পুড়তে দেবে কি?
209
বার পঠিতআলোর গতিতে ছুটছি;
বাতাসে গগনবিদারী চিৎকার-
চিরে দেয় নীরব রাতের আঁধার।
তবুও আমি অজান্তে থেমেছি।
থামতে দেবে কি?
অসংজ্ঞায়িত ত্রিমাত্রিক বাস্তব।
পালার মঞ্চে অভিনয়ের আকাল।
রহস্যঘেরা অনিত্য আগামীকাল;
অতীত এখন ঝাপসা সব।
acne doxycycline dosageমনে থাকবে কি?
হতে দাও কিছু অবিচার-
দোষগুলো নিজেরাই ক্ষমা চায়,
প্রেম রাতজাগা ভোরের অপেক্ষায়।
সে আগুনে জ্বলে ছারখার।
পুড়তে দেবে কি?
সরে যাচ্ছি, হচ্ছি নির্বাসিত।
ধ্রুব সঙ্গী অস্পৃশ্য এক ছায়া,
প্রতিশোধ- এক নেশাময় মায়া। thuoc viagra cho nam
প্রেমের অস্ত্রে তীব্র আহত।
আঘাত হানবে কি?
সূর্যগ্রহণের আঁধারে ভীত-
amiloride hydrochlorothiazide effets secondairesতবুও অসংখ্য আলোর কারণ
capital coast resort and spa hotel ciproছেঁড়া বাঁধনে করছে বারণ
সে আগুনেই হব মৃত।
পুড়তে দেবে কি? para que sirve el amoxil pediatrico
-মিনহাজ উদ্দিন শিবলী
১৮/০৭/২০১৬
কোলাহল
Mohd Shahanoor Alam Bhuiyan Titu @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
shapan @ প্রসঙ্গ নারী : ধর্মীয় আর সামাজিক বর্বর আইন নারী খৎনা Female Circumcision
Mkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas