সবটুকু সুখ
0 buy kamagra oral jelly paypal uk
বার পঠিতমেয়ে , তুমি আজ বিকেলের ম্লান আলোকিত সূর্যটা দেখেছো ?
বুঝেছিলে ওটা তখন তোমাকে কী বলেছিলো ?
দিনের সবটা আলো তোমায় দিয়ে সে হয়েছে ক্লান্ত , পরিশ্রান্ত
তবুও শে তোমার রাতকে আলোকিত করতে দায়িত্ব দিয়েছে চাঁদটাকে ,
কালো রাতটায় যাতে তুমি ভয় না পাও , তাই জোছনা তোমার শরীর ছুঁয়েছে
স্নান করেছ তুমি নরম আলোতে , হয়েছো স্নিগ্ধ ।
কিন্তু তুমি কি বুঝতে পেরেছো ওরা কেনো তোমার যত্ন নিচ্ছে ?
কারণ আমি ওদের বলে দিয়েছি , তুমি যেন ভালো থাকো সবসময় । metformin synthesis wikipedia
আমার রৌদ্রজ্জ্বল দিন আজ মেঘে ঢাকা
জোছনায় আলোকিত রাত এখন অমানিশায় আঁধার ,
তবুও তোমাকে কোনো দুঃখ ছুঁতে পারবে না , আমি চেয়েছি বলে ।
আমার সুখ আজ তোমার , আমার আনন্দ তোমার , আমার জীবনের মালিকানা তোমার ।
আমি যখন সূর্যের কাছে গিয়েছিলাম ,
তখন আমার মাথা টগবগ করে ফুটছিলো
তবুও আমি ক্ষান্ত হই নি , বলেছি তোমার কথা
বলেছি , ‘সূর্য , তুমি আমাকে আলো দিও না ,
আমার আলো দিয়ে তাকে ভরিয়ে দাও ।’
যখন চন্দ্রপাহাড়ে আরোহণ করলাম ,
হোঁচট খেয়ে তখন আমি রক্তাক্ত , তবুও আমি থামি নি
রক্তাক্ত মুখে আমার দাবি পেশ করেছি তোমার জন্য ।
এখন তুমি থাকবে না একা , কাঁদবে না বৃষ্টিতে
তোমার পাশে সব কষ্ট মিলিয়ে যাবে হারিয়ে ।
হে বন্ধু ,
আমার সব আমি তোমাকে দিয়ে দিলাম নিজেকে নিঃস্ব করে
তুমি ভালো থেকো , হাসতে থাকো খুশিতে , জীবনের আনন্দে ,
তবুও দিনের শেষে , অপরাহ্ণে কোনো এক রাতজাগা পাখির ডাকে
একটু হলেও স্বার্থপর , নিষ্ঠুর এ আমাকে মনে কোরো একটিবার ।
কোলাহল

যখন বলেছেনঃ মে ৩১, ২০২২ 
যখন বলেছেনঃ এপ্রি ২৯, ২০২২ private dermatologist london accutane 
যখন বলেছেনঃ ফেব্রু ২৪, ২০২২ nolvadex and clomid prices
যখন বলেছেনঃ জানু ২৫, ২০২২ 
যখন বলেছেনঃ জানু ১৬, ২০২২ 
যখন বলেছেনঃ ডিসে ১৯, ২০২১ 
যখন বলেছেনঃ ডিসে ১৯, ২০২১ 
যখন বলেছেনঃ নভে ২৩, ২০২১ viagra en uk levitra 20mg nebenwirkungen
missed several doses of synthroidMkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas
Ask2ans @ যুদ্ধ সাংবাদিকতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ABU RAYHAN @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা