১৯৭৫ all possible side effects of prednisone | The Basement Tapesক্যাটালগ নং- Columbia 33682ফরম্যাট- ভিনাইল/ক্যাসেট | ৭ | ১৩ | ৮ |
৫ জানুয়ারী, ১৯৭৬ | Desireক্যাটালগ নং- Columbia 33893ফরম্যাট- ভিনাইল/ক্যাসেট | ১ | ১ | ৩ |
১৫ জুন, ১৯৭৮ | Street Legalক্যাটালগ নং- Columbia 35453ফরম্যাট- ভিনাইল/ক্যাসেট | ১১ | ৫ | ২ |
২০ আগস্ট, ১৯৭৯ | Slow Train Comingক্যাটালগ নং- Columbia 36120ফরম্যাট- ভিনাইল/ক্যাসেট | ৩ | ১ | ২ |
২০জুন, ১৯৮০ | Savedক্যাটালগ নং- Columbia 36553ফরম্যাট- ভিনাইল/ক্যাসেট | ২৪ | ১৮ | ৩ |
১২ আগস্ট, ১৯৮১ | Shot of Loveক্যাটালগ নং- Columbia 37496ফরম্যাট- ভিনাইল/ক্যাসেট | ৩৩ | ২২ | ৬ |
১লা নভেম্বর, ১৯৮৩ | Infidelsক্যাটালগ নং- Columbia 38819ফরম্যাট- ভিনাইল/ক্যাসেট | ২০ | ৬ | ৯ |
৮ জুন, ১৯৮৫ | Empire Burlesqueক্যাটালগ নং- Columbia 40110ফরম্যাট- ভিনাইল/ ক্যাসেট/ সিডি | ৩৩ | ৭ | ১১ |
৮ আগস্ট, ১৯৮৬ | Knocked Out Loadedক্যাটালগ নং- Columbia 40439ফরম্যাট- ভিনাইল/ ক্যাসেট/ সিডি | ৫৪ | ২৭ | ৩৫ |
৩১ মে, ১৯৮৮ | Down in the Grooveক্যাটালগ নং- Columbia 40957ফরম্যাট- ভিনাইল/ ক্যাসেট/ সিডি | ৬১ | ৪১ | ৩২ |
২২শে সেপ্টেম্বর, ১৯৮৯ | Oh Mercyক্যাটালগ নং- Columbia 45281ফরম্যাট- ভিনাইল/ ক্যাসেট/ সিডি | ৩০ | ২৬ | ৬ |
১১ সেপ্টেম্বর, ১৯৯০ | Under the Red Skyক্যাটালগ নং- Columbia 46794ফরম্যাট- ভিনাইল/ ক্যাসেট/ সিডি | ৩৮ | ৩৯ | ১৩ |
২৭ অক্টোবর, ১৯৯২ | Good as I Been to Youক্যাটালগ নং- Columbia 53200ফরম্যাট- ভিনাইল/ ক্যাসেট/ সিডি | ৫১ | - | ১৮ |
২৬ অক্টোবর, ১৯৯৩ | World Gone Wrongক্যাটালগ নং- Columbia 57590ফরম্যাট- ভিনাইল/ ক্যাসেট/ সিডি | ৭০ | - | ৩৫ |
৩০সেটেম্বর, ১৯৯৭ | Time Out of Mindক্যাটালগ নং- Columbia 68556ফরম্যাট- ভিনাইল/ ক্যাসেট/ সিডি | ১০ | ২৪ | ১০ |
১১ সেপ্টেম্বর, ২০০১ | Love and Theftক্যাটালগ নং- Columbia 85975ফরম্যাট- ভিনাইল/ ক্যাসেট/ সিডি | ৫ | ৬ | ৩ |
২৯শে আগস্ট, ২০০৬ | Modern Timesক্যাটালগ নং-ফরম্যাট- ভিনাইল/ ক্যাসেট/ সিডি | ১ | ১ | ৩ |
২৮ এপ্রিল, ২০০৯ | Together Through Lifeক্যাটালগ নং- Columbia 43893ফরম্যাট- ভিনাইল/ সিডি | ১ | ৫ | ১ |
১৩ অক্টোবর, ২০০৯ | Christmas in the Heartক্যাটালগ নং- Columbia 57323ফরম্যাট- ভিনাইল/ সিডি | ২৩ | - | ৪০ |
১১ সেপ্টেম্বর, ২০১২ | Tempestক্যাটালগ নং- Columbiaফরম্যাট- ভিনাইল/ সিডি levitra 20mg nebenwirkungen | ৩ | ৮ | ৩ |
ডিলানের একক অ্যালবামসমূহ-
তথ্যসূত্রঃ
শেহজাদ আমান বলছেনঃ
