শুভ হোক আজকের সারাটা দিন!
- আজ বুধবার, ৬ই জুলাই, ২০২২ ইং
- ২২শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ (বর্ষাকাল)
- ৬ই জ্বিলহজ্জ, ১৪৪৩ হিজরী
- এখন সময়, সকাল ৬:৪৮ doctorate of pharmacy online
সভ্যতায় প্রবেশ
সভ্যতা ব্লগ উদ্যোগ নিচ্ছে একটি তথ্যভাণ্ডার গড়ে তোলার যেখানে দেশের আনাচে কানাচে থাকা সকল বীর-মুক্তিযোদ্ধার সাফল্য গাঁথা আর বীরত্বের ইতিহাস সংগৃহীত থাকবে। নতুন প্রজন্মের সভ্যতার বিনির্মাণে এমন চেতনা ও স্বাধীনতার অর্জনই হবে আগামীর দিকনির্দেশনা। "একাত্তরের দলিল" বিভাগে প্রকাশিত পান্ডুলিপিগুলো এখানে পড়ুন... >
প্রাচীরপত্র
সাম্প্রতিক পাণ্ডুলিপিসমূহ
কোলাহল
Mkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
যখন বলেছেনঃ মে ৩১, ২০২২পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
যখন বলেছেনঃ এপ্রি ২৯, ২০২২Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
যখন বলেছেনঃ ফেব্রু ২৪, ২০২২Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
যখন বলেছেনঃ জানু ২৫, ২০২২Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
যখন বলেছেনঃ জানু ১৬, ২০২২Ask2ans @ The Boy In The Striped Pajamas
যখন বলেছেনঃ ডিসে ১৯, ২০২১Ask2ans @ যুদ্ধ সাংবাদিকতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ
যখন বলেছেনঃ ডিসে ১৯, ২০২১ABU RAYHAN @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
যখন বলেছেনঃ নভে ২৩, ২০২১
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
জাস্ট একটা কার্টুন? :-B আপনার বক্তব্য পরিস্কার করে লিখলে ভালো হত না?
এটা তো ব্লগ, এখানে এরকম ফেসবুকিয় পোস্ট কতটা যুক্তিসঙ্গত? :-S
স্যাটানিক মেসেঞ্জার বলছেনঃ
হোমপেজে পরপর দু খানা খানা পোস্ট দেওয়া কি ফ্লাডিং এর আওয়াতায় পড়ে না ? এখন কুতায় এডমিন প্যানেল ?
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আপনার মন্তব্যখানার মাঝে একটা প্রচ্ছন্ন পরিহাসের ইঙ্গিত পেলাম।
ব্যাপারটা শালীনতার মাত্রা অতিক্রম করে গেল কিনা, সেটা ভেবে দেখবার অনুরোধ রইল…
স্যাটানিক মেসেঞ্জার বলছেনঃ
লে হালুয়া !
এখানে অশালীনতার কি দেখলেন ?
