আক্ষেপ
455
বার পঠিতঅথচ এখনও নিউরনে নিউরনে মিশে যাওয়া হয়নি।
অথচ এখনও কামড়ে ধরে রাখতে রাখতে জোড়া লেগে যায়নি দু’ঠোঁট।
অথচ এখনও এত জোরে আঁকড়ে ধরা হয়নি,
যেভাবে তুমি আর আমি হয়ে যাই আমি আর তুমি।
অথচ এখনও ততটুকু ঘৃণা করা হয়নি, ততটুকু ভালবাসা হয়নি,
যতটুকু হলে ফুরিয়ে যায় বোধ।
অথচ এখনও আমি প্রবল অতৃপ্ত!
অথচ এখনও আমি বুভূক্ষের মত আঙ্গুল কামড়ে ধরি।
অথচ এখনও আমি পিঁপড়ের মত করে তেপান্তর পার হচ্ছি,
ওপারে ভালবাসার সমাপ্তি।
অথচ এখনও আমি তীর দেখি না। অথচ এখনও আমি তরী দেখি না।
অথচ এখনও ভাবি ভালবাসা… ভালবাসা… ভালবাসা…
অথচ এখনও ভাবি অতৃপ্ত… অনন্ত… অসীম।
অথচ এখনও ততটুকু চোখে চোখ রাখা হয়নি,
যতটুকু রাখা হলে মানুষ আর মানুষে মিলে হয় গাছ।
অথচ এখন ততটুকু উত্তাপ আসেনি
যতটুকুতে দু’জনে বাষ্পের মত করে মিলিয়ে থাকে।
অথচ এখনও ততটুকু কাঁদোনি, যত কান্নায় ঝরে যায় সব পাঁপড়ি।
অথচ এখনও ততটুকু হাসোনি, যত হাসিতে কাঁদতে ভুলে যাও।
অথচ এখনও অতটুকুর ভার বইতে শেখোনি?
অথচ এখনও পৃত্থীর কান্না ডোবায় তোমাকে?
অথচ কান্নারঙা ভালবাসার ভারে এখনই যদি তুমি মিশে যাও মাটিতে!
অথচ আমার ভালবাসা তখনও ফুরায়নি।
মরে যাও! মরে যাও! মরে যাও!
অথচ এতটা ভালবাসা হবে না, যতটুকু হলে ফুরিয়ে যায় বোধ!
মিনহাজ শিবলী বলছেনঃ acheter cialis 20mg pas cher
ভাল লাগল
পারভেজ এম রবিন বলছেনঃ
ধন্যবাদ আপনাকে।
দুরন্ত জয় বলছেনঃ diflucan 150 infarmed
বুঝি নাই…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আপনে বোঝেনটা কি স্যার জয়? pharmacie belge en ligne viagra
দুরন্ত জয় বলছেনঃ prednisone side effects moon face
সেটাও বুঝি না…
পারভেজ এম রবিন বলছেনঃ aborto cytotec 9 semanas
lasix dosage pulmonary edemaসহজ ভাষায় কবিতা লিখি বলে প্রায়ই গর্ব করতাম। আর কাঠিন্যপ্রেমী কবিদের পচানিও জীবনে কম দিই নাই। মনে হয়, ওসব ছাড়ার সময় হল!
বিজয় নিশান বলছেনঃ
অথচ এতটা ভালবাসা হবে না, যতটুকু হলে ফুরিয়ে যায় বোধ
does propranolol cause high cholesterol