আর্থার কোনান ডয়েল: একের মাঝে অনেককিছু
580
বার পঠিতবিশ্ববিখ্যাত গোয়েন্দা কাহিনীর সেরা চরিত্র হিসেবে শার্লক হোমসের নাম সম্ভবত এক বাক্যে নেয়া হয়। আজ এর স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলের এর জন্মদিন। ১৮৫৯ সালে, স্কটল্যান্ডের এডিনবরা শহরে একটি গোঢ়া ক্যাথলিক পরিবারে তার জন্ম হয়। বহু সমালোচক, বহু বিশ্লেষক এর মনে চিরকাল একটি প্রশ্ন থেকেছে, তার সৃষ্ট শার্লক হোমস কি তারই চরিত্রের ছায়া, নাকি অন্য বিশেষ কারো ছায়া পড়েছে এই প্রখর বুদ্ধিসম্পন্ন চরিত্রে? অথবা, শার্লক হোমসের সহকারী হিসেবে পরিচিত ওয়াটসনই স্বয়ং আর্থার নন তো!!
ডয়েলের লেখাগুলোয়তার শৈশবেরজীবনের ছায়া খুব কমই পাওয়া যায়। বেড়ে উঠেছিলেন কঠোর আইরিশ পরিবারে। সমাজে ডয়েলপরিবারের সুনাম শুধু তাদের বংশনিয়েই ছিল, মা ম্যারি ফোলি ডয়েল শিক্ষিত উন্নত মানসিকতার মহিলা হলেও আর্থারের বাবা, চার্লস আলটামন্ট ডয়েল ছিলেন একজন পাড় মদ্যপ।৯ বছর বয়সে , তার বাবা থেকে দুরে রাখার জন্যই হয়ত, আর্থারকে নৌপথে পাঠিয়ে দেয়া হয় ইংল্যান্ডে। সেখানে একটি আবাসিক প্রপারেটরি স্কুল-হোডারপ্লেসে তাকে ভর্তিকরানো হয়। জঘন্যতম এই স্কুল সম্পর্কে তার বিতৃষ্ণা তিনি সময়ে অসময়ে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন।
এই স্কুলে ১৮৬৮ থেকে ১৮৭০ পর্যন্ত প্রায় জেলজীবন কাটান। স্কুলে তাকে বড় ছেলেদের অত্যাচার, শিক্ষকদের কড়া শাস্তি ব্যবস্থা সহ্য করতে হয়। এই সময়েই তার মাঝে গল্পের ঝোঁক গড়ে ওঠে, অল্প বয়সী জুনিয়ররা যখন অত্যাচার সহ্য করে কাঁদতো তখন তিনি তার চেয়ে ছোট এই বেচারাদের গল্প শোনাতেন। স্কুলজীবন শেষে তিনি স্টোনিহার্স্ট কলেজে ভর্তি হন। এখান থেকে ১৮৭৬ সালে তিনি তার স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। মজার ব্যাপার হচ্ছে, ডয়েল পরিবার শিল্পবোদ্ধা হিসেবে পরিচিত ছিল, তাই সবাই ধারনা করেছিলেন যে তিনিও শিল্পের দিকেই ঝুকবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি ভর্তি হন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগে।
এখানে অধ্যায়নকালেই তিনি পরিচিত হন ড. জোসেফ বেলের সাথে, যিনি তার প্রফেসর ও সহায়ক ছিলেন শিক্ষাক্ষেত্রে। তবে অনেকেই জানেন না, এই ড. জোসেফ বেলই তার বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের প্রেরনা।
এখানেই তার পরিচয় হয় লুইস রবার্ট স্টিভেনসন এবং জেমস ব্যারির সাথে, যারা পরবর্তীতে তার সহযোগী লেখক ছিলেন। মেডিকেলে অধ্যায়নকালেই তিনি প্রথম প্রয়াস নেন একটি ছোট গল্প লেখার, ” দ্যা মিস্টরি অফ সাসাযা ভ্যালি”। এর পরবর্তী পর্ব লন্ডন সোসাইটিতে প্রকাশিত হয়,”দ্যা অমেরিকান টেইল” নামে।
মেডিকেলের তৃতীয় বর্ষে তিনি আর্কটিক বৃত্তে তিমিশিকারী জাহাজে সার্জনের চাকরি নেন। এই সমুদ্রযাত্রা থেকেই তিনি তৈরি করেন অভিযানমুলক গল্প, “ক্যাপ্টেন অফ দ্যা পোল স্টার”। renal scan mag3 with lasix
