হীরক রাজার দেশে চলতে হবে হেসে
475
বার পঠিতরাজা: কী গবেষক, পেটে অসুখ? গোমড়া কেন মুখখানা?
হাসতে হবে সব সময়, এ দেশে গোমড়া মুখে থাকা মানা!
গোমড়া মুখে থাকা মানে রাজার বিরুদ্ধে অভিযোগ,
এসব আর চলবে না, হিসাবের খাতায় শুরু হবে যোগ-বিয়োগ।
গবেষক: কই মহারাজ, গোমড়া কোথায়? আছি তো বেশ ফুর্তিতে,
তিনটা বছর কেটে গেল, প্রিপারেশন নিচ্ছি নতুন বর্ষপূর্তিতে!
রাজা: বেশ বেশ! এই না হলে কি আছি সোনার দেশে!
তা খবর কী, বলে ফেলো সব, কাশাকাশি হবে শেষে!
গবেষক: লোকে বলে, রাজামশায় নাকি নেন না জনগণের খবর
নিরাপত্তাহীনতায় যে যেখানে পারছে, খুঁড়ছে নিজের কবর!
রাজা: বলো কী! এত বড় স্পর্ধা!
খোঁড়াখুঁড়ি সব বন্ধ, কারও কবরে যাওয়া চলবে না!
নির্বাচনের নাই বেশি দিন,
খবরদার আমার সামনে ওসব আর বলবে না।
গবেষক: রাজা মশায়, ঘটনা কী,
আজ মনে হচ্ছে আছেন একটু চটে!
রাজা: তা বোঝার মতো কিছু আছে নাকি
তোমার ওই ব্রিটিশ আমলের ঘটে!
গবেষক: কী যে বলেন, রাজামশায়!
ব্রিটিশ আমলটাই তো সম্বল,
ওইটুকু আছে বলেই এখনো বেচে খাই,
গরিবের আছে একমাত্র কম্বল!
রাজা: রাজ্যজুড়ে রটিয়ে দাও সবাইকে থাকতে হবে সুখে!
কীভাবে থাকবে যার যার ব্যাপার, কিন্তু হাসি থাকতে হবে মুখে!
গবেষক: জি জনাব, পেটে খেলে তবেই তো পিঠে সয়,
ক্ষুধার রাজ্যে মুখে হাসি, বেঁচে থাকাটাই এখন গদ্যময়!
রাজা: বাহ! আমার সঙ্গতে তোমারও বাড়ছে সেন্স অব হিউমার,
কে কী বলল, কান দেবে না ওসবে, সবই মিথ্যা, সবই রিউমার!
গবেষক: জি জনাব, এখন আর কিছুতেই কান দিই না,
কান নিয়ে গেছে চিলে,
যার যা খুশি বলছে বলুক, কানে এখন স্তুতির হেডফোন,
দুই পাখি এক ঢিলে!
রাজা: স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়, কোথায় তাহার ২৪ ঘণ্টা,
কী করে পার পাচ্ছে সব কটা,
পুলিশ গেল র্যাব গেল, কেউ কি কূল পাচ্ছে না,
খুনি কী এতই ধড়িবাজ, এতই রগচটা!
ছি ছি! শেষে কিনা আমার লোকই আমায় বেচে খেল!
গবেষক: তাতে কী-ই-বা এসে গেল!
হাতি-ঘোড়া গেল তল!
কী হবে সাহারা মরুতে ফেলে ক-ফোঁটা চোখের জল!
রাজা: জলের কথায় মনে পড়ল, জল পড়ে পাতা নড়ে, লিখেননি রবীন্দ্রনাথ,
গবেষক: এখন তো চোখের জলেই পাতা নড়ে,
ঘরে ঘরে বাড়ছে অনাথ!
রাজা: কি গবেষক, ভুলে গেলে, বলেছি না কান্নাকাটি বন্ধ!
পানি লাগলে ওয়াসাকে বলো, নাকি সেখানেও দ্বন্দ্ব?
গবেষক: ঠিক দ্বন্দ্ব বলা যাবে না, মাঝে মাঝে হারিয়ে ফেলে খেই,
এক এলাকায় পানি থাকলে বুঝতে হবে পাশের এলাকায় নেই!
রাজা: পানির সাথে বিদ্যুতের আছে একটা রিলেশন!
বিদ্যুৎ নাই, পানিও নাই, মাঝখানে খামোখা পেরেশান!
কি, ঠিক কি না?
গবেষক: ঠিক ঠিক।
কিন্তু রাজামশায়, বিদ্যুৎ নাই এ তো আপনারই ব্যর্থতা!
রাজা: তাতে কি আমার চাইতে তোমার বেশি মাথাব্যথা?
