আবাল বাঙাল
702
বার পঠিতআমার এই সেমিস্টারে প্রোজেক্ট এন্ড ল্যাবোরেটিজ নামে একটা কোর্স আছে। ক্লাসে প্রসঙ্গত কারনে আমি এলিয়েন। ম্যাক্সিমাম ইতালিয়ান আর সাথে স্পানিশ, চিলিয়ান, কম্বোডিয়ান, জার্মান মিলিয়ে একটা গ্লোবালাইজেশনের আখড়া হলেও এরা যে যার স্থানে নিজের জাতি সত্তায় আলাদা। সাউথ এশিয়ান দের ভিতর এক মাত্র আমিই আছি এখানে।
একদিন প্রোফেসর আমাকে ডেকে জিজ্ঞাসিল কোথা থেকে এসেছো হে বৎস? প্রতি উত্তরে খুব বিনয়ের সহিত বলিলাম বাংলাদেশ নামক এক ছোট বদ্বীপ জনাব। cialis new c 100
বাংলাদেশ!! তোমরা একটা জাতি বটে। তোমরা তো শেখ মুজিব এর দেশের মানুষ রাইট?
ঈষৎ হাসিয়া কহিলাম, জি জনাব।
আচ্ছা তোমরা উনাকে কি বলে ডাকো যেন? কঠিন একটা নাম
আবেগে আপ্লূত হইয়া বলিলাম, বঙ্গবন্ধু ! exact mechanism of action of metformin
অর্থ কি উহার?
জি জনাব ফ্রেন্ড অফ বাংলাদেশ।
উত্তর শুনিয়া প্রোফেসর ও মাথা খান হ্যাঁ সূচক অ্যাঙ্গেলে নাড়িয়ে মৃদু স্বরে কহিলেন, ইয়েস মাই বয়, হি ওয়াজ দা ক্রিয়েটর অফ বাংলাদেশ। হি ওয়াজ রিয়েলি এ নাইচ ম্যান। তুমি জেনে অবাক হবে ওই সময়ে সমগ্র পৃথিবীর মানুষ উনাকে এক নামে চিন্ত। হি ওয়াজ দা রিয়েল হিরো উইথ সাম সর্ট অফ সুপার ন্যাচারাল পাওয়ার। ওয়াও!!
ভিন্দেশী কাহারো মুখে এমন অপ্রত্যাশিত কথা আচানক শুনিয়া আমি ততক্ষণে আবেগের চতুর্থ আসমানে ভাসিয়া চলেছি। আহা কি আনন্দ। পাশে কয়েকজন সহপাঠি থাকিবার কারনে গর্বে বুকের ছাতা অনেকাংশে বাড়িয়া চওড়া হইয়া গেল। মনে মনে বলিলাম দ্যাখ বেটা কি জাতি আমরা !!
তখনই প্রোফেসর সাহেব একখান ঈষৎ সত্য একটা কথা বলিয়া আমাকে বাস্তবে ফিরিয়ে আনিলেন।
আচ্ছা যে মানুষটা তোমাদের দেশটাকে পাকিস্তানীদের হাত থেকে রক্ষা করিল, জন্ম দিল এক স্বাধীন বাংলাদেশের ; তাকেই কিনা তোমরা মেরে ফেল্লা??? তাও আবার স্বাধীন হবার ২/৩ বছর পর!!! হাও ইটস পসিবল? যাই হউক, এটা তোমাদের ব্যাপার কিন্তু ওই মানুষ টা বেঁচে থাকলে এই পৃথিবীর অনেক লাভ হইত!
সিরিয়াস্লি তাহার এই কথার প্রতি উত্তরে আমার কিছুই বলার ছিল নাহ। কেবল কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে থাকার পর দেখলাম উনি চুপচাপ ওখান থেকে চলে গেলেন।
এখানেই ফুল স্টপ টানা টা উচিৎ হবে না, নির্লজ্জ এই জাতি সত্ত্বার আরো কিছু সৎকার বাকি আছে।
দেশের আনাংলা টাইপ পোলাপাইন্দের কথা বাদ দিলাম এরা জাতি সত্ত্বা কি, খাই না মাথায় দেয় আজও বোঝেনা। মাঝখান থেকে কিছু বেশি বুদ্ধিমান শ্রেণি আছে যাহারা চে, নেলসন, মহাত্মা গান্ধি দের কথা কইতে কইতে মুখ দিয়ে ফ্যানা তুলে ফেলছে দিন রাইত। দিন রাত মুখস্ত করে চলেছে এদের জীবনী, যাতে কোন আড্ডায় বা সভা সেমিনারে ওগুলাকে বমি করে বাহবা নেয়া যায়।
তারপর ও কিছু মানুষ থেকেই যায়, যাদের আপ্রান চেস্টায় আজো বঙ্গবন্ধু বেঁচে আছে এই বাংলার মাটিতে। তার ব্যবহৃত কালো চশ্মা আর সেই মুজিব কোট আজও কেউ তো পরার সময় এক্টিবার শ্রদ্ধাভরে স্মরণ করে আমাদের এই রিয়েল হিরো কে !!
বঙ্গবন্ধু বলত, I AM HAPPY WITH MY BANGLADESH !!
বড্ড আবেগি ছিল মানুষটা, বাংলাদেশ কে খুব ভালোবাসত। কিন্তু হয়ত বুঝে উঠতে পারেননাই স্বাধীন একটা দেশ দিয়ে যাচ্ছেন এক হিপোক্রেইট জাতির কাছে!!!
ইকবাল মাহমুদ অনিক বলছেনঃ
ভালো লাগল
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ prednisone dosage for shoulder pain
আন্তরিক ধন্যবাদ
অপার্থিব বলছেনঃ
পোষ্ট ভাল লেগেছে। কালো চশমা আর মুজিব কোট এখন দলীয় আনুগত্য প্রকাশের মাধ্যম হয়ে দাড়িয়েছে , এটি পরার সময় এখনকার নেতারা আদৌ বঙ্গবন্ধুকে স্মরন করে কি না তা নিয়ে সন্দেহ আছে। lasix tabletten
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
তাও বা কম কি , তারা না পরলে তো আমি আপনি বা এই প্রজন্ম ভুলেই জেত এই সিগ্নিফিক্যান্ট স্টাইল্টি কার ছিল। না হয় ভাবত হিন্দি মুভির কোন বিখ্যাত নায়কের কপি রাইট
তারিক লিংকন বলছেনঃ
আপনার এতো চমৎকার স্মৃতিচারণের এইরূপ শিরোনাম দেখেই কিন্তু পাঠক অনাগ্রহী হয়ে যাবে। বঙ্গবন্ধু আমাদের জন্যে কি ছিল তা আমাদের দেশের কিছু বিপথগামী মানুষ না বুঝলেও দুনিয়াবাসী ঠিকই সত্যটা জানে এইটাই বড় কথা…
ধন্যবাদ শেয়ার করেছেন! এইসব এই প্রজন্মের মানুষের জানা উচিৎ…
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
শিরোনাম আমার পছন্দ হয়েছে। বাঙালি আসলেই আবাল
দুরন্ত জয় বলছেনঃ
does propranolol cause high cholesterolআমারও…
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
লিংকন ভাই আপনার সুচিন্তিত মতামতটি গ্রহনযোগ্য। তবে এই স্মৃতিচারণ চমৎকার নয়, অপমানের। তাই এই ধরনের শিরোনামে আমাকে যেতে হয়েছে।
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
হঠাৎ করে ঘাঁ টা জাগিয়ে দিলেন ভাই যত কিছুই হোক ভাই আর তো কোনদিন পাবো না আর তো কোন দিন পাবো …………………………।মনের এই জায়গায় শুধু কাঁদবেই যখন পেয়ে ও হারিয়ে ফেলে মানুষ মহামূল্যবান কিছু ,কিছু আবাল খুনী বাঙালিদের জন্য।
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
prednisone side effects moon faceখুনিরা আবাল হয় না রে ভাই!! দুঃখ টা এখানেই যে খুনিরা যে টার্গেটে এই কাজ করেছিল তারা সাক্সেস… জাতির পিতা নিয়ে এমন মতপার্থক্য কোন দেশে নাই!!