১৮৮০ সালে চাকরি শেষে আর্থার মেডিকেলে ফেরত গিয়ে বিশেষ আধ্যাত্ম্যবাদ ধর্ম প্রচারে জড়িয়ে পড়েন। এই ধর্মের সাথে আমাদের দেশের বাউল জীবনযাত্রার মিল আছে। এ সময়েই তিনি সনাতনি রোমান ক্যাথলিক ধর্মের নিন্দা করেন।
পুরোপুরি ডাক্তারি ডিগ্রী লাভের পর তিনি অবারো চাকরি নেন জাহাজে, “মায়ুমবা” তে, এই জাহাজে তিনি লিভারপুল হতে আফ্রিকা ভ্রমন করেন এবং প্লাইমাউথে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিন পরে তার পকেট খালি হয়ে যায়, ফলে আয়ের তাগিদেই তিনি পোর্টসমাউথে চলে আসেন ও ডাক্তারি প্র্যাকটিস শুরু করেন। পরে অর কোন উপায় না দেখে ডাক্তারি ছেড়ে রীতিমত লেখায় আত্মনিবেশ করেন।
১৮৮৫ সালের দিকে তার দেখা হয় তার প্রথম প্রেয়সী ও পরবর্তী স্ত্রী লুসিয়া হকিনস এর সাথে। এই ঘরে তার একটি মেয়ে ও একটি ছেলে হলেও কিছুকাল পরেই যক্ষা মহামারীতে লুসিয়া মারা যান। ১৯০৬ সালে লুসিয়া মারা গেলে তার সেবাকারী নার্স জিন লিকির সাথে আর্থার পরিনয়ে আবদ্ধ হন। এই ঘরে তার দুটি পুত্র ও একটি কন্যা হয়। প্রথম বিশ্বযুদ্ধে তার ছেলেরা, ভাই ও দুইজন ভাতৃপুত্র মারা যান।
১৮৮৬ সালে মাত্র বিবাহিত আর্থার শুরু করেন রহস্য উপন্যাস “এ ট্যাঙ্গলড স্কিন” লিখতে শুরু করেন। এরই দু বছর পরে তিনি তিনি উপন্যাসের নাম পাল্টে ” এ স্টাডি ইন স্কারলেট” হিসেবে প্রকাশ করেন। এটি ই গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের প্রথম বই। ধারাবাহিকভাবে এ উপন্যাস বিটন এর ক্রিসমাস বার্ষিকে প্রকাশিত হতে থাকে।
এর মাধ্যমেই তিনি খ্যাতি অর্জন করতে থাকেন। তার কর্মজীবনে তিনি শার্লক হোমসের ৬০টি গল্প প্রকাশ করেন, তবে মাঝে মাঝে তিনি আধ্যাত্মিকতাবাদ সম্পর্কেও “লাইট” নামক কলামে চিঠি প্রকাশ করতেন।
১৮৮৭ সাল থেকে ১৯১৬ সাল পর্যন্ত ডয়েল আধ্যাত্মিকতাবাদের সাথে রীতিমত জড়িত হয়ে কাজ করতে থাকেন। এ সময়ে তিনি তিনটি উপন্যাস লেখেন,” বিয়ন্ড দ্যা সিটি(১৮৯৩)”, ” দ্যা স্টার্ক মুনরো লেটারস(১৮৯৫)” ও ” এ ডুয়েট উইথ এন অকেশনাল কোরাস(১৮৯৯)”। লেখক হিসেবে এই সময়ে তিনি পুরোদস্তর পরিচিত লাভ করার ফলে ডাক্তারি বিদ্যায় পাকাপাকিভাবে সিল মেরে দেন। এই সময়েই তিনি নেপোলিয়নের শাসনকাল সম্পর্কে “দ্যা গ্রেট শ্যাডোস(১৮৯২)” ও ঐতিহাসিক উপন্যাস ” রডনি স্টোন(১৮৯৬) প্রকাশ করেন।
ডয়েল ১৮৯০ সাল থেকে ১৯০০ সালের মাঝেই শার্লক হোমসের চারটি পর্ব , ” দ্যা সাইন অফ ফোর(১৮৯০)”,”দ্যা এডভেঞ্চারস ওফ শার্লক হোমস(১৮৯২)”,”দ্যা মেমোরিস ওফ শার্লক হোমস(১৮৯৪) ও ” দ্যা হাউন্ডস ওফ ব্যাস্কারভিলস(১৯০১) প্রকাশিত হয়। তবে, ১৮৯৩ সালে তিনি শার্লক চরিত্রটিকে মেরে ফেলতে চেয়েছিলেন আধ্যাত্মিকতাবাদের মনোনিবেশ করার স্বার্থে। তবে পরে একই স্বার্থে ফান্ডের জন্যই তিনি শার্লককে ” দ্যা হাউন্ডস ওফ ব্যাস্কারভিলস” এ অবার ফিরিয়ে আনেন। তবে এই পর্বে তিনি শার্লককে ভুতুড়ে একটি চরিত্রে আত্মপ্রকাশ করান ও পুনরুজ্জীবন দান করেন পরবর্তী বই ” দ্যা এডভেঞ্চার অফ এম্পটি হাউস” এ।