গবেষক: ছি ছি! রাজা মশায়, আমায় ভাববেন না প্রতিদ্বন্দ্বী
আপনার তাও নিজের মাথা, আমারটা তো বন্দী!
রাজা: গবেষক, তোমার গবেষণায় আমি হতে পারছি না খুশি,
ইদানীং কী খাও তুমি ছাইপাশ, গম না ভুসি?
গবেষক: কী বলছেন! আপনার মুখে এসব কথা কি মানায়?
রাজা: আচ্ছা! শোনাও দেখি, নতুন কী পেয়েছ গবেষণায়।
গবেষক: আপনার দেশটা ভরে গেছে দুর্নীতি আর চোরচোট্টায়
সারা বছর অমাবস্যার চাঁদ হয়ে নির্বাচন এলেই খালি ভোট চায়!
রাজা: তুমি দেখি মালটা বেশ চতুর, জল খাও তলে তলে?
সুযোগ বুঝে পুরান মদ চালিয়ে দিলে নতুন বোতলে!
গবেষক: আমি আর কী-ই-বা চালাক, আপনার কাছে তো নস্যি
যা কিছু শিখেছি আপনার কাছেই, এখনো ললিপপ চুষছি!
রাজা: ব্যস ব্যস, যথেষ্ট হয়েছে, আর দিয়ো না তেল
তুমিও দেখি হয়ে যাচ্ছ ইদানীং টিভির আঁতেল!
গবেষক: কী চমৎকার আইকিউ আপনার,
আমি তো তেলের খবরই বলতাম,
নতুন দুটো খনি হয়েছে, এবার সারা গায়ে হবে,
আগে তো শুধু মাথায় ডলতাম।
রাজা: সমুদ্র জয় করেছি, এবার পেয়েছি তেলের খনি,
গবেষক: আপনিই অবতার, দেশটা আপনার, আপনিই তো ধনী।
রাজা: এই তো গবেষক, এতক্ষণে তুমি এসে গেছ লাইনে,
অ্যাকাউন্টসকে বলব, তোমাকে বাড়িয়ে দিতে মাইনে!
রাজা: এখনো তো পেলাম না কোনো ডক্টরেট, বুঝলাম না হেতু;
আমি কিন্তু ফুরিয়ে যাইনি, হয়ে যাইনি হ্যালির ধূমকেতু!
গবেষক: এটা কি মগের মুল্লুক নাকি! রাজা পাচ্ছেন না ডিগ্রি!
রাজা: তোমার আচরণে আমি খুশি, তোমার কথায় পুরোপুরি এগ্রি।
তবে আজ যাই, একটু রেস্ট নিই,
কম তো আর হলো না বাতচিত।
গবেষক: রাজামশায় মনে শান্তি পাবেন,
শুয়ে শুয়ে যদি শুনেন স্তুতির গীত!
(এই লেখাটা ২০১২ সালে দৈনিক প্রথম আলো’র রস+আলোতে ছাপা হয়েছিল। তারিখ: ২৮-০৫-২০১২। হঠাৎ মনে হলো আবার দিই। তখন এইরকম ৭টা হীরক রাজা লিখেছিলাম ধারাবাহিকভাবে রস+আলো’তে)
এসজিএস শাহিন বলছেনঃ
চমৎকার লিখা । আগেও কোথায় জানি পড়েছি ।
তাওহিদ মিলটন বলছেনঃ
(এই লেখাটা ২০১২ সালে দৈনিক প্রথম আলো’র রস+আলোতে ছাপা হয়েছিল। তারিখ: ২৮-০৫-২০১২। হঠাৎ মনে হলো আবার দিই। তখন এইরকম ৭টা হীরক রাজা লিখেছিলাম ধারাবাহিকভাবে রস+আলো’তে)
আপনি মনে হয় লেখার নিচের এই ফুটনোটটি খেয়াল করেন নাই।
দিদারুল দিদার বলছেনঃ posologie prednisolone 20mg zentiva
চমৎকার লিখেছেন। দারুণ এবং সাম্প্রতিক কারণে প্রাসঙ্গিক হয়েছে!!
:কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :দে দে তালি: :দে দে তালি: :দে দে তালি: :দে দে তালি: doctorate of pharmacy online
চাতক বলছেনঃ
সাংঘাতিক সুন্দর :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :জয় গুরু: :জয় গুরু: :জয় গুরু: :দে দে তালি: :দে দে তালি: :দে দে তালি:
ফাতেমা জোহরা বলছেনঃ
ভালো লাগলো… :দে দে তালি:
দুরন্ত জয় বলছেনঃ
সেই রকম মজা পেলাম রম্যটি পড়ে!!
লিখে যান…