প্রথম বিশ্বযুদ্ধ-০২
457
বার পঠিতসার্বিয়া যদিও একটি স্বাধীন রাষ্ট্র তথাপি সার্বদের আরও কয়েকটা অংশ বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া অস্ট্রিয়া-হাঙ্গেরীর উপনিবেশ। ১৮৭৮ সালের আগ পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনা মুলত ছিল অটোম্যান সাম্রাজ্যর অধিনে। কিং ফ্রান্স ফ্রাদিনান্দ এর চাচা কিং ফ্রান্স জোসেফ মুলত এই অংশকে অটোম্যান সাম্রাজ্যর কাছ থেকে দখল করে নেয়। এরপর থেকেই বসনিয়ান সার্বরা অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যর উপর চরম ভাবে ক্ষিপ্ত। অব্রেনভিক ডাইন্যাসটির রাজারা অস্ট্রিয়া-হাঙ্গেরির অনুসারি হওয়ার কারণে ক্ষোভটা তাই তাদের উপরও গিয়ে পরে। সার্বদের লক্ষ্য ছিল মুলত একটাই যে কোন মূল্যে অস্ট্রিয়া-হাঙ্গেরির অধিগ্রহন থেকে নিজেদের মুক্ত করে সকল সার্বদের নিয়ে একটা স্বাধীন যুগস্লাব রাষ্ট্র গঠন করা।
১৯০১ সালে সেনাবাহিনীর গোপন মিশন নিয়েই ব্ল্যাক হ্যান্ড গঠন করা হয়। ১৯০৩ সালে অব্রেনভিক ডাইন্যাসটির সারবিয়ান রাজা আলেকজান্দ্রা ব্ল্যাক হ্যান্ডের হাতে খুন হওয়ার সময় তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। দ্বিতীয় বিবাহিত রানী দ্রাগার বয়স তখন ৩৫, তিনি ছিলেন আলেকজান্দ্রার মায়ের ওয়েটিং লেডী। দ্রাগার স্বামী মারা গেলে ২০ বছরের আলেকজান্দ্রা ৩২ বছরের দ্রাগাকে বিয়ে করেন সবার অসম্মতিতে। ফলে মা-বাবাকে নির্বাসনে পাঠান যুবক রাজা। নির্বাসনে থাকা অবস্থাতেই মারা যান আলেকজান্দ্রার বাবা প্রাক্তন রাজা মিলান, তার মাকে শেষ দেখা যায় অস্ট্রিয়ায় তার মৃত্যুর কিছু দিন আগে।
নতুন রাজার এমন আচরণ সেনাবাহিনীর অনেকেই মেনে নিতে পারে নাই। তিনি রাজ্য দখলে নিলেও সেনাবাহিনীর কন্ট্রোল নিতে অপারগ ছিলেন। তার উপর সেনবাহিনীর মাঝে একটা গুজব ছড়িয়ে পরেছিল যে ভবিষ্যতে রানী দ্রাগার দুই ভাই যারা সেনাবাহিনীর উচ্চপদে কর্মরত তারা হয়তো ক্ষমতা নিয়ে নিতে পারে। তাছারা সার্ব বিরোধী অস্ট্রিয়া-হাঙ্গেরির সাম্রাজ্যর অনুসারী হওয়ার কারণে তাদের উপর আগে থেকেই সার্বদের ছিল অনেক রাগ। ফলে সেনাবাহিনীর সার্বপন্থী অংশ ড্রাগটিন দ্রিমিত্রেজিভ এর নেতৃতে তাদের দুইজনকে খুন করেন। clomid dosage for low testosterone
সেনাবাহিনী যখন রাজপ্রাসাদে আক্রমণ করেন তখন তারা ওয়ারড্রবের মধ্যে লুকায়, কিন্তু শেষ রক্ষা করতে পারেন না। রানীর দুই ভাইকেও হত্যা করা হয় সেই রাতে। যদিও ড্রাগটিন দ্রিমিত্রেজিভ নিজেও গুলিবিদ্ধ হন। তিনটা বুলেট তার শরিরে আঘাত হানলেও তিনি প্রানে বেঁচে যান। ভবিষ্যৎ বিপদের হাত থেকে ফাদারল্যান্ড রক্ষার জন্য আদালত ড্রাগটিন দ্রিমিত্রেজিভকে বীর হিসাবে সম্বোধন করেন। ক্ষমতায় ফ্রান্স ও রাশিয়াপন্থীরা চলে আসায় সার্ব বিপ্লবীদের আবাস ভুমিতে পরিণত হয় সার্বিয়া। সাথে যোগ হয় ব্ল্যাক হ্যান্ড।
চলবে-
এসজিএস শাহিন বলছেনঃ
আপনার সিরিজ থেকে সংক্ষেপে দীর্ঘ একটি ইতিহাসের বাহির ভিতর অনেক কিছুই জানা সম্ভব হচ্ছে ।ধন্যবাদ আপনাকে ।
চালিয়ে যান ।
তারিক লিংকন বলছেনঃ
আশানুর রহমান খান,
ভাই চমৎকার কাজের একটা সিরিজ শুরু করেছেন। :দে দে তালি: :দে দে তালি: :দে দে তালি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি:
একটা অনুরোধ প্রতি পর্বের শেষে পূর্ববর্তী পোস্টসমূহের লিস্ট লিংকসহ দিয়ে দিয়েন! নতুন পাঠকদের জন্য সুবিধা হবে।।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ diflucan 150 infarmed
buy viagra alternatives ukসহমত লিংকন ভাইয়ের সাথে… প্রতিটি পোস্টে আগের পোস্টগুলোর লিংক দিয়ে দিলে খুব ভালো হত পাঠকদের জন্য…
:প্রতীক্ষায় আছি…: