‘রবার্ট নেস্তা বব মার্লে’ মেহনতি ও প্রথাবিরোধী মানুষের কণ্ঠস্বর
1150
বার পঠিতবব মার্লে (জন্ম: ৬ ফেব্রুয়ারি, ১৯৪৫ - মৃত্যু: ১১ মে, ১৯৮১)
যার জীবন বৈশ্বিক সংস্কৃতির ওপর তার শিল্পকর্মের অনুপম প্রভাব রাখে তিনি রবার্ট নেস্তা বব মার্লে। ১১ মে ১৯৮১ সালের তাঁর চিরপ্রস্থান গোটা দুনিয়ার মেহনতি মানুষ এবং তাঁর শ্রোতাদের মনে যে তীব্র বেদনা ও যন্ত্রণার শীতল স্রোত বয়ে দেয় তা তাঁর কিংবদন্তীকে আরও কিংবদন্তী করে তোলে। বিংশ শতাব্দীর সবচেয়ে সহজাত এবং সংগ্রামী শিল্পী, বব মার্লের খ্যাতি “reggae” সঙ্গীতে জ্যোতিষ্কের মত চিরভাস্বর এবং তিনিই অগ্রপথিক। র্যাগে সঙ্গীতের এই আইকনিক শিল্পী কেবল মেহনতি মানুষের কথা বলেননি বলেছেন সমাজের প্রায় সকল ধরণের অসঙ্গতির বিপরীতে।
মা-বাবার কোলে বব মার্লে
জ্যামাইকার নাইন মাইলে ৬ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে জন্ম নেয়া বব মার্লে একই সাথে রেগে শিল্পী, গীটার বাদক, গীতিকার। জ্যামাইকার কুখ্যাত এক শহরতলির বস্তিতে বব মার্লে জন্ম। তখন জ্যামাইকা ছিল অশান্ত। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং বর্ণবৈষম্যে বেড়ে উঠা বব মার্লে তাই শৈশব থেকেই প্রবল প্রথা বিরোধিতা লালন করতেন। তাই ‘বাফেলো সোলজার’, ‘কুড ইউ বি লাভড?’, ‘নো ওম্যান, নো ক্রাই’, ‘গেট আপ স্ট্যান্ড আপ’, ‘আই শুট দ্যা শেরিফ’, ‘ব্ল্যাক প্রগ্রেস’, ‘রিডেমশন সং’ এবং ‘ওয়ান লাভ’ এর মতো অনেক দুনিয়াকাঁপানো গান দিয়ে সংগীতপ্রেমী এবং প্রথাবিরোধীদের মন জয় করেছিলেন বব মার্লে। অবহেলিত মানুষের অধিকার নিয়ে গান গাওয়ায় দুনিয়ার তাবৎ সঙ্গীত প্রেমীদের প্রিয় মানুষে পরিণত হয়েছিলেন মার্লে।
১২ বছর বয়সেই বব তাঁর পরিবারসহ ‘নাইন মাইল’ থেকে ‘ট্রেঞ্চ টাউনে’ স্থানান্তরিত হন। পরবর্তীতে এই ট্রেঞ্চ টাউন নিয়েও তাঁর গান ছিল। ১৮ বছর বয়সেই তিনি তাঁর ব্যান্ড দল গড়ে তোলেন যার নাম ‘Wailers’। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই কিংবদন্তী গীতিকার, সুরকার, গায়ক ও গিটারবাদকের। একে একে জয় করতে থাকেন বিশ্বের মেহনতি এবং প্রথাবিরোধী মানুষের মন।
বব মার্লে তাঁর গানের দলের সহশিল্পীদের সাথে
অল্প কয়েকদিনের মাঝেই দ্যা আইল্যান্ড রেকর্ডস (Island Records) প্রধান ক্রিস ব্ল্যাকওয়েলের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয় বব মার্লের গানের দলটি। অতিসম্প্রতিই ব্ল্যাক ওয়েল তাঁদের প্রথম এ্যালবাম “Catch a Fire” এর জন্য চুক্তিবদ্ধ হন। পরবর্তীতে “Get Up Stand Up” এবং “I Shot the Sheriff.” গানদুটির কাভার করেন এরিক ক্লাপ্টন যা ইউএস টপ চার্টের শীর্ষে স্থান করে নেয়। ১৯৭৪ সালের টশ এবং লিভিংস্টোন ওয়েলারস ছেড়ে যান। কিছুদিনের মাঝেই বব মার্লে তাঁর স্ত্রী রিটা এবং তিনজন ব্যাকআপ শিল্পীকে নিয়ে গড়ে তোলেন সেই মহাকাব্যিক গানের দল “Bob Marley and the Wailers”। এবং একে বের হতে থাকে সকল দুনিয়া কাঁপানো এ্যালবাম। levitra 20mg nebenwirkungen
