অশরীরী অনুতাপ
340
বার পঠিতএখনও প্রতি রাতে সে আসে।
মিনতি, আকুতি, প্রার্থনা? অজানা।
উপস্থিতি জানান দেয় ঠিক পাশে।
“আর কটা মুহূর্ত ভাগ্যে কি জোটে না?”
প্রতিবারই আতঙ্কে উত্তর আটকে যায়।
আতঙ্ক? নিরেট মিথ্যে এক অজুহাত।
প্রতারক মন অপারগ, দেয় না সায়-
উপভোগ করে বারবার অভিশপ্ত রাত।
“সময় হয়েছে। উড়ে যাও দেখি পরী।”
ডানাহীন পরী উড়ে যায়, প্রথম ও শেষ।
হাত বাড়াই, ছোঁয়া যায় না- অশরীরী।
কানে ভেসে আসে শেষ চিৎকারের রেশ।
অভিকর্ষ হারিয়ে উড়ে যাবে ডানা মেলে-
স্বপ্ন পাহাড় থেকে তাই দিয়েছিল লাফ।
অশরীরী ‘২১ গ্রাম’ ওড়ে সব মায়া ফেলে,
ফেলে সব পাপ, আর অশরীরী অনুতাপ। metformin gliclazide sitagliptin
-মিনহাজ উদ্দিন শিবলী
১০/১০/২০১৫
মৌতাত গোস্বামী বলছেনঃ
“আর কটা মুহূর্ত ভাগ্যে কি জোটে না?”
প্রতিবারই আতঙ্কে উত্তর আটকে যায়।