অব্যক্ত ভালবাসা
341
বার পঠিতবৃষ্টিতে ভিজে ভিজে কখনো চা খেয়েছেন? buy kamagra oral jelly paypal uk
মাথা নাড়ল ফয়সাল।
আমার খুব ইচ্ছা একদিন চায়ের সাথে বৃষ্টির পানি মিশিয়ে খাবো।একটু পানসে হয়ত লাগবে।
আপনি কি লজ্জা পাচ্ছেন?
আবারো মাথা নাড়ল সে। viagra in india medical stores
আপনি লজ্জা পাচ্ছেন আমি জানি।আপনার হাত কাপছে।
কথাটা শুনে হাতটা গুটিয়ে ফেলল।
দেখেন প্রেম করতে গেলে সাহস লাগে।আমার মনে হয়না আপনার সে সাহস আছে।তাছাড়া প্রেম করার কোনো ইচ্ছা নেই আমার।এভাবে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা বন্ধ করেন।
কোনো কথা বলেনি তখন ফয়সাল।
আপনাকে ডেকেছি শুধুমাত্র এই কথাগুলাই বলার জন্য।প্রথম কথাগুলো শুনে আবার ভেবে বসবেন না আমি আপনার প্রেমে পড়ে গেছি।আসি তাহলে।
এরপর থেকে আর ফয়সালকে দেখেনাই দীপ্তি।আগে রোজ বারান্দায় গেলেই বিকালে ফয়সালকে দেখতো,নানা কৌশলে যে ফয়সাল দীপ্তিকে দেখতে চাইত সেটা সে বুঝত।
একদিন,খুব বৃষ্টি হচ্ছে।ভার্সিটি ফেরার পথে ফয়সালকে দেখল সে।একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে সে।হাতে এক কাপ চা।
ছাতা হাতে ফয়সালের পাশে এসে দাড়াল দীপ্তি।
-আমার কথা মত ভিজে ভিজে চা খাচ্ছেন দেখি।কোথায় ছিলেন এতদিন?
-একটা হাসি দেয় ফয়সাল।
-আচ্ছা আপনি কি আমার সামনে লজ্জ্বায় কথা বলতে পারেন না নাকি??কথাটা বলেই হাসতে থাকল।
হঠাৎ করে চায়ের দোকানের ভেতর থেকে একটা ডাক পড়ল–এই যে আপু,ফয়সাল কথা বলতে পারেনা।প্রেম করতে গেলে সাহস লাগে,সেই সাহস তার আছে কিন্তু বলার ক্ষমতা নাই।
দুরন্ত জয় বলছেনঃ
will metformin help me lose weight fastআপনে এমন কেন!! খালি কষ্ট দেন!!!
গল্প ভাল লাগছে……
তারিক লিংকন বলছেনঃ metformin tablet
amiloride hydrochlorothiazide effets secondairesভাল লাগলো…
জাফরান দেশের কাঁচপোকা বলছেনঃ thuoc viagra cho nam
কঠিন একটা ধাক্কা খেলাম। বেশ ভালো গল্পটা।
চাতক বলছেনঃ
এইটার ট্যাগিং কি হবে?
সভ্যতা নাকি পরমাণু গল্প?
এমনিতে ভাল লেগেছে :দে দে তালি: :দে দে তালি:
এসজিএস শাহিন বলছেনঃ
accutane pricesগল্পের থিমটা ভাল ছিল কিন্তু বর্ণনা কিছুটা পানসে ও গল্পের দৈর্ঘ্য খুবই কম হয়ে গেছে ।
তবুও বলবো ভাল লিখেছেন । শুভকামনা ।
কাজী রাকিব বলছেনঃ
সবাইকে ধন্যবাদ ;;) about cialis tablets
শঙ্খনীল কারাগার বলছেনঃ
ভাল লাগলো।
অংকুর বলছেনঃ metformin synthesis wikipedia
অনেক সুন্দর প্লট। বৃষ্টিতে ভিজে ভিজে চা খাওয়ার অভিজ্ঞতা আছে