অভিশাপ
145
বার পঠিত bird antibiotics doxycyclineঅভিশাপ দিলাম তোমাকে
সব সুখের অভিশাপ।
খুব ভাল থেকো জীবনভর
ছোঁবে না কোন খারাপ।
অতিষ্ঠ হয়ে যাবে সুখ পেতে-
বড় বেশি একঘেঁয়ে,
উতলা হবে দুঃখের খোঁজে,
প্রার্থনা হবে দুখ চেয়ে।
সবদিনই হোক মিষ্টি রোদেলা
এমনটা কি চাও?
ক্ষণিক আকাশে জমুক মেঘ
বৃষ্টির শীতলতা পাও।
তবু তার অধিকার নেই তোমার
সুখই পাবে কেবল।
এত খুশি, এত প্রাপ্তির পুরোটা
সবই ঠেকবে নকল।
সুখে থাক, ভাল থাক চিরকাল
সে তো আশীর্বাদ নয়।
সুখের অভিশাপে পিষ্ট হতে থাক
সারাটা জীবনময়।
-মিনহাজ উদ্দিন শিবলী
১৫/০৫/২০১৫ pharmacie belge en ligne viagra
দুরন্ত জয় বলছেনঃ doxycycline monohydrate mechanism of action
কেন এমন অভিশাপ মশাই…
মিনহাজ শিবলী বলছেনঃ 2nd course of accutane side effects
ক্ষোভ, কিংবা আনন্দ