চক্র
14
বার পঠিতখুবই বিরক্তি নিয়ে ঘুম ভেঙে গেল। এত রাতে ঘুম ভাঙলে বিরক্ত হওয়া স্বাভাবিক। খুবই স্বাভাবিক। চারপাশে সব অপরিচিত। কোথায় ঘুমাইলাম আজ? নতুন জায়গায় ঘুমালে কিছুক্ষণ সময় লাগে কোথায় আছি বুঝতে। কিন্তু এ জায়গাটা কোথায়? আমি এখানে আসার ইতিহাস কী?
কোথায় যেন খুটখুট শব্দ হচ্ছে। শব্দটা বন্ধ হয়ে গেল। ঘুম ভাঙিয়েই বন্ধ হতে হবে? আবার ঘুমানোর চেষ্টা করব? নাকি কোথায় আছি বুঝব? শব্দ হচ্ছিল কোথায় দেখব?
আরাম আর কৌতুহলের যুদ্ধে আরাম আত্মসমর্পণ করল। বিছানা ছেড়ে নামলাম। সত্যিই এ জায়গা অপরিচিত। কখনও আসিনি এখানে। সুইচবোর্ড হাতড়ে বেড়াচ্ছি। দরজার পাশে পেয়ে গেলাম। সুইচ দিতেই আলোয় প্রায় অন্ধ হয়ে গেলাম। চোখে আলো সয়ে আসতে সময় লাগল। চারপাশ দেখলাম ভাল করে। নাহ, এখানে কখনওই আসিনি আমি। ঘটনা কী?
খুট খুট খুট can levitra and viagra be taken together
চাপা গোঙানি।
পাশের ঘর থেকে আসছে।
ভয় পাওয়া উচিত। কিন্তু পাচ্ছি না।
ঘটনা কী?
শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলাম।
দরজা ভেড়ানো। ঠেলে দিলাম। হালকা প্রতিবাদে ক্যাঁ আওয়াজ তুলে খুলে গেল দরজা।
বীভৎস দৃশ্য।
মেঝেতে গলাকাটা মানুষটা তড়পাচ্ছে, গোঙাচ্ছে।
দাঁড়িয়ে থাকা মানুষটা ছুরিটা দেয়ালে একটু পর পর বাড়ি দিচ্ছে। খুট। খুট। খুট।
ভয় পাওয়া উচিত। কিন্তু পেলাম না।
কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। half a viagra didnt work
গলাকাটা মানুষটা আমি।
ছুরি হাতে মানুষটাও আমি।
কিংকর্তব্যবিমূঢ়।
ছুরি হাতে মানুষটা এতক্ষণ পরে আমার দিকে তাকাল। শান্ত… শীতল দৃষ্টি। কে সে? খুন হওয়া মানুষটিই বা কে? মেঝেতে তাকালাম। কই? কেউ নাই। একটু আগেও ছিল। গলাকাটা। তড়পাচ্ছিল। গোঙাচ্ছিল। কই? কেউ নাই।
ঘটনা কী?
“টাইমলুপে স্বাগতম, বালক।”
বলেই আমার দিকে হঠাৎ লাফিয়ে আসল মানুষটা। চট করে একপাশে সরে গেলাম। হাতটা ধরে ফেললাম তার। প্রায় ভারসাম্য হারিয়ে ফেলল মানুষটা। দরজা ধরে ভারসাম্য রক্ষা করল। এ সুযোগে ছুরিটা কেড়ে নিলাম। আবারও এগিয়ে আসছে মানুষটা। ছুরিটা তার গলা বরাবর চালিয়ে দিলাম। irbesartan hydrochlorothiazide 150 mg
ধুপ। আটার বস্তার মত পড়ে গেল।
গোঙাচ্ছে।
আমার সামনে পড়ে আছে মানুষটা।
খুন করেছি আমি। venta de cialis en lima peru
কিন্তু কোন অনুভূতি হচ্ছে না।
খুবই স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে।
দাঁড়িয়ে আছি।
অপেক্ষা করছি।
ছুরিটা থেকে রক্ত বেয়ে পড়ছে।
আমার হাতে ছুরি।
আমি ছুরি দিয়ে দেয়ালে বাড়ি দিচ্ছি রক্ত ঝরানোর জন্য। খুট। খুট। খুট।
হালকা প্রতিবাদে ক্যাঁ আওয়াজ তুলে খুলে গেল দরজা। আমি জানি কী হতে যাচ্ছে। synthroid drug interactions calcium
আটকা পড়ে গেছি।
চক্রে আটকে গেছি।
দাঁড়িয়ে আছি আমি। এবং আমি। শান্ত আমি। কিংকর্তব্যবিমূঢ় আমি।
আমি জানি কী হতে যাচ্ছে। অত্যন্ত স্বাভাবিক ঘটনা। শান্তভাবে তাকালাম। acquistare viagra in internet
“টাইমলুপে স্বাগতম, বালক।”
-মিনহাজ উদ্দিন শিবলী
১৬/১২/২০১৬
কোলাহল
Mohd Shahanoor Alam Bhuiyan Titu @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
shapan @ প্রসঙ্গ নারী : ধর্মীয় আর সামাজিক বর্বর আইন নারী খৎনা Female Circumcision
Mkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas