আকাশের গল্প
174
বার পঠিতআকাশের ওই মেঘের ফাঁদে
আটকা পড়ে চাঁদ কাঁদে।
ওরে মেঘ তুই যারে উড়ে।
চাঁদের মনটা খুশি করে।
ওই যে মেঘ সরে গেল-
চাঁদের বুড়ি কথা বল।
বুড়ির মনে বেজায় কষ্ট
চরকাটা তার হল নষ্ট।
তারারা জ্বলে মিটমিটিয়ে,
আকাশ যেন মেঘকে নিয়ে
খেলছে লুকোচুরি।
চাঁদ তারাদের গল্প চলে,
বাতাসের গানে মেঘ দোলে।
জোনাকির উড়াউড়ি। acquistare viagra in internet
-মিনহাজ উদ্দিন শিবলী
০১/০৫/২০১৫
দুরন্ত জয় বলছেনঃ kamagra pastillas
ভাল লেগেছে…
মিনহাজ শিবলী বলছেনঃ
ধন্যবাদ