অসমাপ্ত
195
বার পঠিতআমি শহরের কেন্দ্রস্থলে গিয়েছিলাম ,
আমি নিবিড় মনে ফুটপাথে হাঁটছিলাম।
মানুষগুলো অবাক চোখে তাকিয়ে ;
তাদের ঠিকরে আসা দৃষ্টি বেঁকিয়ে,
আমি সবময়েই ছিলাম শান্ত।
মানুষেরা কী কখনই জানতো-
ঘুম ভেঙে প্রথম হৃদস্পন্দনের অনুভূতি?
যখন আমি একা, বিরুদ্ধে (প্রায়) জাতি
আমার হেঁটে যাওয়া দেখে তারা ভাবে কি-
ঐশ্বরিক বাণী দেয় আমায় আবাবিল পাখি?
আর প্রশংসনীয়রূপে যে অনুগ্রহ তালিমপ্রাপ্ত,
সেখানে জরিমানা দাও , আমরা খুব অনুতপ্ত।
ভেবেছিলাম আমার সবকিছু ছিল
আমাদের ইচ্ছাগুলো নিজেদেরই দিল
আত্মসম্মান। আর বাতির জন্য অপেক্ষা করে ,
আর মাংস ছেড়ে গেল,কিন্তু রুটিগুলো অভিশপ্ত নারে।
এমনই এক শান্ত গ্রীষ্মের রাতে ,
মস্তিষ্ক ঝাঁঝরা করব আমি এক বুলেটে।
-মিনহাজ উদ্দিন শিবলী
২১/০৫/২০১৬ zoloft birth defects 2013
কোলাহল
Mohd Shahanoor Alam Bhuiyan Titu @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
shapan @ প্রসঙ্গ নারী : ধর্মীয় আর সামাজিক বর্বর আইন নারী খৎনা Female Circumcision
Mkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas