অভিমান
0
বার পঠিততুমি তো নির্লিপ্ত আজও,
কেমন করে সবার মত এড়িয়ে যাও কে জানে তা,
আমার চোখের টলটলে জল; তুমি কি পাথর?
এই অপলক দৃষ্টি তোমায় বলে না কিছুই?
এই ঠোটে কি পাওনা খুজে অন্য ভাষা?
তোমায় ঘিরেই যখন আমার বাঁচার আশা
তখন তুমি বুঝছো না যে দুঃখে আমি কতটা কাতর।
তুমি তো জানো বুকে আমার তৃষ্ণা কিসের,
যে যন্ত্রণায় কাতরাই তা কোন সে বিষের,
কি করে তবু অটল তোমার নিঠুর নিষ্ঠা
একবারও উল্টালে না সেই মনের পৃষ্ঠা।
আকাশে আমি কি খুঁজি তাও তোমার নয় অজানা
কিসের জন্য আমার এ নির্মল প্রতিক্ষা
তাও তো জানো, তবুও কেন যাচ্ছ করে
মিছেমিছে এ অভিনয়, মন ভাঙার খেলায় মেতে।
একদিন তো ফুরোবে সব
দিনের দ্যুতি পাখপাখালির এই কলরব
বাসাসে উড়া সুখের গুজব
চারপাশে খুজে তখন আর সুখ পাবে না
রাতের বেলার তারার খেলা সময় মত সব ফুরোবে।
তখনো তোমার থেকে পৃথক নই, নই আলাদা
যদিও থাকবো অনেক দুরে
আমার পৃথক পৃথিবীতে
তোমার সুরে গাইবো রাত্রিদিন তোমার গান।
অনেক কষ্টে, অনেক অশ্রুজলে আমার তুমি,
অনেক ব্যাথায় নিরবতায় শুধুই আমার তুমি।
আমার অনেক একাকিত্বে,
আঁকছি আমি তোমার বৃত্ত
প্রতিটা সূর্যাস্ত জানে
সকালে হাসবে আদিত্য।
রোদ্দুরময় দুপুর গুলোয় তোমার দীপ্তি ছিল
বিকেল গুলোও কোত্থেকে যে মাখিয়ে আসে তোমার ছায়া
এমনি অবহেলাই করো এই জীবনের শেষ অবধি। does propranolol cause high cholesterol
Naijaclass বলছেনঃ
clomid pills over the counterআর যারা আমাদের সাথে থাকতে চান। Bell আইকন ক্লিক করে E-mail Notification নিশ্চিত করে দিন ? ✅
Bangla Kosh বলছেনঃ
অসাধারণ লিখনী ।
এমন লিখা আরো চাই লেখকের কাছে বাংলা কবিতা অনুরোধ ।