‘Bob Marley & The Wailers’ Crystal Palace পার্কে গান পরিবেশন করছে
‘Bob Marley & The Wailers’ বিবিসি’র এক প্রোগ্রামে গান করছে
১৯৭৮ সালে বব প্রথম আফ্রিকা ট্যুরে বের হন এবং এই ভ্রমণে তিনি কেনিয়া এবং ইথোপিয়া ঘুরে বেরান। এই ট্যুরের করা গান নিয়েই পরবর্তীতে একটি এ্যালবাম করেন বব নাম “Babylon By Bus”। এই এ্যালবামের বিখ্যাত কয়েকটি গান হচ্ছে Exodus, Stir It Up, Is This Love এবং Jammin’।
নিজের সময়ের একটি মুহূর্তে বব
জিম্বাবুয়ের স্বাধীনতা দিবসে শুধুমাত্র রাজনৈতিকদের জন্য এবং দেশের ধনাঢ্যদের জন্য গান করার কথা ‘Bob Marley & The Wailers’ এর। ১৯৮০ সালে নব নির্বাচিত রাষ্ট্রপতি রবার্ট মুগাবের এই আয়োজনে। কিন্তু হাজার হাজার উৎসুক দর্শকের স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করার পড় এক পর্যায়ে গেইট ভেঙ্গে ডুকতে গেলে পুলিশ লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাস ছাড়ে। একপর্যায়ে ঐদিনের কনসার্ট বাতিল হয়। বব এবং ব্যান্ড দলের সদস্যরাও এই দাঙ্গা এড়াতে পারেন নি। অতঃপর সেই Rufaro Stadium এ বব ৮০,০০০ এরও অধিক সাধারণ শ্রোতাদের জন্য উন্মুক্ত কনসার্টে গান পরিবেশন করেন। এই হচ্ছে বিংশ শতাব্দীর দুনিয়ার স্বাধীনতাকামী মানুষের প্রাণ প্রিয় গায়ক এবং তাঁর কিংবদন্তী।
বব মার্লের একান্ত সময়ের ছবি
এরপর তাঁর জীবদ্দশায় শেষ এ্যালবাম বের হয় “Uprising”। এই এ্যালবামের “Could You Be Loved”, “Zion Train” এবং “Forever Loving Jah”, আর অনুভূতিকে গভীর নাড়া দেয়া “Redemption Song” আরেকবার দুনিয়ার সঙ্গীতপ্রেমী মানুষের মন ছুঁয়ে যায়। এরপর বব তাঁর ক্যারিয়াররে বৃহত্তম কনসার্ট করেন ইতালির মিলানে। আফ্রিকার মেহনতি মানুষ থেকে ইউরোপের প্রথাবিরোধী মানুষ কোথাও তাঁর ভক্তের কমতি ছিল না। সেইদিন লক্ষাধিক শ্রোতা তাঁর গান শুনেন এরপর তিনি ন্যু অর্কেও তিনি কনসার্ট করেন।
“Could You Be Loved”
ফুসফুস ও মস্তিষ্কের ক্যান্সারের কারণে তাঁর শিল্পীজীবন মাত্র ১৮ বছরেই সীমাবদ্ধ থাকে। ১৯৮১ সালের ১১ মে এই মহান শিল্পীর জীবনাবসান হয়। এরপর অনেক বছর পার হলেও এখনো তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। আর তাই ১৯৯৯ সালে তাঁর ‘বব মার্লে এন্ড দ্য ওয়েইলার্স’ অ্যালবামকে ‘বিশ শতকের সেরা অ্যালবাম’ নির্বাচিত করে টাইম ম্যাগাজিন। এইটাই কেবল তাঁর জনপ্রিয়তার আসল প্রমাণ নয়, আশাকরি মানব সভ্যতার অগ্রযাত্রায় এক দিকনির্দেশনা হয়ে থাকবে ববের দর্শন এবং সঙ্গীত।
