রামকে শান্তিতে থাকতে দিলে রহিমও শান্তিতে থাকবে
1148
বার পঠিতবাংলাদেশে যারা ইসলামী রাষ্টে্র খোয়াব দেখে তারাও দেখছি ভারতে মোদী সরকার গঠনের আশংকায় জ্বরে আক্রান্ত হচ্ছেন! যারা ইসলামী দলের প্রতি সহানুভূতিশীল, যারা বাংলাদেশে ধর্মনিপেক্ষতাকে রোজ একবার করে বলাৎকার করে তারাই ভারতে হিন্দু মৌলবাদীর ক্ষমতায় আহরণের সমূহ সম্ভাবনায় হা-হুতাস প্রকাশ করছে।মজার ব্যাপার হচ্ছে, ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আমরা সবাই সেক্যুলার! মোদী ক্ষমতায় আসলে ভারতের মুসলমানদের কি হবে চিন্তা করছে ইসলামী শাসন প্রিয় ও সেক্যুলারিজম বিরোধীরা।এরা তাহলে বুঝে একটা ধর্মভিত্তিক দল ক্ষমতায় এলে ভিন্ন ধর্মের মানুষের জন্য বিপদ হতে পারে? বা বিপদ না হলেও তাদের স্বার্থটা না দেখাও হতে পারে। সব মিলিয়ে ধর্মভিত্তিক মৌলবাদী দল যে গোটা দেশের মানুষের জন্য নয় সেটা তারা ভিন্নদেশের বেলায় তাদের অসমর্থন দিয়ে বুঝিয়ে দেয়।…
কেন সেক্যুলারিজম প্রয়োজন’ এখনও যদি নতুন প্রজন্ম এসব দেখে শিখতে না পারে তাহলে আর কখন শিখবে? যাদের মুসলিম প্রিয়তা আছে, অন্তত সেই মুসলিম প্রিয়তার জন্যও তাদের সেক্যুলারিজমকে সমর্থন করা উচিত।দুনিয়াতে যেখানে যেখানে মুসলিমরা সংখ্যালঘু সেখানে যাতে তারা সেক্যুলারিজমের সুফল পায়, কথিত কোন “রামরাজ্য” বা “খ্রিস্টান রাষ্ট্র” বা এইরকম কোন ধর্ম ভিত্তিক রাষ্ট্র পরিচয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদায় পড়তে না হয় তার নামই সেক্যুলারিজম…।
রাষ্ট্র ধর্ম ইসলাম করে যেমন আমরা এই দেশের হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছি, সাংবিধানে বিসমিল্লাহ বসিয়ে দেশমাত্রিকাকে ভিন্নধর্মীয় নাগরিকের কাছে বিমাতায় পরিণত করেছি তেমনি অন্য কোথাও একই কায়দায় মুসলিমদের অসম্মানের আয়োজন হতে পারে।যদি বলি এসব দেখে মোদীরা ক্ষুব্ধ হয়ে একই রকম কায়দায় আপনার প্রিয় মুসলমানদের একই রকম অসম্মান দেয়ার জন্য তৈরি হচ্ছে। ভবিষ্যতে আরো আরো মোদী তৈরি হবে। আপনি যেমন একজন করে শফি তৈরিতে ভূমিকা রাখছেন (মাদ্রাসা-মক্তবে অনুদান, ওয়াজ মাহফিলের নামে তাদের রাজনৈতিক কর্মকান্ডে সহায়তা করা ইত্যাদি নানারকম সহায়তা) ওখানেও আপনার মত সেক্যুলারিজমের বলাৎকারকরা মোদী তৈরিতে রোজ সাহায্য করে যাচ্ছে।আপনার ‘মোদী আগ্রাসন’ দেখে জ্বর আসা দেখে একবার ভাবুন, পল্টনে বা বাইতুল মোকারমে যখন ইসলামী শাসন কায়েমের কসম খাওয়া হয় তখন কত কত মানুষ রোজ বর্ডার পার হবার কথা ভাবে? অন্যের অশান্তি আর ভয়ের কারণ হয়ে কেমন করে আশা করেন আপনিও শান্তিতে থাকবেন? এক হাতে যেমন তালি বাজে না তেমনি একতরফা শান্তিও হয় না। এপারে শান্তি চাইলে ওপাড়েরও শান্তির প্রয়োজন।আপনি এখানে “সবার দেশ” গড়তে শুরু করুন, ওখানেও “সবার দেশ” গড়ার জনমত জোরদার হবে।আপনি খেলাফতের স্বপ্ন দেখবেন আর অন্যজন রামরাজ্যর খোয়াব দেখবে না-এটা কেমন কথা? হয় সেক্যুলারিজম নয়ত ধর্ম রাষ্ট্র। ফলশ্রুতিতে, হয় শান্তি, নয়ত চির অশান্তি…!