এছাড়াও তিনি “দ্যা নিউ রেভ্যুলুশান(১৯১৮)”,” দ্যা ভাইটাল ম্যাসেজ(১৯১৯),”দ্যা ওয়ান্ডারিংস অফ এ স্পিরিচুয়ালিস্ট(১৯২১)” ও “হিস্টরি অফ স্পিরিচুয়ালিসম(১৯২৬) প্রকাশ করেন। ১৯২৮ সালে, ডয়েল “দ্যা কেসবুক অফ শার্লক হোমস” নামে শার্লকের ১২টি পর্বের সংকলন প্রকাশ করেন।তিনি এ সময়ে “লস্ট ওয়ার্ল্ড” সহ বিভিন্ন ঘটনাভিত্তিক উপন্যাস লেখেন। বোয়ার যুদ্ধে ব্রিটেনের অংশগ্রহন সম্পর্কিত লেখার জন্য তিনি নাইটহুড প্রাপ্ত হন ও “স্যার আর্থার কোনান ডয়েল” পরিচিত হতে শুরু করেন।১৯০২ সালের ২৪শে অক্টোবরের রাজা সপ্তম এডওয়ার্ড তাকে “দ্যা গ্রেট বোয়ার ওয়ার” গ্রন্থ ( ৬০০০০ হাজার শব্দ তিনি আট দিনে লিখেছিলেন) লেখার সুবাদে নাইটহুড প্রদান করেন।
বোয়ার যুদ্ধে ব্রিটিশ সৈনিকদের উপর রেপ ও গন হোমিসাইডের মত কিছু অভিযোগ ওঠে যার পরিপ্রেক্ষিতে জনগন সৈনিকদের বিপক্ষে চলে যায়। আর্থার তখন এই বইটি লিখে ব্রিটিশ সৈন্যদের অবস্থা তুলে ধরেন এবং ব্রিটিশ জনগনের মত ঘুরিয়ে দিতে সক্ষম হন।
all possible side effects of prednisone
যদিও ইতিহাসের অন্তরালে এবং তার এই চেষ্টার ফলে চাপা পড়ে গেছে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে অভিযোগ কতটুকু মিথ্যা আর কতটুকু সত্য ছিল। আর্থারের এই কাজটি তাই ব্রিটিশ রাজমহলে সমাদৃত হলেও অনেকের মতে এটি অপরাধী সৈন্যদের বাঁচার টিকেট হয়ে দাড়িয়েছিল। স্যার ডয়েল পরবর্তীতে পার্লামেন্টের নির্বাচনেও অংশগ্রহন করেন।
এরই কিছুকাল পরে কন্ঠনালীর রোগ ধরা পড়ে তার। ডাক্তারের চুড়ান্ত নিষেধাজ্ঞা অমান্য করে তিনি ১৯২৯ সালে আধ্যাত্মিকতার জন্য নেদারল্যান্ডস সফর করেন। এই সফর থেকে তিনি বুকে তীব্র যন্ত্রনা নিয়ে ক্রোবোরহতে তার বাড়ি ফেরেন। এই অবস্থায় কিছুকাল হঠাৎ সামান্য সুস্থ হওয়ার পর ১৯৩০ সালের ৭ই জুলাই সকালে বাগানে বেড়ানো অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
তার সৃষ্ট শার্লক হোমস সম্পর্কে মজার তথ্য দেয়া হল:
১.শার্লক হোমসের ঠিকানা হিসেবে পরিচিত লন্ডনের ২২১ বেকার স্ট্রিট নামে আসলে কোন ঠিকানা ছিলনা। তবে বেকার স্ট্রিটের অস্তিত্ব আছে। পরে বেকার স্ট্রিটকে আরো বড় করা হয় এবং এই ঠিকানাটি সত্যি হয়ে ওঠে। পরে ওই বাড়িটি সিটি প্ল্যানিং এর ফলে ভেঙে ফেলা হয় ও অ্যাবি হাউজ নামে একটি বিল্ডিং তৈরি হয়।পরে কোম্পানিটি বেকার স্ট্রিটের প্রবেশমুখে শার্লক হোমসের এর ভাস্কর্য প্রতিষ্ঠা করে ও সেই ঠিকানায় বসবাসকারী একজন নকল ব্যক্তিকে রাখে যিনি শার্লক হোমস সেজে থাকেন। এখনো মাসে একদিন সেই ঠিকানায় কেউ কোন কেস পাঠালে কেস “গ্র্যান্ট” হওয়ার পত্র আসে যার নিচে শার্লক হোমসের সাইন দেয়া থাকে।
