আরবিট্র্যারি মন্যাস্টারি
415
বার পঠিতএকটু কি ফাঁকা ফাঁকা লাগছে?
অগোছালো নয় -ছয় আমি
নাওয়া -খাওয়ার ঠিক নাই
এন্টেনায় লটকে থাকা ঘুড়ি
হাওয়ার কাঁপনে আলুথালু যেমন
নিজেকে পেলাম খোলা খাতায়
উল্টেপাল্টে গোলমেলে তেমন।
শিল্পের তান্ডবে চুরমার হয়ে যাচ্ছি অতন্দ্রিতা
তুমি হয়তো বুঝলে না
ভালোবাসাও একরকম শিল্প
প্রতি ন্যানো সেকেন্ডে শিরায় -উপশিরায়
আত্মগুপ্ত হয়ে যাচ্ছে একেকটি নতুন ভোর
আর তো মাত্র একত্রিশ বছর — তারপর সব বসন্ত
বিবর্তিত হয়ে হবে সাদাকালো অ্যানালগ
আজকের দিনটাই শিল্পের অশৌচ আতুড়ঘর
কাল থেকে হয়তো অশুচিতা ভেঙে চারমিনার
থাকবে বুকপকেটে — যেখানটায় আজ ভাজ করা
শিল্প রাখা, দুম করে জ্বালা হলে
টং এ বসে চা নিয়ে ধোয়া ছেড়ে
ঠোঁট বলবে, “আমার আর কাজ নেই
পবিত্রতায়। আমি বরং একজোড়া মখমল
মাংসপিন্ড আর জ্বলন্ত চিতায় ঘি ঢেলে
পূজো করি গিয়ে প্রদীপহীন ঘরে। ”
অতন্দ্রিতা আজই সময় — হেরে গেলে
ক্যামেলিয়া আর লাল হবে না
আমৃত্যু রয়ে যাবে কয়লা কালো
ট্রয় -ক্লিওপেট্রা মুছে উঠে আসবে
দাঁড়কাক — একা ঘর কাগজে খসখস
নীল রঙে আঁকা এক আত্মহনন।
আর কোনো রক্ষা থাকবে না
বিধ্বংসী শিল্পের বিন্যাস হবে না
নিশিরাতের নিস্তব্ধতাতেও অ্যালজ্যাবরা,
ম্যাট্রিক্স, নির্ণায়কে সমাধান মিলবে না
ব্যবছিন্ন বিকেলে বিভক্ত দুজনায় ঘাসফড়িঙের
চোখে মনোস্টারের উদ্ভব স্বয়ং
আফ্রোদিতিও নিঃসন্দেহে ঠেকাতে পারবে না
দেবীর বিরুদ্ধে আমি তখন গোলাপের
পাপড়ীতে হেমলক আর চকচকে
ময়ূরপুচ্ছধারী কর্কশ তরবারি হাতে
ডংকায় ফুঁ দিয়ে বিগ্রহে লিপ্ত হব।।
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
মাঝে এত স্পেস না দিলেও হত। ভাল। all possible side effects of prednisone
অসীম নন্দন বলছেনঃ renal scan mag3 with lasix
আসলে আমি তো স্বাভাবিক স্পেসই দিলাম কিন্তু কেন যেন এমন হচ্ছে। বারবার ইডিটিং এ চেষ্টা করলাম হল না। ধন্যবাদ দিদিমণি
দুরন্ত জয় বলছেনঃ
সভ্যতায় স্বাগতম…… ভাল লেগেছে নন্দন দা……
অসীম নন্দন বলছেনঃ private dermatologist london accutane
ভালোবাসা নিস ভাই
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কেমন যেন একটা ছাড়া ছাড়া যন্ত্রণার অনুভূতি হল লেখাটা পড়ে… :-S :-:D<
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
স্বাগতম নন্দন, স্বাগতম সভ্যতায়… >:D<
অসীম নন্দন বলছেনঃ
ভালোবাসা নিয়েন ডন সাহেব
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
%%- missed several doses of synthroid
আশরাফুল করিম চৌধুরি বলছেনঃ
কেমন জানি লাগল।
বেশ ভালো।
অসীম নন্দন বলছেনঃ synthroid drug interactions calcium
ধন্যবাদ দাদা।
অনুস্বার বলছেনঃ
আপনি মানুষটা ভালো না দেখছি… :-< [-(
অসীম নন্দন বলছেনঃ
কেন দাদা? আমি আবার কী করলাম??? :B
অংকুর বলছেনঃ
ভালো লিখেছেন ভাই
অসীম নন্দন বলছেনঃ
ধন্যবাদ দাদাভাই! ভালোবাসা নিয়েন %%-
অংকুর বলছেনঃ
@};- @};- @};- @};- %%- %%-
অসীম নন্দন বলছেনঃ
@};- @};- [..]
তারিক লিংকন বলছেনঃ
সেইরাম একটা কবিতা নন্দন দা!! চমৎকার কয়েকটা লাইন আসলেই দুর্বোধ্য সুন্দর…
সবকটি লাইনই কাব্যে ভরা মনে হল। আমি ভাই কবিতা কম বুঝি তবুও কেন জানি খুব ভাল লাগল…
অসীম নন্দন বলছেনঃ
নন্দন দা?!!!! X_X ভালোবাসা নিয়েন লিংকন দা। ধন্যবাদ %%-
দুরন্ত জয় বলছেনঃ
acquistare viagra in internetআবার পড়লাম নন্দন দা
মাশিয়াত খান বলছেনঃ
অসাধারণ