১৯৮০ সালের এক কনসার্টে বব
মার্লের সকল গানের লিরিকসের লিংকঃ
album: “Catch A Fire” (1973)
Concrete Jungle
Slave Driver
400 Years
Stop That Train
Rock It Baby
Stir It Up
Kinky Reggae
No More Trouble
Midnight Ravers about cialis tablets
album: “Burnin’” (1973)
Get Up, Stand Up
Hallelujah
I Shot The Sheriff
Burnin’ And Lootin’
Put It On
Small Axe
Pass It On
Duppy Conqueror
One Foundation
Rasta Man Chant
‘গেট আপ স্ট্যান্ড আপ’ venta de cialis en lima peru
album: “Natty Dread” (1974) metformin tablet
Lively Up Yourself
No Woman No Cry
Them Belly Full (But We Hungry)
Rebel Music (3 O’Clock Roadblock)
So Jah Seh
Natty Dread
Bend Down Low
Talkin’ Blues
Revolution metformin synthesis wikipedia
album: “Live!” (1975)
Trenchtown Rock
Burnin’ And Lootin’
Them Belly Full (But We Hungry)
Lively Up Yourself
No Woman No Cry
I Shot The Sheriff
Get Up, Stand Up
album: “Rastaman Vibration” (1976)
Positive Vibration
Roots, Rock, Reggae
Johnny Was
Cry To Me
Want More
Crazy Baldheads
Who The Cap Fit
Night Shift
War
Rat Race
‘No Woman no cry’ side effects of drinking alcohol on accutane
album: “Exodus” (1977)
Natural Mystic
So Much Things To Say
Guiltiness
The Heathen
Exodus
Jammin’
Waiting In Vain
Turn Your Lights Down Low
Three Little Birds
One Love / People Get Ready
album: “Kaya” (1978)
Easy Skanking
Kaya
Is This Love
Sun Is Shining
Satisfy My Soul
She’s Gone
Misty Morning
Crisis
Running Away
Time Will Tell
Smile Jamaica[Bonus Track]
album: “Babylon By Bus” (1978)
Positive Vibration
Punky Reggae Party
Exodus
Stir It Up
Rat Race
Concrete Jungle
Kinky Reggae
Lively Up Yourself
Rebel Music (3 O’clock Roadblock)
War
Is This Love
The Heathen
Jammin’
I Shot The Sheriff
album: “Survival” (1979)
So Much Trouble In The World
Zimbabwe
Top Rankin’
Babylon System
Survival
Africa Unite
One Drop
Ride Natty Ride
Ambush In The Night
Wake Up And Live
album: “Uprising” (1980)
Coming In From The Cold
Real Situation
Bad Card
We And Dem
Work
Zion Train
Pimper’s Paradise
Could You Be Loved
Forever Loving Jah
Redemption Song
কিংস্টনের স্টাচ্যু বব
album: “Confrontation” (1983)
Chant Down Babylon
Buffalo Soldier
Jump Nyabinghi
Mix Up, Mix Up
Give Thanks And Praises
Blackman Redemption
Trench Town
Stiff Necked Fools
I Know
Rastaman Live Up!