শঙ্খনীল কারাগার বলছেনঃ
আখেরে মোদি শফি এক মার পেটের দুই যমজ ভাইয়ের মত। এদের মনে রাম বা রহিম কারো জন্যই মমতার লেশ মাত্র নাই। যা আছে তার সবটাই স্বার্থ।ভেবে দেখুনতো ভারতে যদি রহিম নির্যাতিত হয় তবে মোদির থেকেও লাভ বেশি হবে শফিদের নয় কি? ধর্মটা একটা খোলস মাত্র ভিতরে অন্তর পুরাই কালা। আপনার চমৎকার লেখার জন্য আপনাকে ধন্যবাদ। clomid over the counter
সুষুপ্ত পাঠক বলছেনঃ
ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার মন্তেব্যের জন্য।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ acquistare viagra in internet
achat viagra cialis franceচমৎকার বলেছেন কারাগার ভাই… =D> capital coast resort and spa hotel cipro
এসজিএস শাহিন বলছেনঃ
হয় সেক্যুলারিজম নয়ত ধর্ম রাষ্ট্র। ফলশ্রুতিতে, হয় শান্তি, নয়ত চির অশান্তি…!
সুষুপ্ত পাঠক বলছেনঃ
missed several doses of synthroidধন্যবাদ শাহিন। will metformin help me lose weight fast
ফাতেমা জোহরা বলছেনঃ
আপনি এখানে “সবার দেশ” গড়তে শুরু করুন, ওখানেও “সবার দেশ” গড়ার জনমত জোরদার হবে।আপনি খেলাফতের স্বপ্ন দেখবেন আর অন্যজন রামরাজ্যর খোয়াব দেখবে না-এটা কেমন কথা? হয় সেক্যুলারিজম নয়ত ধর্ম রাষ্ট্র। ফলশ্রুতিতে, হয় শান্তি, নয়ত চির অশান্তি…!
চমৎকার বলেছেন… :দে দে তালি: :দে দে তালি: :দে দে তালি:
সুষুপ্ত পাঠক বলছেনঃ
ধন্যবাদ জোহরা পড়ার জন্য ও কমেন্ট করার জন্য।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
সহমত… :-bd :-bd :এতো দিন কই ছিলি?: all possible side effects of prednisone
বাউন্ডুলে বাতাস বলছেনঃ
@ পাঠক ভাই, wirkung viagra oder cialis
:-bd :-bd :-bd
কথা কিন্তু ঘুরে ফিরে একটাই – কাজের বেলায় কাজি , কাজ ফুরালেই লাত্থি ।
আমি যতদূর জানি – বরতমানে সংবিধানের শুরু থেকে বিসমিল্লাহ বসানোটা প্রত্যাহার করা হয়েছে । ভুল হলে শুধরে দেবেন ।
তারিক লিংকন বলছেনঃ
আমার জানা মতে না…
অংকুর বলছেনঃ
তারিক লিংকন বলছেনঃ
ovulate twice on clomidরাম আর রহিমকে না হয় শান্তিতে রাখবেন কিন্তু মানুষের কি হবে?