ইচ্ছে মন্ত্র
342
বার পঠিতমাঝে মাঝে মনে হয় মরে যাই…..
মরে গিয়ে উপলব্ধি করি এমন কিছু
যার রং-রূপ-গন্ধ বেচে থাকতে পাইনি।
মাঝে মাঝে মনে হয় উচু কোন এক ছাদ থেকে লাফিয়ে পড়ি
আর বাতাসের বুকে কান পেতে শুনি মুক্তি পাওয়া মানুষপাখির গান।
মাঝেমাঝে মনে হয় আকুন্ঠ পান করি হেমলক
একবার দেখি কতটা গাঢ় নীল বিষাদের রং।
মাঝেমাঝে মনে হয় আসলেই মরে যাই;
হঠাৎ করেই কোন এক শীতের দিনে।
সাদা কাপড়ের সাথে আমাকে ঢেকে ফেলুক,
একটা বিশাল কুয়াশার ফিনফিনে রূপোলী চাদর।
সত্যি মনে হয় মরেই যাই, আমার জন্য বরাদ্দ হোক একটুকরো জমি।
সেই জমিনে কেউ একজন অনেক মায়া নিয়ে রোপন করবে শিউলি চারা;
কোন এক শরতের ভোরে সাদা কমলার পুতির মালা পড়বো আমি।
যে আমার গলায় ভালোবেসে কেউ,
কখনো দেয়নি একটা শুকনো বকুলের মালা পর্যন্ত।
আমার আসলেই মরে যেতে ইচ্ছে করে।
বর্ষার বৃষ্টিস্নাত সোদা মাটির গন্ধ নিতে ইচ্ছে করে খুব কাছ থেকে।
সেখানে ঘাসের সবুজ মাখবো গায়ে, আর ঘাসফুল……
তার কথা নাই বা বললাম আর!
নাহ, এ মরে যাবার ব্যাপারটা নেহাতই মন্দ না
যে মানুষগুলো যন্ত্রের মত অনুভুতি শূন্য ছিল আমার ব্যাপারে
যাদের রুখ শুষ্ক চোখে ছিলনা মমতার আর্দ্রতা
তাদের চোখে এই আমার জন্য অশ্রুধারার শ্রাবণ।
ছায়ার এই মানবকে যারা ভেবে গেছে আস্তিত্ত্বহীন
তাদের গহীনে যাবার কালে একটু নাড়া দিয়ে সাড়া ফেলে যাবো।
তবে সমস্যা একটাই।
ইচ্ছা পূরনের পর কিভাবে ফিরে আসতে হয়ে তার কোন পথ রেখা নেই
আমার জানা থাকবে না, ইচ্ছাপুরন মন্ত্রের উল্টো মন্ত্র।
তবে ফিরবারই বা কি প্রয়োজন!!
জীবন্মৃত হয়ে থাকা এই মানুষটার ফিরবার প্রয়োজন বাহুল্য।
কোথাও কেউ তো অপেক্ষায় পথ চেয়ে নেই, আমার উল্টো মৃত্যুপূরন ইচ্ছে মন্ত্রের!
দুরন্ত জয় বলছেনঃ
কবিতা ভাল লেগেছে অনেক……
জাফরান দেশের কাঁচপোকা বলছেনঃ
ধইন্না লন %%- %%- %%-
এসজিএস শাহিন বলছেনঃ
doctus viagraদারুন লিখেছেন । ভাল লাগলো ।
জাফরান দেশের কাঁচপোকা বলছেনঃ
তারিক লিংকন বলছেনঃ
:-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd
জাফরান দেশের কাঁচপোকা বলছেনঃ
মাশিয়াত খান বলছেনঃ
খুব ভাল লাগল @};- @};- @};-