স্থায়ী হতে এসেছি শরনার্থী হতে নয়
139
বার পঠিততোমার দুয়ারে এসেছি স্থায়ী হতে,
শরনার্থী হতে নয়।
তোমার স্মৃতি আমার স্মরণসভার মূলপাঠ্য হবে,
শোকসভার আসনে থাকবেনা কিছুই।
জানি ফিরবেনা গতকাল,
আজ তোমার আসনে আমি স্থায়ী হতে এসেছি। price comparison cialis levitra viagra
বুকের ভেতর গভীর চত্বরে মাপজোগ চলছে,
হৃদয় পৃষ্ঠের অস্থায়ী কম্পাসটা অস্ত গিয়েছে।
টাটকা অন্ধকারে শিরশিরে বাতাসে
হৃদয়ের মাপজোঁক বডড একপেশে!
ঋনাত্বক ফলাফলে তোমার অভাব স্পষ্ট,
এই শহরের ক্ষুদ্র পতঙ্গ বেশে
হলেও
তোমার দেশে আমি শরনার্থী নই,
স্থায়ী হতে এসেছি।
আমার বুকে যে যন্ত্রটা টুংটাং করে বাজে,
তোমার শহরে যে স্বপ্নটা আতশবাজির মত করে উড়ে,
সেই স্বপ্নের কাঁধে চড়ে আমার বুকে হাতে হাত দিয়ে শোনো!
ঠিকঠাক মতো করে যন্ত্রটা মন্ত্র গাইছে,
স্থায়ী হতে এসেছি,
শরনার্থী হতে নয়।
দুরন্ত জয় বলছেনঃ
ভাল লাগলো… সরনার্থি হয়েই কি থাকতে হল? নাকি স্থায়ী হয়েছেন
মুদ্রা আতিক বলছেনঃ
efek samping minum obat viagra