২. জর্জ বার্নার্ড শ একবার শার্লক হোমসের চরিত্র বিশ্লেষন করেছিলেন, ” একজন মাদকাসক্ত বন্ধুত্বের প্রতি উদাসীন লোক” হিসেবে।
৩. শার্লক হোমস চরিত্রকে কিছু গল্পে কোকেন গ্রহন করতে দেখা যায়।
৪. শার্লক হোমসের নাম প্রথমে দেয়া হতে যাচ্ছিল শেরিনফোর্ড। পরে স্যার ডয়েল জনপ্রিয়তা বাড়ানোর জন্য শার্লক নাম ব্যবহার করেন যেটা তিনি তৎকালীন এক ক্রিকেটারের নাম থেকে বসান। স্যার ডয়েল ক্রিকেটের ভক্ত ছিলেন। লন্ডনের বেকার স্ট্রিটকেও ঠিকানা হিসেবে ব্যবহারের পেছনে কারন হল, ১৮৯৯ থেকে ১৯০৭ সাল পর্যন্ত তিনি লন্ডনের মেরিলবোন ক্লাবে প্রথম শ্রেনীর ক্রিকেট খেলতেন, এবং বেকার স্ট্রিট মেরিলবোন জেলাতেই অবস্থিত।
৫.প্রথম শার্লক হোমস উপন্যাসটি ফ্লপ হয়েছিল।
খোঁজার সুবিধার জন্য শার্লক হোমসের সবগুলো গ্রন্থ ও গল্পের নাম ইংরেজীতে দেয়া হল।
Adventures of Sherlock Holmes
A Scandal in Bohemia
The Red-headed League
A Case of Identity
The Boscombe Valley Mystery
The Five Orange Pips
The Man with the Twisted Lip
The Adventure of the Blue Carbuncle
The Adventure of the Speckled Band
The Adventure of the Engineer’s Thumb
The Adventure of the Noble Bachelor
The Adventure of the Beryl Coronet
The Adventure of the Copper Beeches
Memoirs of Sherlock Holmes
Silver Blaze
The Yellow Face
The Stock-broker’s Clerk
The “Gloria Scott”
The Musgrave Ritual
The Reigate Squire
The Crooked Man
The Resident Patient
The Greek Interpreter
The Naval Treaty
The Final Problem
The Return of Sherlock Holmes
The Adventure of the Empty House
The Adventure of the Norwood Builder
The Adventure of the Dancing Men
The Adventure of the Solitary Cyclist
The Adventure of the Priory School
The Adventure of Black Peter
The Adventure of Charles Augustus Milverton
The Adventure of the Six Napoleons
The Adventure of the Three Students
The Adventure of the Golden Pince-Nez
The Adventure of the Missing Three-Quarter
The Adventure of the Abbey Grange
The Adventure of the Second Stain
The Hound of the Baskervilles
The Valley of Fear
His Last Bow
The Adventure of Wisteria Lodge
The Adventure of the Cardboard Box
The Adventure of the Red Circle
The Adventure of the Bruce-Partington Plans
The Adventure of the Dying Detective
The Disappearance of Lady Francis Carfax
The Adventure of the Devil’s Foot
His Last Bow
The Case-Book of Sherlock Holmes
The Adventure of the Illustrious Client
The Adventure of the Blanched Soldier
The Adventure of the Mazarin Stone
