অনিচ্ছার বিদায়
168
বার পঠিতওই যে দূরে ধ্রুব তারা,
জানি সে থাকবে এ রাত সারা;
কিন্তু ভোরেই যাবে চলে-
সে কি ছিল আদৌ কোন কালে?
আঁধার জুড়ে একটু আলো
মিটমিটিয়ে সেই তো দিয়েছিল। missed several doses of synthroid
হায়! এলো পুবাকাশে রবি,
নিয়ে গেল আমার আলোর সবই।
তীব্র রোদের স্রোতধারায়
আমার মৃদু আলো গিয়েছে হারায়।
আজ আকাশ জুড়ে নাই
তবু মনে মনে ধ্রুবরে খুঁজে বেড়াই।
আসে ধ্রুব আজও আকাশে
তবুও আঁধারে ঢাকে আমার চারপাশে।
ধ্রুবতারারে ভানু নিয়ে যায়। metformin synthesis wikipedia
হে ধ্রুবতারা, দিলাম অনিচ্ছার বিদায়।
-মিনহাজ উদ্দিন শিবলী
০৯/০৫/২০১৫
দুরন্ত জয় বলছেনঃ
ওই যে দূরে ধ্রুব তারা,
জানি সে থাকবে এ রাত সারা;
কিন্তু ভোরেই যাবে চলে-
সে কি ছিল আদৌ কোন কালে? synthroid drug interactions calcium
ভাল লেগেছে
মিনহাজ শিবলী বলছেনঃ
ধন্যবাদ দুরন্ত জয়