অভিশাপ
145
বার পঠিতঅভিশাপ দিলাম তোমাকে
সব সুখের অভিশাপ।
খুব ভাল থেকো জীবনভর
ছোঁবে না কোন খারাপ।
অতিষ্ঠ হয়ে যাবে সুখ পেতে-
বড় বেশি একঘেঁয়ে,
উতলা হবে দুঃখের খোঁজে,
প্রার্থনা হবে দুখ চেয়ে।
সবদিনই হোক মিষ্টি রোদেলা
এমনটা কি চাও?
ক্ষণিক আকাশে জমুক মেঘ
বৃষ্টির শীতলতা পাও।
তবু তার অধিকার নেই তোমার
সুখই পাবে কেবল।
এত খুশি, এত প্রাপ্তির পুরোটা
সবই ঠেকবে নকল।
সুখে থাক, ভাল থাক চিরকাল
সে তো আশীর্বাদ নয়।
সুখের অভিশাপে পিষ্ট হতে থাক
সারাটা জীবনময়।
-মিনহাজ উদ্দিন শিবলী
১৫/০৫/২০১৫ cialis online australia
দুরন্ত জয় বলছেনঃ domperidona motilium prospecto
কেন এমন অভিশাপ মশাই…
মিনহাজ শিবলী বলছেনঃ
ক্ষোভ, কিংবা আনন্দ
ampicillin working concentration e coli