এসজিএস শাহিন বলছেনঃ
আপনি কোন প্রাগতৈহাসিক আমি সিউর বলতে পারছি না । আপনি যদি আমার ফেসবুক বন্ধু প্রাগতৈহাসিক বাঙালী হয়ে থাকেন তবে সভ্যতা ব্লগে আপনাকে স্বাগতম ।আশাকরি এরকম ফালতু পোষ্ট না দিয়ে আপনার জ্ঞানগর্ভ লিখা দিয়ে নিয়মিত হবেন ।ধন্যবাদ । can your doctor prescribe accutane
সভ্যতার কথনীয়া বলছেনঃ
সভ্যতাবিধি ২.২ অনুসারে লেখকের পোস্টের আকার সাধারণত তার নির্বাচিত বিষয়বস্তুর উপর নির্ভর করবে। তবুও সভ্যতা ছোট আকারের কিংবা ফেসবুক স্ট্যাটাস আকারের ক্ষণিকের আবেগপ্রসূত পোস্ট দিতে নিরুৎসাহিত করে।
একটি সুন্দর ও পরিচ্ছন্ন প্লাটফর্ম তৈরীর জন্যে সভ্যতার প্রাঙ্গণে পরপর দুটি পোস্ট এবং এ ধরনের অর্থহীন লেখা মোটেও কাম্য নয়।
সভ্যতার সার্বিক পরিচ্ছন্নতা রক্ষায় ব্লগার “প্রাগৈতিহাসিক” কে আরো যত্নশীল হতে বলা হল।
প্রাগৈতিহাসিক বলছেনঃ
১ তারিখ থেকে সম্ভবত এ ব্লগটির প্রকাশনা শুরু, আর আমার জীবনের চরমতম ব্যস্ত সময়েরও। তাই শুভাকাংখি তারিকের অনুরোধে ২/৪/৬ তারিখ কোন কিছু না পড়েই ৩টা পোস্ট দিয়েছে পিসিতে রাখা পুরণো লেখা থেকেই। পোস্ট করতে গিয়ে দেখলাম ব্যঙ্গচিত্র বা কার্টুন নামেও একটি বিভাগ আছে। তো ধরে নিয়েছিলাম কার্টুন বোধহয় কেবল কার্টুন হিসেবেই দেয়া যাবে। তো দিলাম কিছু না ভেবেই। কিন্তু সহযোদ্ধা স্যাটানিক মেসেঞ্জার এর মন্তব্য-
///হোমপেজে পরপর দু খানা খানা পোস্ট দেওয়া কি ফ্লাডিং এর আওয়াতায় পড়ে না ? এখন কুতায় এডমিন প্যানেল ? /// সত্যিই ভয় পেয়েছি। আর ফ্লাডিং হলে দুখ প্রকাশ করছি।
এ বিষয়ে ‘সভ্যতার কথনীয়া’র মন্তব্য গুরুত্বের সাথে মনে রাখবো আগামিতে। তবে কার্টুন বিভাগে কোন কার্টুন দিলে তার সাথে লেখা মন্তব্য থাকা কি জরুরি? বিষয়টা জানালে ভাল হয়।
হ্যা শাহিন আমি প্রাগৈতিহাসিক বাঙালি। একটু ফ্রি হলে লেখা দিতে পারবো আশা করি। ব্যক্তিগত ঝামেলার জন্যে কারো মন্তব্যে প্রতিমন্তব্য না করতে পারার জন্য দুখ প্রকাশ করছি। ফ্রি হলে এমনটি হবেনা আশা করি। সবাই ভাল থাকুন side effects of drinking alcohol on accutane
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
একটা কার্টুন দ্বারা যদি সংক্ষেপে সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় তাহলে সেখানে বিস্তারিত আর কিছু লিখার প্রয়োজন আছে বলে মনে করিনা। তবে, এটা যেহেতু একটা ব্লগ, এবং ব্লগের সংবিধান আছে তাই সেটা পালন করাই উচিত হবে প্রত্যেক সভ্যের। যাই হোক, প্রাগৈতিহাসিক, আপনি আলাদাভাবে এতটা দুঃখিত হওয়ার কিছু আছে বলে আমি মনে করিনা। প্রথম প্রথম এমন হতেই পারে। তাই এটাকে আঘাত হিসেবে না নিয়ে অবদান রাখুন সভ্যতায়; বিনির্মাণে আগামীর পথে……
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
পুরোপুরি সহমত ইলেকট্রনের সাথে… :-bd :-bd viagra en uk
অবদান রাখুন সভ্যতায়, সাথেই থাকুন… :এতো দিন কই ছিলি?:
প্রাগৈতিহাসিক বলছেনঃ
all possible side effects of prednisoneসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
দুরন্ত জয় বলছেনঃ
X( X( X( ইহা কি!!!