compilation: “Rebel Music” (1986)
Rebel Music (3 O’clock Roadblock)
So Much Trouble In The World
Them Belly Full (But We Hungry)
Rat Race
War
Roots
Slave Driver
Ride Natty Ride
Crazy Baldheads
Get Up, Stand Up will i gain or lose weight on zoloft
Redemption Song
compilation: “Natural Mystic: The Legend Lives On” (1995)
Natural Mystic
Easy Skanking
Iron Lion Zion
Crazy Baldheads
So Much Trouble In The World
War
Africa Unite
Trenchtown Rock
Keep On Moving
Sun Is Shining
Who The Cap Fit
One Drop
Roots, Rock, Reggae
Pimper’s Paradise
Time Will Tell
album: “B Is For Bob” (2009) synthroid drug interactions calcium
Three Little Birds
Redemption Song
Wake Up And Live
Bend Down Low
Lively Up Yourself
Jammin’
Small Axe
One Love / People Get Ready
Satisfy My Soul
Could You Be Loved
Stir It Up
High Tide Or Low Tide
other songs:
Buffalo Soldier
তথ্যসূত্রঃ
ক) উইকিপিডিয়া ইংরেজি
খ) উইকিপিডিয়া বাংলা
গ) বব মার্লে’র অফিসিয়াল ওয়েবসাইট
ঘ) আইএমডিবি’তে বব মার্লে
ঙ) বব মার্লে’র অফিসিয়াল ফেইসবুক পেজ glyburide metformin 2.5 500mg tabs
চ) এ জেড লিরিক্সে বব মার্লের সকল গানের লিরিকস
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
অসাধারন ব্যক্তির উপর অনন্যসাধারন লেখা… :দে দে তালি: :দে দে তালি: :তার ছিঁড়া: :-bd :জয় গুরু: :জয় গুরু: clomid over the counter
রবার্ট নেস্তা বব মার্লে’কে অন্তরের অন্তঃস্থল থেকে :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু:
লিংকন ভাইকে %%- %%- %%- :এতো দিন কই ছিলি?: :গোলাপ নিন: :গোলাপ নিন: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি:
তারিক লিংকন বলছেনঃ
%%- %%- %%- %%- %%- – ডন মাইকেল…
%%- %%- :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :প্লিজ, টেল মি মোর: :প্লিজ, টেল মি মোর: :প্লিজ, টেল মি মোর:
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
:এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?:
এসজিএস শাহিন বলছেনঃ
আজকে সভ্যতায় কিংবদন্তী ব্যাক্তিদের নিয়ে বেশ কয়েকটি ভাল লিখা পোষ্টিং হয়েছে । এর মধ্যে ডন ভাইর
মাশিয়াত ম্যাডামের
ইলেকট্রন রিটার্নসের
ও লিংকন ভাইর এই পোষ্টটি বিশেষভাবে উল্লেখযোগ্য । “সভ্যতার কথনীয়া” ইতিমধ্যে আমাদের অনুরোধে ইলেকট্রন রিটার্নসের
পোষ্টটি স্টিকি করেছেন ।আসলে উল্লেখিত সবগুলি পোষ্টই স্টিকিযোগ্য । আমি মনে করি এই মুহুর্তে “সভ্যতার কথনীয়া” খুবই বিপদে আছেন! কেননা কোনটা রেখে কোন স্টিকি করবেন উনার জন্য এটা একটা বিরাট সমস্যা বৈকি ।
সম্ভব হলে উল্লেখিত সবগুলি পোষ্ট ই স্টিকিতে নেয়ার অনুরোধ জানাইলাম ।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
আমরা কথনীয়ার প্রতি আন্তরিক শোক এবং দুঃখ প্রকাশ করছি। :হা হা হো হো হা হা: :হা হা হো হো হা হা: :হা হা হো হো হা হা:
চাতক বলছেনঃ
:কস কি মমিন?: :কস কি মমিন?: :কস কি মমিন?: :কস কি মমিন?: :কস কি মমিন?: :-SS :-SS :-SS :-SS :চোখটিপি দেস- ঢিসুমাইক: :চোখটিপি দেস- ঢিসুমাইক: :চোখটিপি দেস- ঢিসুমাইক: :চোখটিপি দেস- ঢিসুমাইক:
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
:-S :তার ছিঁড়া: :-SS :)]
তারিক লিংকন বলছেনঃ
শাহিন ভাই একটু বেশী বলে ফেলেছেন তবুও %%- %%- %%- %%- %%- %%- %%- অফুরন্ত। আর :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?:
ভাল থাকবেন!! metformin gliclazide sitagliptin
চাতক বলছেনঃ