The Adventure of the Three Gables
The Adventure of the Sussex Vampire
The Adventure of the Three Garridebs
The Problem of Thor Bridge
The Adventure of the Creeping Man
The Adventure of the Lion’s Mane
The Adventure of the Veiled Lodger
The Adventure of Shoscombe Old Place
The Adventure of the Retired Colourman
অংকুর বলছেনঃ glyburide metformin 2.5 500mg tabs
শার্লক হোমস সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম । ধন্যবাদ আপনাকে :-bd :-bd :-bd :-bd :-bd
ইলোসিয়া মৌনিন বলছেনঃ acquistare viagra in internet
কষ্ট করে পড়ার জন্য অপনাকেও ধন্যবাদ। ~x( ^#(^
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
প্রিয় গোয়েন্দা শারলক হোমসের স্রস্টাকে চমৎকার লেখনীর মাধ্যমে চিনিয়ে দেবার জন্য লেখিকাকে কৃতজ্ঞতা… %%- %%- @};- :-bd
শুভ জন্মদিন স্যার ডয়েল… ^:)^ ^:)^ শুভ জন্মদিন শার্লক হোমস… <:-P side effects of drinking alcohol on accutane
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
ধন্যবাদ আপনাকে ডন।
ণ বলছেনঃ
শার্লক, মাই চাইল্ডহুড হিরো ;))
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
viagra en uk~x( [-X
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
মি ঠু… \:D/ :bz amiloride hydrochlorothiazide effets secondaires
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
পোস্ট প্রিয় করে নিলাম। আপনার পরিশ্রমের প্রশংসনীয়।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
venta de cialis en lima peruসহমত… :-bd metformin synthesis wikipedia
ইলোসিয়া মৌনিন বলছেনঃ tome cytotec y solo sangro cuando orino
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
ধন্যবাদ।
o:-)
তারিক লিংকন বলছেনঃ
আরও কিছু তথ্য আছে অবিশ্বাস্য যেমনঃ
* 221 B বেকার ষ্ট্রীটে এখনও প্রতি সপ্তাহে চিঠি যায়।
* শারলক হোমস’ই একমাত্র ভার্চুয়াল চরিত্র যাকে বাস্তবের ডঃ ডিগ্রি দেয়া হয়েছে। বছর পাঁচ আগেই ইংল্যান্ডের একটি ভার্সিটি শারলক’কে ফরেনসিক মেডিসিনে সম্মানসূচক ডঃ ডিগ্রি দেয়।
আপনার লিখাটি চমৎকার। অনেক কিছুই নতুন করে জানলাম। আর কি কি পড়া বাকি আছে তাও বুঝতে সুবিধা হল।
স্যার কোনান ডোয়েল’কে ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^
আপনাকে :-bd :-bd :-bd :-bd আর %%- %%- %%- %%- thuoc viagra cho nam
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
ধন্যবাদ।
বাকি তথ্যগুলার জন্য ধন্যবাদ।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ acne doxycycline dosage
kamagra pastillasযেখানে দেখিবে ছাই, উড়াইয়ে দেখিও তাই
পাইলেও পাইতে পার অমূল্য রতন।
ডাইনের ছাই উড়াইতে উড়াইতে একটা রতন পেয়ে গেলাম।