ক্যামেরার ইতিবৃত্ত – পর্ব ২ – ISO কী ?
354
বার পঠিতফিল্ম ক্যামেরার ক্ষেত্রে ISO বলতে বোঝাত একটি ফিল্ম আলোতে কী পরিমান স্পর্শকাতর ( Sensitive ) . এটা মূলত সংখ্যা দিয়ে বোঝানো হতো । যেমনঃ 100 , 200 , 400 , 800 ইত্যাদি । এই সংখ্যাটি যত ছোট হবে ফিল্মটি আলোতে তত কম Sensitive হবে আর আপনার তোলা ছবিটির Grain তত কম হবে ।
ডিজিটাল ফটোগ্রাফির ক্ষেত্রে , ISO সেন্সরের Sensitivity পরিমাপ করে থাকে । এক্ষেত্রেও নিয়মগুলো একই । সংখ্যামান যত কম , সেন্সরটি আলোতে তত কম স্পর্শকাতর এবং গ্রেইন কম ।
Higher ISO Settings মূলত কম আলোতে ব্যবহার করা হয় যাতে করে Faster Shutter Speed পাওয়া যায় । মনে করুন কোন ঘরোয়া খেলায় আপনি একটি মুহূর্তকে স্বল্প আলোয় ধারণ করতে চান । সেক্ষেত্রে Higher ISO কাজে দিবে । যদিও আপনি যত Higher ISO ব্যবহার করবেন ছবিটি আপনার তত Noisy হবে । দুটি ছবি দেখলে Noise/Grain বিষয়টা বুঝতে পারবেন । এখানে একটি ISO 100 এ তোলা ( বাম পাশেরটা ) অপরটি ISO 3200 এ তোলা ( ডান পাশেরটা ) ।
100 ISO কে মূলত Normal হিসেবে ধরা হয় । কারণ এত আপনি কম Noise/Grain যুক্ত Crisp শট পাবেন ।
অধিকাংশ মানুষ তাদের ক্যামেরাকে AUTO MODE এ দিয়ে রাখে যেখানে ছবি তোলার সময় আলোর যে অবস্থা থাকে তা অনুযায়ী ক্যামেরা তার ISO নিজে নিজে পরিবর্তন করে নেয় । অধিকাংশ ক্যামেরায় নিজের পছন্দমত ISO ঠিক করে নেবার ব্যবস্থাও আছে ।
যখন আপনি AUTO তে না গিয়ে পৃথকভাবে ISO পরিবর্তন করবেন তখন দেখবেন এটা Aperture এবং Shutter Speed এর উপরও প্রভাব ফেলছে । যেমন ধরুন আপনি যদি ISO 100 থেকে 400 তে উন্নীত করেন তাহলে দেখবেন যে Higher Shutter Speed অথবা Small Aperture এ ছবি তুলতে পারছেন । half a viagra didnt work
ISO ঠিক করার সময় নিজেকে যে প্রশ্নগুলো করবেনঃ
১। Light – Subject কি well lit ? মানে যথেষ্ট আলো আছে ?
২। Grain – আমার কি Grainy shot দরকার নাকি Without grain shot দরকার ?
৩। Tripod – আমি কি Tripod ব্যবহার করছি ?
৪। Moving Subject – Subject কি চলছে না স্থির আছে ?
যেখানে যথেষ্ট পরিমান আলো আছে , আমার Little Grain SHOT দরকার , আমি Tripod ব্যবহার করছি , আমার Subject টি স্থির এক্ষেত্রে আমি স্বল্প ISO ব্যবহার করব ।
যদি সেখানে যথেষ্ট আলো না থাকে মানে অন্ধকার জায়গা হয় , আমি Tripod ব্যবহার করছিনা , আমার Subject টি স্থির না , নড়ছে তাহলে আমি অবশ্যই Higher ISO ব্যবহার করব যাতে করে Higher Shutter Speed এবং Small Aperture পাই । যদিও Higher ISO ছবিটিকে Noisy করে তুলবে । cialis new c 100
কিছু কিছু মুহূর্ত যেখানে Higher ISO Settings এর দরকার পড়বে ।
* Indoor Sports Events – যেখানে সাবজেক্টটি অতি দ্রুত চলমান এবং আলো কম
* Concerts – যেখানে আলো কম থাকে এবং যেটি No-flash জোন ।
* Art gallery , মসজিদ , মন্দির , চার্চ – হতে পারে গ্যালারীগুলোতে ফ্লাশ দেয়া মানা এবং সেগুলো Well Lit না ।
* Birthday Parties – মোমের আলোয় আলোকিত একটি রুম , যেখানে অন্য কোন আলো নেই । সেখানে ফ্লাশের আলো পরিবেশটা নষ্ট করতে পারে । সেখানে Higher ISO কাজে লাগবে ।
দুরন্ত জয় বলছেনঃ metformin tablet
Small Aperture,। Higher Shutter Speed, ।, Grain সম্পর্কে জানতে চাই……
অংকুর বলছেনঃ
এখানে grain/noise বলা আছে । পরবর্তীতে আরো বিস্তারিত পোস্ট দেওয়া হবে । can you tan after accutane
Shutter Speed, Aperture নিয়ে পরবর্তী পর্বে বলব । ধন্যবাদ । :জয় গুরু: :জয় গুরু: %%- %%- :bz :bz
দুরন্ত জয় বলছেনঃ
অপেক্ষায় থাকলাম
এসজিএস শাহিন বলছেনঃ
প্রয়োজনীয় কিছু জানালাম ও শিখলাম । অজস্র ধন্যবাদ লেখককে ।
অংকুর বলছেনঃ
ধন্যবাদ । :-bd :-bd
ফাতেমা জোহরা বলছেনঃ
acquistare viagra in internetবাহ্ অনেক কিছু জানতে পারলাম… :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd
অংকুর বলছেনঃ
ধন্যবাদ আপনাকে :-bd :-bd :-bd
মাশিয়াত খান বলছেনঃ
আপনার লেখার সহজবোধ্যতা খুব পছন্দের। কিছুই জানা ছিল না ক্যামেরা সম্পর্কে synthroid drug interactions calcium
অংকুর বলছেনঃ
ধন্যবাদ । আশা করি আরো কিছু জানানোর সুযোগ পাব
শঙ্খনীল কারাগার বলছেনঃ metformin synthesis wikipedia
doctus viagraহুম………ইয়া….ইয়া……….।
তারিক লিংকন বলছেনঃ
কাজের জিনিস। কিন্তু প্রিয়তে নেয়ার মত একটা ব্যাবস্থা থাকলে ভাল হত। এই সিরিজটা ভবিষ্যতে কাজে দিবে কাজের সময়। আশাকরি সভ্যতা কর্তৃপক্ষ বিবেচনা করবেন।
অংকুর দা চালায় জান চমৎকার কাজের একটা কাজ করছেন। অনেককেই এইটা হেল্প করবে। :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :গোলাপ নিন: :গোলাপ নিন: :গোলাপ নিন: :গোলাপ নিন: :-bd :-bd :-bd
অংকুর বলছেনঃ
ধন্যবাদ লিংকন ভাই । আপনি এক কাজ করুন , পঞ্চায়েতে অভিযোগ করুন
আশরাফুল করিম চৌধুরি বলছেনঃ
চালিয়ে যান ভাই।
অংকুর বলছেনঃ
ধন্যবাদ ভাই =D> =D> =D> =D> :-bd :-bd :-bd :-bd @};- @};- @};-