কি করে ভুলি তার অসাধারণ সেই গানগুলো — ” লাইক আ রোলিং স্টোন’, ‘ব্লওিং ইন দ্য উইন্ড’, ‘ওহ সিস্টার’, ‘জোকারম্যান, আর ‘অল অয়ালং দ্য ওয়াচ টাওয়ার’।
দুরন্ত জয় বলছেনঃ
:-bd :-bd :-bd
সেই রকম তথ্য সমৃদ্ধ পোস্ট। গতকাল এই সৃষ্টিশীল মানুষটির জন্মদিন ছিল। তাকে জন্মদিনের শুভেচ্ছা……
চাতক বলছেনঃ
বাংলা ব্লগ কিংবা বাংলা উইকি কোথাও বব ডিলানকে এর ধারে কাছেরও তথ্যবহুল কোন পোস্ট নাই। অসাধারণ একটা কাজ করেছেন। কোন প্রশংসায় এমন পোস্টের জন্য যথেষ্ট নয়। অনেক কিছুই নতুন করে জানলাম।
পোস্টে :-bd :-bd :-bd :-bd :-bd
আর “Rebel King of the Rock- বব ডিলান” কে ^:)^ ^:)^ ^:)^ ^:)^
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
কিউট পোস্ট, সুইট পোস্ট! লাভলি পোস্ট! উম্মা উম্মা পোস্ট!
আপনার প্রচেস্টা অসাধারন। শুধু শেষে লিস্টটা একটু ঠিক করে সাজিয়ে দিলে পোস্টটা আরো সুন্দর দেখাবে!
তারিক লিংকন বলছেনঃ
ববের সেরা গানগুলো বলে শেষ করা যাবে না। তবে আমার একটা প্রিয় গান হচ্ছে ‘Knockin’ on Heaven’s Door’ এই গানটির ১৩ রকমের কাভার সং আমার সংগ্রহে আছে। যতই শুনি ততই মুগ্ধ হয়। প্রায় ৪০ বছর আগের এই গানটি এখনও কি জীবন্ত আর অসাধারণ।
এই মহান শিল্পীকে নিয়ে আপনার এই দুর্দান্ত পোস্টটির জন্য আপনাকে অফুরন্ত ধইন্যা %%- %%- %%- %%- %%- %%- :-bd :-bd :-bd :-bd :-bd m/ m/ m/ m/
আর বব ডিলানকে শ্রদ্ধাবনত লাল সালাম এবং ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
এমনকি পত্র-পত্রিকা বা নিউজ পোর্টালগুলোতেও এইরকম ব্যাপক কোন লেখা পাইনি গুরু বব ডিলানকে নিয়ে… ~x( ^:)^ ^:)^ সিমপ্লি গ্রেট আপু… ক্যারি অন… :-bd
হুমায়ুন রনি। বলছেনঃ
:-bd :-bd :-bd :-bd অনেক কিছু জানলাম…
মাশিয়াত খান বলছেনঃ
ধন্যবাদ
নীহারিকা বলছেনঃ
অনেক শন্যবাদ পোস্ট টির জন্য
মাশিয়াত খান বলছেনঃ
আপনাকেও
দ্যা ডার্ক নাইট বলছেনঃ
ব্যাপক পরিশ্রমী পোস্ট ! ^:)^
পুরা m/
মাশিয়াত খান বলছেনঃ
ধন্যবাদ
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ডিলানকে নিয়ে অসাধারণ তথ্যবহুল পোস্ট! >:D:D:D<
মাশিয়াত খান বলছেনঃ viagra en uk
ধন্যবাদ কাকা ভাই
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
আমার মত এত কিম্ভুতকিমাকার সম্বোধন বোধ হয় না পৃথিবীতে দ্বিতীয় কেউ পেয়েছে। <):)
মাশিয়াত খান বলছেনঃ
আমার এক মামা আছে নাম- অরেঞ্জ। তারে কমলা ভাইও ডাকে। আমি সেই সম্বোধন টক্কর দিয়ে কিছু ডাকতে পারিনি
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
একই সাথে কাকা এবং ভাই সবকিছুকে টক্কর দেয়ার ক্ষমতা রাখে। B-)