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
তারা যা চেয়েছিলো তা পেয়েছে জানি না এর থেকে কবে পরিত্রাণ মিলবে
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
বড্ড আবেগি ছিল মানুষটা, বাংলাদেশ কে খুব ভালোবাসত। কিন্তু হয়ত বুঝে উঠতে পারেননাই স্বাধীন একটা দেশ দিয়ে যাচ্ছেন এক হিপোক্রেইট জাতির কাছে!!!
ভয়ংকর সত্য।
ফাতেমা জোহরা বলছেনঃ
এরকম একটা অকৃতজ্ঞ জাতিকে স্বাধীনতা এনে দিয়ে আসলেই খুব ভুল করেছিলেন তিনি।
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
যুদ্ধটা ৯ মাস নয় ৯বছর হতো যদি …………… ampicillin working concentration e coli
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
এমন একটি মন্তব্য লেখা হয়ত খুব সহজ
accutane price in lebanon
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
আবেগটা আমাদেরও কম নয় । তাই তো বিগত ৪৩ বছর যে যা বলেছে তাই বিশ্বাস করছি। আবেগের একটা মৌলিকতা আছে, যেঁটা জাতি হিসাবে আমাদের মধ্যে নাই!!
Kiron বলছেনঃ cialis online australia
কি বলব বুঝে উঠতে পারছি না। কয়েকদিন হলো শিরোনাম টা দেখছিলাম কিন্তু ভিতরে কি আছে সেটা বুঝে উঠতে পারছিলাম না। যেহেতু আপনার লেখা বিশেষ কিছুই থাকবে ভেবে পড়া শুরু করলাম।
আমরা অনেক স্মার্ট হয়ে গেছি। বিশ্বায়নের যুগে অনেক পরিপক্ক আমরা। চে’র ছবি যুক্ত টি-শার্ট পড়ে ঘুরি। লিংকন-ম্যান্ডলার জন্য আবেগে কেঁদে ফেলি কিন্তু বঙ্গবন্ধুর প্রসঙ্গ এলেই সুশীল হয়ে যাই। এসব তখন রাজনীতি ব্যাপার। পাকি চিন্তার বিকাশ আজ বাঙ্গালি কে এখানে নিয়ে এসেছে। এই বাঙ্গালি আবাল না বদমাশ, ভন্ড। aborto cytotec 9 semanas
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
মুল্যবান কমেন্টের জন্য আপ্নাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। একটা কথায় বলি,, বাইরে আমরা যতটা ফিটফাট ভিতরে ঠিক ততটাই সদর্ঘাট! সব কিছুর শেষে আমি আশাবাদী.. প্রজন্ম আজ অনেক কিছুই জানছে ও শিখছে। ইতিহাসের দায় মেটানোর সময় আজো আছে।
দুরন্ত জয় বলছেনঃ
আসলেই আমরা আবাল জাতি…
বিশ্ববাসী বোঝে বঙ্গবন্ধু শেখ মুজিব কি ছিলেন… আর এই বাঙ্গালির এক বৃহৎ অংশ বোঝে না্,
অবশ্য স্বাধীনতার পর বিশেষ করে ৭৫ পরবর্তী স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুত্থানের পর তাদের কাছ থেকে স্বাধীনতার ইতিহাস শুনে এই অবস্থা আজ্…
মায়ের ধর্ষকের কাছ থেকে ধর্ষণের কথা শুনে বাপ কে গালি দেয়া জাতি হয়ে গেছি…
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
তোমার শেষ লাইনটা ভয়ানক এক সত্য লাইন! তারপরও যে যার স্থান থেকে নতুন প্রজন্মকে না হয় চিনিয়ে দেব আসল সেই নায়ক্কে। আমাদের সংখ্যা নেহাতি কম নয় …..
দুরন্ত জয় বলছেনঃ
আমাদের সংখ্যা নেহাতি কম নয় …
কমই…
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ levitra generico acquisto
pills like viagra in storesমিজানুর রহমান বলছেনঃ
খুব ভালো লাগলো, আপনার লেখাটা।
সম্মুখে পেলে পুরস্কৃত করতাম।