Author: পরিশোধিত সক্রেটিস

নিরাপত্তাহীন স্বপ্ন

আগামীকাল ঢাকা ছাড়ব সকাল ৭.৪৫ এর বাসে চেপে।পে বছর এক মাস আগেই বাসা থেকে মেহমানের খ্যাতি নিয়ে বা এক কথায় মেহমান হওয়ার উদ্দেশ্যে বাসা ছেড়েছি যান্ত্রিক শহর ঢাকায় লেখাপড়া করার জন্য।কাল আবার সেই বাড়িতে ১৪ দিনের জন্য মেহমান হয়ে যাব।আগের মত আর আমাকে নিয়ে বাসার পরিবেশ নাই।সেই বকা ঝকা কিংবা রাগ।এখন অনেকটা ফরমাল সেই হাসানের বাসা বলে গন্য চারতলার উপরে একটা ছোট্ট বাসার লোকেদের কাছে।বাবা মায়ের থেকে অনেক দূরে থাকি।তিন চার মাসে দুই তিন দিন কিংবা কিছু সময়ের জন্য।কলেজ ও কোচিং বন্ধ হওয়ার সুবাদে কাল যাচ্ছি স্বপ্নের শহরে চিরপরিচিত মানুষ গুলোর কাছে। ইচ্ছা আছে গিয়ে বন্ধুদের খোলাইভেন্টে যোগদান করব,বন্ধুদের সাথে...

walgreens pharmacy technician application online

সাদাকালো

হেঁটে যাচ্ছি দুরের পথে,শুন্য হাতে অসীম পথে। নিয়েছি শুধু সাদা কালো সময়ের স্মৃতি আর- তোমাদের ভালোবাসা। জানি এগুলো চাইলেও ফেলতে পারব না, কারন এগুলো যে হৃদয়ের সাথে গাঁথা। এগিয়ে যাচ্ছি সামনের পথে, নিভু নিভু স্বপ্নগুলোকে সঙ্গি করে। বন্ধু যদি ফিরে না আসি তোমাদের আঙ্গিনায়, ভুলে যেওনা আমার সেই হাসিমাখা মুখ, সেই কর্কশ ধ্বনি আর অসমাপ্ত পরিকল্পনাগুলো। জানি ফিকে হয়ে যাব সময়ের আবর্তে অতলে,গহবরে। চিনবেনা কেউ আমায়, জানবেনা আমার অস্তিত্ব, তবুও আকুতি মনে রেখ আমায়। জানি দিতে পারিনি কিছুই, শুধু নিয়েছি। তবুও মনে রেখ আমায়, কোন স্বার্থপর হিসেবে, মনের ঘৃনার্তদের খাতায় আমার নামটা আবদ্ধ করে। জানি ফিরব না, তবুও সরল মনের...

wirkung viagra oder cialis
cialis new c 100