জন্ম
544 missed several doses of synthroid
বার পঠিততোমার কাছে চেয়ে নেয়া চুম্বন গুলো শুকিয়ে গেছে । হাড় বের হয়েছে গত জন্মের ছোঁয়া । তোমার কাছে ছুটে যাওয়া প্রতিটি পথ এখন কর্পূর । মিহি স্বচ্ছ দানার চিনির স্বাদ ভুলে গেছি , তোমার হাসি আজ কচলানো লেবু পাতা ।
কেবল ভুলতে পারছি না এই জন্মের অভিমান । আহা প্রেম , আহা সময় । ক্যান এতো বিপ্রতীপ কোণে তোমাদের বসবাস ? আমি তো পাগল হতে চাইনি । হতে চেয়েছিলাম সিন্দুকের পাহারাদার । কোষে কোষ লেগে দ্বিপ্রহরে চিৎকার ।
মেয়ে তুমি আরও একবার ভুবনডাঙ্গার ষোড়শী হয়ে যাও । কসম , আগামী জন্মের ।
walgreens pharmacy technician application online
——-
শুরু থেকেই সভ্যতাকে দেখে আসচ্ছি । পরিচিত ব্লগাররা বলছিল কবে আসবো । মূলত এখন ব্লগিং খুব কম করা হয় । তারপরও পুরনো বন্ধুদের মায়ার টানে আজ সভ্য হলাম । যোগ দিলাম সভ্যতায় ।
মত প্রকাশের স্বাধীনতা যেন পূর্ণ বজায় থাকে । সর্বদা । সভ্যতার প্রতি এই প্রত্যাশা ।
সবাইকে ধন্যবাদ । @};-
side effects of quitting prednisone cold turkey
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আহা…
=(( :-:D:D:D< %%- renal scan mag3 with lasix
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলছেনঃ
ইয়ে মানে , ইয়ে o:-)
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
স্বাগতম সভভতায়,সিফাত ভাই… :-bd আশা করি সভ্যতায় সভ্য হবার এ অগ্রযাত্রায় আপনাকে পাশেই পাব সব সময়… >:D:D:D< %%-
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলছেনঃ
ডন ভাই , ব্লগিং এখন খুব কম করা হয় । জানি না কেন । তবে চেষ্টা করবো আগের মতো চুটিয়ে ব্লগে আড্ডা দিতে >:D<
ত্রিভুজ বলছেনঃ
:)>- অসাধারন ।
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলছেনঃ
ধন্যবাদ , ত্রিভুজ @};-
ফাতেমা জোহরা বলছেনঃ
লেখাটা দারুণ হইছে… :-bd :-bd :-bd
সভ্যতায় স্বাগতম… ~O) ~O) ~O) ~O) ~O) ~O) ~O)
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলছেনঃ
ধন্যবাদ , ফাতেমা জোহরা @};- clomid over the counter
তারিক লিংকন বলছেনঃ
সিফাত ভাই সিম্বোলিক সাহিত্যের গুরু কিছুই কমু না। তবে আপনার এইতো সভ্যতায় শুরু?
স্বাগতম!! @};- @};- @};- @};- @};- @};-
m/ m/ m/ m/
:-bd :-bd :-bd :-bd
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলছেনঃ
তারিক ভাই , অনেক ধন্যবাদ । অনেকদিন পর আপনাকে দেখছি । >:D<
দুরন্ত জয় বলছেনঃ
সভ্যতায় স্বাগতম…… সিফাত ভাই কবিতা ভাল লেগেছে।
গল্পের অপেক্ষায় রইলাম………
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলছেনঃ
ধন্যবাদ জয় সাব :-*
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
সভ্যতায় একজন অসভ্যর পক্ষ থেকে স্বাগতম :-bd :-bd
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
সভ্যতায় একজন অসভ্যর পক্ষ হতে স্বাগতম =D> =D> =D> irbesartan hydrochlorothiazide 150 mg
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলছেনঃ acne doxycycline dosage
হা হা হা , আমিও তেমন সভ্য নই :>
ধন্যবাদ , কৃষ্ণ গহ্বর @};- will metformin help me lose weight fast
জন কার্টার বলছেনঃ
zithromax azithromycin 250 mgসভ্যতার বিনির্মাণে স্বাগতম সিফাত ভাই……
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলছেনঃ
can levitra and viagra be taken togetherধন্যবাদ , জন কার্টার @};-
এসজিএস শাহিন বলছেনঃ accutane prices
লিখাটা চমৎকার ।
সভ্যতায় স্বাগতম সিফাত ভাই । আপনি পোস্টের শেষে বলেছেন,
আপনার সাথে সহমত পোষণ করে আশ্বস্থ হতে চাই যে… শুধু মত প্রকাশ নয়, সভ্যতায় দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা থাকবে যদি না সেটা অযৌক্তিক হয় । metformin gliclazide sitagliptin
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলছেনঃ
ধন্যবাদ এসজিএস শাহিন ভাই @};-
মাশিয়াত খান বলছেনঃ
puedo quedar embarazada despues de un aborto con cytotecআপনার লেখার হাত নিয়ে কিছুই বলার নেই। তবে আপনার সিরিজ গল্প পড়তে খুব ভাল লাগত
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলছেনঃ
অনেক ধন্যবাদ । মাশিয়াত খান ভাই
অনেক দিন সিরিজ গল্প লিখা হচ্ছে না । হয়তো আবার শুরু করবো o:-)