কবিতা-ধাঁধা ( শব্দের খেলা)
413
বার পঠিত——————————————————————
(অ)কবিতাটির মাঝে একটি কথা লুকিয়ে আছে। চলুন খুজেঁ বের করি…
——————————————————————
আধাঁর কালো প্রতিরাতে
মিটিমিটি তারার মাঝে,
তোমার মনের স্বপ্নছবি
মাঝে মাঝে হঠাত কেন?
কেন এত স্বপ্ন দেখি?
ভাবনা মাঝে শুধু তুমি
ললনা তুমি তোমায় খুজিঁ।
বাসির সুরে, উদাস ভোরে
সিন্ধুপাড়ে নীলের জলে…
——————————————————————
অর্থ বুঝতে–
** গুগল এ “এ্যক্রস্টিক” লিখে সার্চ দিন…
——————————————————————
** না বুঝলে/দুগ্ধপোষ্য হলে—
——————————————————————
কবিতাটির প্রতি লাইনের আদক্ষর মিলিয়ে পড়ুন-
হ্যাঁ, আপনাকেই বললাম…..
——————————————————————
——————————————–
এটি ক্লাস সেভেন এ পড়াকালীন লেখা, আমার সবচেয়ে জনপ্রিয় কবিতা।
——————————————–
–সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
——————————————
দুরন্ত জয় বলছেনঃ
ভাল লাগছে। প্রপোজ করেছিলেন কাকে ভাইজান !!
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন) বলছেনঃ
কাউকে না রে ভাই…. বন্ধুর লাইগা লিইখা দিতে হইছিল…..
cd 17 clomid no ovulation
দুরন্ত জয় বলছেনঃ
টাইম মেশিন থাকলে দেখা যেত! prednisone side effects moon face
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন) বলছেনঃ
তখন কারো প্রেমে পড়ি নাই ভাই [-x ….. কসসসসসসসসসমমমমমমমমম!!!!!!!
তারিক লিংকন বলছেনঃ
:o3 :o3 :o3 :o3 ~x( ~x( ~x( ~x(
শঙ্খনীল কারাগার বলছেনঃ
মাশাল্লা,
চাতক বলছেনঃ
আজাইরা ~x( ~x( ~x( ~x( X_X X_X X_X X_X (~~) (~~) (~~)
অংকুর বলছেনঃ
মাথার উপ্রে দিয়ে গেল । কিছুই বুঝলামনা তো । ~x( ~x( ~x( ~x( X_X X_X X_X X_X (~~) (~~) (~~) sildenafil 50 mg mecanismo de accion