‘রবার্ট নেস্তা বব মার্লে’ মেহনতি ও প্রথাবিরোধী মানুষের কণ্ঠস্বর
:জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু:
আর আপনাকে এক যায়গায় সকল তথ্য নিয়ে আসার অক্লান্ত পরিশ্রম করার লাইগা :-bd :-bd :-bd :-bd %%- %%- %%- %%- %%-
তারিক লিংকন বলছেনঃ
%%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- doctus viagra
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
অসাধারণ একজন মানুষকে নিয়ে অসাধারণ একটা পোস্ট। স্টিকি হবার যোগ্য।
আর আমার মনে হচ্ছে, এই ব্লগটা সৃষ্টির পর এত দ্রুত প্রতিষ্ঠা পেয়ে গেছে যে, কথনীয়ার সূচনা পোস্টটা এখন স্টিকি না থাকলেও চলে। তার বদলে এই পোস্টটা স্টিকি করাকেই আমি প্রেফার করছি।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
সহমত পারভেজের সাথে… :-bd
এসজিএস শাহিন বলছেনঃ
এত পরিশ্রমী ও তত্ত্ব সমৃদ্ধ পোষ্ট লিখা লিংকন ভাইয়ের দ্বারাই সম্ভব ।
ধন্যবাদ ও শুভকামনা থাকলো ।
তারিক লিংকন বলছেনঃ
:এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: %%- %%- %%-
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
অত্যন্ত আয়োজন করে লিখাটা পড়লাম। আর সমৃদ্ধ লিখাটা পড়ে নিজেকেও সমৃদ্ধ করলাম। এখন বসে বসে বব মার্লের গানের লিরিক্স গুলো পড়বো। অসাধারন কাজ করেছেন তারিক ভাই। পোস্ট পড়েই বুঝা গেল কি পরিমাণ ডেডিকেশান ছিলো। স্টিকি যোগ্য পোস্টটি নিজেই নীরব চিৎকারে কথনীয়ার দৃষ্টি আকর্ষন করছে।
সভ্যতার কারিগরদের আলোকবর্তৃকা বাংলা ব্লগস্ফিয়ারে মুক্ত ভাবে ছড়িয়ে দেয়ার সংকল্প নিয়ে সভ্যতা যেন ইতোমধ্যেই বিস্ফোরন ঘটিয়েছে। একের পর এক মাস্টারপিস পোস্ট আসছে, জানি আরো আসবে। এখানেই শেষ নয়।
অভিশপ্ত তিমিরে এই সভ্যতার বাতিঘর পথ প্রদর্শন করুক আধুনিক সভ্যতাকে; বিনির্মাণে আগামীর পথে……
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
:কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :জয় গুরু: :জয় গুরু: :এতো দিন কই ছিলি?:
তারিক লিংকন বলছেনঃ
%%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%-
—- :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?:
আসলেই সভ্যতার কারিগরদের জীবনবোধই হোক সভ্যতার বিনির্মাণে আগামীর পথের এই সভ্যতার…
তারিক লিংকন বলছেনঃ
আসলেই সভ্যতার কারিগরদের জীবনবোধই হোক সভ্যতার বিনির্মাণে আগামীর পথের এই সভ্যতার প্রেরণা…
ফাতেমা জোহরা বলছেনঃ can levitra and viagra be taken together
nolvadex and clomid pricesসত্যি কথা বলতে আমি বব মার্লে সম্পর্কে তেমন কিছুই জানতাম নাহ্। কিন্তু আপনার এই চমৎকার, তথ্যসমৃদ্ধ লেখাটি পড়ে অনেক অনেক কিছু জানতে পারলাম তাঁর সম্পর্কে…
এরকম একটি কষ্টসাধ্য কাজ করার জন্য আপনাকে অসংখ্য… %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%- %%-
তারিক লিংকন বলছেনঃ private dermatologist london accutane
walgreens pharmacy technician application onlineআপনাকেও %%- %%- %%- %%- %%- %%-
কিরন শেখর বলছেনঃ para que sirve el amoxil pediatrico
চমৎকার তথ্য সমৃদ্ধ একটি পোস্ট। বব মারলে সম্পর্কে জানার জন্য অনেক ভালো একটা লেখা। এই লেখায় লেখক মারলের দর্শন কে আরেক টু ব্যাখ্যা করলে বেশি ভালো লাগত। শুধু সোজা সাপটা জীবনই না আমরা চাই মৌলিক চিন্তার বিকাশ।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ posologie prednisolone 20mg zentiva
কিরন ভাই ভালো পয়েন্ট ধরেছেন… :-bd
তারিক লিংকন বলছেনঃ
ভাল বলেছেন। পরে একদিন সংযুক্ত করে দিব!! আপডেট করে দিব আশাকরি শীঘ্রই… :-bd :-bd :-bd >:D:D:D<
%%- %%- %%- %%-