অনুভূতির স্বৈরাচারী সাম্রাজ্য
বার পঠিততারপর যদি আরও একবার ব্যস্ত সড়কে হাতটা আঁকড়ে ধরা হয়,
তারপর যদি আরও একবার নিথর সড়কে অঝোর অঝোরে
থেকে যাই শুধু তুই আর আমি, আর যদি একবার
ঝড়ের তীব্রতায় আঁকড়ে ধরে ইলশেগুঁড়ির কোমলায় ছুঁয়ে দিস অধর,
তারপর আকাশটা হয়ে যাবে আদিগন্ত বিল এবং
মেঘগুলো হবে স্বয়ংক্রিয় এলোপাথাড়ি ভেলা।
পার্থিব আবাস থাকুক কিংবা নেই,
নীড়গুলো ভেসে চলবে হৃদের এপাড় থেকে ওপাড়ে।
তারপর সূর্য থমকে যাবে আর চাঁদটা ভেসে উঠবে একই সাথে।
তারপর কিছু অভিমান আর অনেকটা ভালবাসার প্রকোষ্ঠে
সিলগালা করে রাখবো দু’টো ঠোঁট আর একবিন্দু অশ্রুকে।
তোর মত এবং অমত এখানে নিতান্তই বাহুল্য হিসেবে বিবেচিত।
অনুভূতির স্বৈরাচারী সাম্রাজ্যে তোর নীড় হবে সাতশ কোটি থেকে বিচ্ছিন্ন।
অনুভূতির স্বৈরাচারী সাম্রাজ্যে তোর নীড় হবে একক হৃদের সাথে একাত্ব।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
get viagra nowতারপর কিছু অভিমান আর অনেকটা ভালবাসার প্রকোষ্ঠে
সিলগালা করে রাখবো দু’টো ঠোঁট আর একবিন্দু অশ্রুকে…
অনুভূতির স্বৈরাচারী সাম্রাজ্যে তোর নীড় হবে সাতশ কোটি থেকে বিচ্ছিন্ন।
অনুভূতির স্বৈরাচারী সাম্রাজ্যে তোর নীড় হবে একক হৃদের সাথে একাত্ব…
সেই পুরনো পারভেজ এম রবিন…
একেবারে রেড ওয়াইন, যত পুরনো হচ্ছেন, তত অসাধারন হচ্ছেন…
দুরন্ত জয় বলছেনঃ
otc viagra ukভাল লেগেছে…
অনুভূতির স্বৈরাচারী সাম্রাজ্যে তোর নীড় হবে সাতশ কোটি থেকে বিচ্ছিন্ন।
অনুভূতির স্বৈরাচারী সাম্রাজ্যে তোর নীড় হবে একক হৃদের সাথে একাত্ব।
বুঝি নাই…
পারভেজ এম রবিন বলছেনঃ
বুদ্ধদেব বসু বলেছেন- কবিতা সম্বন্ধে ‘বোঝা’ কথাটাই অপ্রাসঙ্গিক, কবিতা আমরা বুঝি নে, কবিতা আমরা অনুভব করি।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