আসলে তারা কি চায় ?
186
বার পঠিত“” পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ “”
.
এই কথাটি ইসলাম শিক্ষা বইয়ে ছোট বেলায় পড়েছি । তো পরিস্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি । তাছাড়া এটা মন কেও ভাল রাখে । প্রফুল্লতা ফিরে আসে । এক ধরনের প্রশান্তি থাকে ।
.
খবরে শুনলাম হেফাজতে ইসলাম নাকি বলছে যে সরকার কুরবানি বন্ধের পায়তারা করছে । কুরবানির জন্য জায়গা ঠিক করে দিচ্ছে সিটি করপারেশন । এতে চারপাশটা পরিস্কার পরিচ্ছন থাকবে এবং লোক জনের ও দুর্গন্ধ আর বর্জ্য নিয়ে চিন্তা করতে হবে না । এতে করে আমাদের সিটি করপারেশন এরও সব কিছু সহজে পরিস্কার করতে পারবে । কিন্তু হেফাজতে ইসলাম যা বলছে তার সঙ্গে এক মত হতে পারলাম না । সৌদি আরবে হাজীদের কুরবানীর এক প্রশ্নে তারা বলে যে সেখানে বিদেশীরা আছে বলেই নাকি এই নিয়মে হয় । সে যাই হোক আপনাদের কাছে আমার প্রশ্ন কুরবানী সবাই খুশি মনেই দেয় নাকি লোক দেখানো । সেটা আম তলা ,জাম তলা ,তাল তলা বা জঙ্গল হোক ।
.
কুরবানী হচ্ছে মনের ব্যাপার সেটা যে যেভাবে দেয় । আর যদি স্থান নির্দিষ্ট করে দেয়া হয় তবে সেটা কোন ভিত্তিতেই খারাপ তাও বুঝতেছি না ।
আসলে তারা কি প্রমান করতে চাইছে সেটা তারা নিজেরাও জানে না ।
কোলাহল
Mohd Shahanoor Alam Bhuiyan Titu @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
shapan @ প্রসঙ্গ নারী : ধর্মীয় আর সামাজিক বর্বর আইন নারী খৎনা Female Circumcision
Mkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas